ETV Bharat / city

Agnimitra Says Sorry to Modi : ভোটে হেরে মোদির কাছে ক্ষমা চাইলেন অগ্নিমিত্রা - ভোটে হেরে মোদির কাছে ক্ষমা চাইলেন অগ্নিমিত্রা

আসানসোলে তৃণমূলের কাছে হেরে গিয়েছে বিজেপি (BJP Lost in Asansol) ৷ ভোটে হারার পর টুইটারে মোদির কাছে ক্ষমা চেয়ে নেন আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল (Asansol BJP Candidate Agnimitra Paul) ৷

bjps agnimitra paul seeks apology from pm modi for losing at asansol
Agnimitra Says Sorry to Modi : ভোটে হেরে মোদির কাছে ক্ষমা চাইলেন অগ্নিমিত্রা
author img

By

Published : Apr 16, 2022, 8:41 PM IST

কলকাতা, 17 এপ্রিল : ‘‘সরি নরেন্দ্র মোদি স্যার... ৷’’

আসানসোল লোকসভা আসনের উপ-নির্বাচনের ফল (Asansol Bye Election Results 2022) প্রকাশের পর ঠিক এই লাইনটি দিয়েই টুইট করেছেন অগ্নিমিত্রা পাল ৷ কারণ তিনি তৃণমূলের কাছে ভোটে হেরে গিয়েছেন ৷ তাই ওই টুইটের পরের লাইনে দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘‘আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেও এই আসন আপনাকে দিতে পারলাম না ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2014 সালের লোকসভা নির্বাচনে আসানসোলে প্রচারে এসে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছিলেন, ‘‘পার্লামেন্ট মে মুঝে বাবুল চাহিয়ে ৷’’ আসানসোলের মানুষ মোদির সেই আবেদনে সাড়া দিয়েছিলেন ৷ 2019 সালেও বাবুল সুপ্রিয়র জয়ে ওই আসন ধরে রাখে বিজেপি ৷

কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় আসানসোলের সাংসদ পদ ছেড়ে দেন বাবুল ৷ অবশ্যম্ভাবী হয়ে ওঠে উপ-নির্বাচন ৷ গত মঙ্গলবার সেই উপ-নির্বাচন হয় ৷ শনিবার ফল প্রকাশিত হল ৷ তৃণমূলের শত্রুঘ্ন সিনহার কাছে 3 লক্ষেরও বেশি ভোটে হারলেন অগ্নিমিত্রা পল ৷

যদিও এই হারে যে তিনি লড়াইয়ের ময়দান ছাড়ছেন না, সেটাও ওই টুইটে স্পষ্ট করে দিয়েছেন অগ্নিমিত্রা ৷ তিনি লিখেছেন, ‘‘আমার যুদ্ধ পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচানোর জন্য ৷ পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে৷ আমার যুদ্ধ চলবে স্যার ৷’’

আরও পড়ুন : Shatrughan Sinha Wins : আসানসোলে তৃণমূলের সুনামি, খড়কুটো বিজেপি

কলকাতা, 17 এপ্রিল : ‘‘সরি নরেন্দ্র মোদি স্যার... ৷’’

আসানসোল লোকসভা আসনের উপ-নির্বাচনের ফল (Asansol Bye Election Results 2022) প্রকাশের পর ঠিক এই লাইনটি দিয়েই টুইট করেছেন অগ্নিমিত্রা পাল ৷ কারণ তিনি তৃণমূলের কাছে ভোটে হেরে গিয়েছেন ৷ তাই ওই টুইটের পরের লাইনে দুঃখপ্রকাশ করে তিনি লিখেছেন, ‘‘আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করেও এই আসন আপনাকে দিতে পারলাম না ৷’’

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2014 সালের লোকসভা নির্বাচনে আসানসোলে প্রচারে এসে নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছিলেন, ‘‘পার্লামেন্ট মে মুঝে বাবুল চাহিয়ে ৷’’ আসানসোলের মানুষ মোদির সেই আবেদনে সাড়া দিয়েছিলেন ৷ 2019 সালেও বাবুল সুপ্রিয়র জয়ে ওই আসন ধরে রাখে বিজেপি ৷

কিন্তু বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় আসানসোলের সাংসদ পদ ছেড়ে দেন বাবুল ৷ অবশ্যম্ভাবী হয়ে ওঠে উপ-নির্বাচন ৷ গত মঙ্গলবার সেই উপ-নির্বাচন হয় ৷ শনিবার ফল প্রকাশিত হল ৷ তৃণমূলের শত্রুঘ্ন সিনহার কাছে 3 লক্ষেরও বেশি ভোটে হারলেন অগ্নিমিত্রা পল ৷

যদিও এই হারে যে তিনি লড়াইয়ের ময়দান ছাড়ছেন না, সেটাও ওই টুইটে স্পষ্ট করে দিয়েছেন অগ্নিমিত্রা ৷ তিনি লিখেছেন, ‘‘আমার যুদ্ধ পশ্চিমবঙ্গের গণতন্ত্র বাঁচানোর জন্য ৷ পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে৷ আমার যুদ্ধ চলবে স্যার ৷’’

আরও পড়ুন : Shatrughan Sinha Wins : আসানসোলে তৃণমূলের সুনামি, খড়কুটো বিজেপি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.