ETV Bharat / city

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদ, কলকাতার একাধিক জায়গায় বিক্ষোভ যুব মোর্চার

দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে বিকেল 3 টে থেকে 5 টা পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী বিক্ষোভের ডাক দেয় যুব মোর্চা ।

author img

By

Published : Jul 1, 2020, 4:13 PM IST

Updated : Jul 2, 2020, 1:08 AM IST

BJP যুবমোর্চার বিক্ষোভ
BJP যুবমোর্চার বিক্ষোভ

কলকাতা, 1 জুলাই : BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ়ের সামনে বিক্ষোভ । দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় শ্যামবাজার, হাজরা, শিয়ালদা, হাওড়া ও অন্য এলাকাতেও । ভিক্টোরিয়া হাউজ়ের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হন একাধিক নেতা-কর্মী ৷

আজ সকালে দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ ওঠে ৷ তার প্রতিবাদে বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী বিক্ষোভের ডাক দেয় BJP যুব মোর্চা । পাশাপাশি, তিনমাস বিদ্যুতের বিল মকুবের দাবিতেও বিক্ষোভ দেখানো হয় তাদের তরফে । বিক্ষোভ চলাকালীন কলকাতার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হন যুব মোর্চার নেতা-কর্মীরা । গ্রেপ্তার করা হয় যুব মোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদার, সহ সভাপতি প্রকাশ দাস সহ একাধিক নেতা-কর্মীকে ।

ভিক্টোরিয়া হাউজ়ের সামনে বিক্ষোভ BJP যুব মোর্চার

যুব মোর্চার দাবি, দিলীপ ঘোষের উপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । হাজরা মোড় থেকে শুরু হয় মিছিল । সেই মিছিল রবীন্দ্রসদনে এলে সেখানে যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাস সহ একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় । এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে BJP-র সদর কার্যালয় থেকে যুব মোর্চার পক্ষ থেকে আর একটি মিছিল বের করা হয় । সেই মিছিল থেকে অনুপম হাজরা ও তাপস ঘোষকে গ্রেপ্তার করা হয় । শ্যামবাজারে রাস্তা অবরোধ করা হলে সেখান থেকেও BJP-র একাধিক কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয় । অন্যদিকে নবান্নে বিক্ষোভ দেখাতে গেলে সেখানেও কয়েকজন BJP নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় ।

যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, "শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিশ আমাদের কার্যকর্তাদের গ্রেপ্তার করে । আমরা সোশাল ডিসট্যান্স মেনে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছিলাম । কিন্তু পুলিশ আমাদের দফায় দফায় গ্রেপ্তার করে ।"

কলকাতা, 1 জুলাই : BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজ়ের সামনে বিক্ষোভ । দফায় দফায় বিক্ষোভ দেখানো হয় শ্যামবাজার, হাজরা, শিয়ালদা, হাওড়া ও অন্য এলাকাতেও । ভিক্টোরিয়া হাউজ়ের সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হন একাধিক নেতা-কর্মী ৷

আজ সকালে দিলীপ ঘোষের উপর হামলার অভিযোগ ওঠে ৷ তার প্রতিবাদে বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত রাজ্যজুড়ে প্রতীকী বিক্ষোভের ডাক দেয় BJP যুব মোর্চা । পাশাপাশি, তিনমাস বিদ্যুতের বিল মকুবের দাবিতেও বিক্ষোভ দেখানো হয় তাদের তরফে । বিক্ষোভ চলাকালীন কলকাতার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হন যুব মোর্চার নেতা-কর্মীরা । গ্রেপ্তার করা হয় যুব মোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষ, কেন্দ্রীয় সম্পাদক সৌরভ শিকদার, সহ সভাপতি প্রকাশ দাস সহ একাধিক নেতা-কর্মীকে ।

ভিক্টোরিয়া হাউজ়ের সামনে বিক্ষোভ BJP যুব মোর্চার

যুব মোর্চার দাবি, দিলীপ ঘোষের উপর যারা হামলা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে । হাজরা মোড় থেকে শুরু হয় মিছিল । সেই মিছিল রবীন্দ্রসদনে এলে সেখানে যুব মোর্চার সহ সভাপতি প্রকাশ দাস সহ একাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় । এদিকে সেন্ট্রাল অ্যাভিনিউতে BJP-র সদর কার্যালয় থেকে যুব মোর্চার পক্ষ থেকে আর একটি মিছিল বের করা হয় । সেই মিছিল থেকে অনুপম হাজরা ও তাপস ঘোষকে গ্রেপ্তার করা হয় । শ্যামবাজারে রাস্তা অবরোধ করা হলে সেখান থেকেও BJP-র একাধিক কার্যকর্তাকে গ্রেপ্তার করা হয় । অন্যদিকে নবান্নে বিক্ষোভ দেখাতে গেলে সেখানেও কয়েকজন BJP নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয় ।

যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, "শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি থেকে পুলিশ আমাদের কার্যকর্তাদের গ্রেপ্তার করে । আমরা সোশাল ডিসট্যান্স মেনে আন্দোলন করার সিদ্ধান্ত নিয়েছিলাম । কিন্তু পুলিশ আমাদের দফায় দফায় গ্রেপ্তার করে ।"

Last Updated : Jul 2, 2020, 1:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.