রাজারহাট, 26 অগাস্ট : শুলংগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে একতরফা জয়ী হল BJP । বিদ্যালয়ের মোট 6টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন BJP প্রার্থীরা । নির্বাচনের দিন সকাল থেকে তৃণমূল বহিরাগতদের ভোটার সাজিয়ে ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ তোলে BJP ।
শুলংগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন সমিতি এতদিন ছিল তৃণমূলের দখলে । কিন্তু এবার ছ'টির মধ্যে সবকটি আসনেই মুখ থুবড়ে পড়ল তারা । নরেন্দ্র মোদির ক্যারিশমা এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাদের এই জয় আরও সহজ হয়েছে বলে দাবি BJP-র ।
গতকাল জয়ের পরই উল্লাস শুরু করে BJP সমর্থকরা । এবিষয়ে BJP জেলা সভাপতি কিশোর কর বলেন, "তিন বছর অন্তর এই স্কুলে পরিচালন কমিটির নির্বাচন হয় । তিন বছর আগে যখন নির্বাচন হয়েছিল বিরোধীদলের কোনও প্রার্থীকে দাঁড়াতেই দেওয়া হয়নি । সে জায়গায় এবার 6-0 ব্যবধানে জয়ী হয়েছে BJP । উনিশে হাফ একুশে সাফের পথেই এগোচ্ছি আমরা ।"