ETV Bharat / city

স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়জয়কার BJP-র

শুলংগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন সমিতি এতদিন ছিল তৃণমূলের দখলে । এবার সেখানে একতরফা জয় পেল BJP ।

author img

By

Published : Aug 26, 2019, 12:16 PM IST

ফাইল ফোটো

রাজারহাট, 26 অগাস্ট : শুলংগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে একতরফা জয়ী হল BJP । বিদ্যালয়ের মোট 6টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন BJP প্রার্থীরা । নির্বাচনের দিন সকাল থেকে তৃণমূল বহিরাগতদের ভোটার সাজিয়ে ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ তোলে BJP ।

শুলংগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন সমিতি এতদিন ছিল তৃণমূলের দখলে । কিন্তু এবার ছ'টির মধ্যে সবকটি আসনেই মুখ থুবড়ে পড়ল তারা । নরেন্দ্র মোদির ক্যারিশমা এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাদের এই জয় আরও সহজ হয়েছে বলে দাবি BJP-র ।

গতকাল জয়ের পরই উল্লাস শুরু করে BJP সমর্থকরা । এবিষয়ে BJP জেলা সভাপতি কিশোর কর বলেন, "তিন বছর অন্তর এই স্কুলে পরিচালন কমিটির নির্বাচন হয় । তিন বছর আগে যখন নির্বাচন হয়েছিল বিরোধীদলের কোনও প্রার্থীকে দাঁড়াতেই দেওয়া হয়নি । সে জায়গায় এবার 6-0 ব্যবধানে জয়ী হয়েছে BJP । উনিশে হাফ একুশে সাফের পথেই এগোচ্ছি আমরা ।"

রাজারহাট, 26 অগাস্ট : শুলংগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে একতরফা জয়ী হল BJP । বিদ্যালয়ের মোট 6টি আসনের সবকটিতেই জয়ী হয়েছেন BJP প্রার্থীরা । নির্বাচনের দিন সকাল থেকে তৃণমূল বহিরাগতদের ভোটার সাজিয়ে ভোট প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ তোলে BJP ।

শুলংগুড়ি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালন সমিতি এতদিন ছিল তৃণমূলের দখলে । কিন্তু এবার ছ'টির মধ্যে সবকটি আসনেই মুখ থুবড়ে পড়ল তারা । নরেন্দ্র মোদির ক্যারিশমা এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাদের এই জয় আরও সহজ হয়েছে বলে দাবি BJP-র ।

গতকাল জয়ের পরই উল্লাস শুরু করে BJP সমর্থকরা । এবিষয়ে BJP জেলা সভাপতি কিশোর কর বলেন, "তিন বছর অন্তর এই স্কুলে পরিচালন কমিটির নির্বাচন হয় । তিন বছর আগে যখন নির্বাচন হয়েছিল বিরোধীদলের কোনও প্রার্থীকে দাঁড়াতেই দেওয়া হয়নি । সে জায়গায় এবার 6-0 ব্যবধানে জয়ী হয়েছে BJP । উনিশে হাফ একুশে সাফের পথেই এগোচ্ছি আমরা ।"

Intro:



রাজারহাট, ২৬ আগস্ট: শুলঙগুড়ি প্রাথমিক বিদ্যালয় পরিচালন সমিতিতে একতরফা ভাবে জয়ী হলো ভারতীয় জনতা পার্টি। এই বিদ্যালয়ে মোট 6 টি আসন রয়েছে। সবকটিতেই একতরফাভাবে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা। এর আগে এই পরিচালন সমিতি তৃণমূলের দখলে ছিল । সেখান থেকে পরিচালন সমিতির সবকটি আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি। বিজেপির দাবি নরেন্দ্র মোদির কারিশমা এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাদের এই জয় আরো সহজ হয়েছে। যদিও পরিচালন সমিতি দখল করতে কোন কসর ছাড়েনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। অভিযোগ সকাল থেকে বহিরাগত বহিরাগতদের ভোটার সাজিয়ে স্কুলে ঢোকানোর চেষ্টা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সবকটি আসনে মুখথুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস।

Body:রবিবার রাতে এই জয় ঘোষণা হতেই ব্যাপক উল্লাসে ফেটে পড়ে বিজেপি সমর্থকরা। বিজেপি জেলা সভাপতি কিশোর কর বলেন তিন বছর অন্তর এই স্কুলে পরিচালন কমিটির নির্বাচন হয়। তিন বছর আগে যখন নির্বাচন হয়েছিল বিরোধীদলের কোনো প্রার্থীকে দাঁড়াতেই দেওয়া হয়নি। সে জায়গায় এবার 6-0 ব্যবধানে জয়ী হয়েছে বিজেপির প্রার্থীরা। তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা একটিতেও জিততে পারেনি। বিজেপি বলেছিল উনিশে হাফ একুশে সাফ সেটাই এখন বাস্তবায়িত হচ্ছে।
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.