ETV Bharat / city

BJP Protest : পুজোর পরই বাড়বে আন্দোলনের ঝাঁঝ, তৃণমূলের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বিজেপি - দুর্গাপুজো

করোনার প্রকোপ নতুন করে না বাড়লে পুজোর পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামবে বিজেপি ৷ ইটিভি ভারতকে একথা জানালেন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ৷ আন্দোলনের নেতৃত্বে থাকবে যুব ও মহিলা মোর্চা ৷

BJP will resume protest against TMC after durga puja
BJP Protest : পুজোর পরই বাড়বে আন্দোলনের ঝাঁঝ, তৃণমূলের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে বিজেপি
author img

By

Published : Aug 23, 2021, 7:13 PM IST

কলকাতা, 23 অগস্ট : পুজোর পরই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ স্থির হয়েছে, দলের সবক’টি শাখা সংগঠনকেই এই কর্মসূচিতে ব্যবহার করা হবে ৷ তবে নেতৃত্বে থাকবে দলের যুব এবং মহিলা মোর্চা ৷ বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই আন্দোলনের নীল নকশা তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ বিষয়টি নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ এই প্রসঙ্গে সৌমিত্র বলেন, ‘‘পুজোর পর আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল-আউট আন্দোলনে নামব ৷ প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে ৷ বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে ধর্মতলায় একটি বড় জমায়েত করারও পরিকল্পনা রয়েছে আমাদের ৷’’

আরও পড়ুন : বিজেপির আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়িতে

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ গঠন করা হয়েছে সিট ৷ বিজেপির সূত্রে খবর, মূলত এই বিষয়টিকে তুলে ধরেই আন্দোলনের ভিত মজবুত করার কথা নির্দেশ দিয়েছে দলীয় নেতৃত্ব ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই সিবিআইয়ের গোয়েন্দারা তাঁদের তদন্তের কাজ শুরু করে দিয়েছেন ৷ ভোট-পরবর্তী সন্ত্রাসের শিকার বিভিন্ন মানুষ এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলছেন তাঁরা ৷

পুজোর পর বেকার সমস্যা নিয়েও রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির ৷ স্থির হয়েছে, প্রতিটি জেলায় জেলাশাসক ও মহকুমা শাসকদের কার্যালয় ঘেরাও করা হবে ৷ জেলাস্তরে আন্দোলনের পরই কলকাতার ধর্মতলায় বিরাট জমায়েত করার পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি ৷ দলের তরফে জানানো হয়েছে, পুজোর পর কোভিড পরিস্থিতি ঠিক হলেই এই কর্মসূচিতে সামিল হবে যুব মোর্চা ৷

আরও পড়ুন : BJP Mahila Morcha : বনগাঁয় এসপি অফিস ঘেরাও অভিযান, গ্রেফতার 13

ইতিমধ্যেই যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে এই কর্মসূচি সফল করতে জেলায় জেলায় বিশেষ বৈঠক শুরু হয়েছে ৷ অন্যদিকে, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলকে জেলায় জেলায় মহিলাদের উপর আক্রমণের ঘটনার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত মহিলারা আক্রান্ত হয়েছেন, তাঁদের নিয়ে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া, আক্রান্ত মহিলাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজ্য পুলিশের ডিজিকেও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

কলকাতা, 23 অগস্ট : পুজোর পরই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷ স্থির হয়েছে, দলের সবক’টি শাখা সংগঠনকেই এই কর্মসূচিতে ব্যবহার করা হবে ৷ তবে নেতৃত্বে থাকবে দলের যুব এবং মহিলা মোর্চা ৷ বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই আন্দোলনের নীল নকশা তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ বিষয়টি নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হন যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ (Saumitra Khan) ৷ এই প্রসঙ্গে সৌমিত্র বলেন, ‘‘পুজোর পর আমরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অল-আউট আন্দোলনে নামব ৷ প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে ৷ বেকার যুবকদের কর্মসংস্থানের দাবিতে ধর্মতলায় একটি বড় জমায়েত করারও পরিকল্পনা রয়েছে আমাদের ৷’’

আরও পড়ুন : বিজেপির আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনা শিলিগুড়িতে

ভোট পরবর্তী হিংসার ঘটনায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ গঠন করা হয়েছে সিট ৷ বিজেপির সূত্রে খবর, মূলত এই বিষয়টিকে তুলে ধরেই আন্দোলনের ভিত মজবুত করার কথা নির্দেশ দিয়েছে দলীয় নেতৃত্ব ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই সিবিআইয়ের গোয়েন্দারা তাঁদের তদন্তের কাজ শুরু করে দিয়েছেন ৷ ভোট-পরবর্তী সন্ত্রাসের শিকার বিভিন্ন মানুষ এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলছেন তাঁরা ৷

পুজোর পর বেকার সমস্যা নিয়েও রাজ্য সরকারের উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির ৷ স্থির হয়েছে, প্রতিটি জেলায় জেলাশাসক ও মহকুমা শাসকদের কার্যালয় ঘেরাও করা হবে ৷ জেলাস্তরে আন্দোলনের পরই কলকাতার ধর্মতলায় বিরাট জমায়েত করার পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি ৷ দলের তরফে জানানো হয়েছে, পুজোর পর কোভিড পরিস্থিতি ঠিক হলেই এই কর্মসূচিতে সামিল হবে যুব মোর্চা ৷

আরও পড়ুন : BJP Mahila Morcha : বনগাঁয় এসপি অফিস ঘেরাও অভিযান, গ্রেফতার 13

ইতিমধ্যেই যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁয়ের নেতৃত্বে এই কর্মসূচি সফল করতে জেলায় জেলায় বিশেষ বৈঠক শুরু হয়েছে ৷ অন্যদিকে, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পলকে জেলায় জেলায় মহিলাদের উপর আক্রমণের ঘটনার তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ৷ ভোট পরবর্তী হিংসায় যে সমস্ত মহিলারা আক্রান্ত হয়েছেন, তাঁদের নিয়ে ধর্মতলায় মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এছাড়া, আক্রান্ত মহিলাদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে রাজ্য পুলিশের ডিজিকেও স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.