ETV Bharat / city

ভুয়ো টিকাকরণকে হাতিয়ার করেই সরকার বিরোধী আন্দোলনে জোর বিজেপির - টিকাকরণ

ভুয়ো টিকাকরণকে হাতিয়ার করে সরকার বিরোধী আন্দোলনে জোর বিজেপির ৷ আগামী সপ্তাহে লাগাতার তিনদিন সরকার নির্দেশিত কোভিড প্রটোকল মেনে রাজ্যজুড়ে জেলাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং মহকুমাশাসকের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করবেন বিজেপির নেতা ও কর্মীরা ৷

BJP will protest statewide on against fake vaccination
ভুয়ো টিকাকরণকে হাতিয়ার করেই সরকারবিরোধী আন্দোলনে জোর বিজেপির
author img

By

Published : Jul 9, 2021, 9:12 PM IST

কলকাতা, 9 জুলাই : ভুয়ো টিকাকরণকে ইস্যু করে গত 5 জুলাইয়ের কলকাতা পৌরনিগম অভিযান ততটা সফল হয়নি ৷ কিন্তু তাতে হতোদ্যম হতে রাজি নয় বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ বদলে ভুয়ো টিকাকরণ কান্ড এবং টিকাকরণ সংক্রান্ত অন্যান্য অভিযোগ নিয়েই আবারও রাজ্যজুড়ে পথে নামতে চলেছে গেরুয়া শিবির ৷ তবে এবার আন্দোলনের সামনের সারিতে থাকবে বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চা ৷

দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহে লাগাতার তিনদিন সরকার নির্দেশিত কোভিড প্রটোকল মেনেই রাজ্যজুড়ে সমস্ত জেলাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং মহকুমাশাসকের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি ৷ কলকাতার মুরলীধর সেন লেনের প্রদেশ কার্যালয়ে আয়োজিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Fake Vaccination Case : 48 ঘণ্টার মধ্য়ে রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের

বৈঠকে স্থির হয়েছে, ভুয়ো টিকাকরণ ইস্যুতে সরকার নির্দেশিত কোভিড প্রটোকল মেনেই এবার থেকে যাবতীয় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে ৷ মূল বিজেপির পাশাপাশি যুব মোর্চা ও মহিলা মোর্চাকে এই কর্মসূচি সফল করার জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন রাজ্যস্তরের নেতারা ৷

বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই প্রসঙ্গে বলেন, ‘‘ভুয়ো টিকাকরণ ইস্যুতে বিজেপি সাধারণ মানুষের সমস্যা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিতে নামছে ৷ প্রতিটি জেলার জেলাশাসককে এই ইস্যুতে স্মারকলিপি প্রদান করা হবে ৷ তবে, কোভিড বিধিনিষেধ মেনেই আমরা জেলায় জেলায় এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হব ৷’’

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের 39 টি সাংগঠনিক জেলাতেই এই কর্মসূচি পালন করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ রাজ্যস্তরের নেতারাই এই কর্মসূচির নেতৃত্ব দেবেন ৷ শুধু টিকা কেলেঙ্কারি নয়, সেইসঙ্গে গোটা বিষয়ে মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরা হবে ৷ বিজেপির দাবি, জেলায় জেলায় টিকাকরণ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছে ৷ জেলা ও ব্লক হাসপাতালগুলিতে টিকার জন্য লম্বা লাইন পড়ছে ৷ তারপরও অনেকে টিকা পাচ্ছেন না ৷ পাল্লা দিয়ে রমরমা বাড়ছে দালাল চক্রের ৷ আন্দোলনে এই সমস্ত বিষয় তুলে ধরা হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : দেবাঞ্জন-কাণ্ডে পরস্পরকে দোষারোপ তৃণমূলের দুই নেতার, তাল ঠুকছে বিজেপি

দলীয় সূত্রে খবর, টিকাকরণ নিয়ে আমজনতার মধ্যে ক্ষোভ রয়েছে ৷ সেই ক্ষোভকে হাতিয়ার করেই সরকারের বিরুদ্ধে জনমত পোক্ত করতে চাইছে বিজেপি ৷ একদিকে যখন পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই টিকা দুর্নীতি নিয়ে পাল্টা আন্দোলনে নামার ছক কষেছে গেরুয়া শিবির ৷

কলকাতা, 9 জুলাই : ভুয়ো টিকাকরণকে ইস্যু করে গত 5 জুলাইয়ের কলকাতা পৌরনিগম অভিযান ততটা সফল হয়নি ৷ কিন্তু তাতে হতোদ্যম হতে রাজি নয় বিজেপির রাজ্য নেতৃত্ব ৷ বদলে ভুয়ো টিকাকরণ কান্ড এবং টিকাকরণ সংক্রান্ত অন্যান্য অভিযোগ নিয়েই আবারও রাজ্যজুড়ে পথে নামতে চলেছে গেরুয়া শিবির ৷ তবে এবার আন্দোলনের সামনের সারিতে থাকবে বিজেপির যুব মোর্চা ও মহিলা মোর্চা ৷

দলীয় সূত্রে খবর, আগামী সপ্তাহে লাগাতার তিনদিন সরকার নির্দেশিত কোভিড প্রটোকল মেনেই রাজ্যজুড়ে সমস্ত জেলাশাসক, ব্লক উন্নয়ন আধিকারিক এবং মহকুমাশাসকের কার্যালয়ে অবস্থান বিক্ষোভ করবে বিজেপি ৷ কলকাতার মুরলীধর সেন লেনের প্রদেশ কার্যালয়ে আয়োজিত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : Fake Vaccination Case : 48 ঘণ্টার মধ্য়ে রাজ্যের রিপোর্ট তলব কেন্দ্রের

বৈঠকে স্থির হয়েছে, ভুয়ো টিকাকরণ ইস্যুতে সরকার নির্দেশিত কোভিড প্রটোকল মেনেই এবার থেকে যাবতীয় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে ৷ মূল বিজেপির পাশাপাশি যুব মোর্চা ও মহিলা মোর্চাকে এই কর্মসূচি সফল করার জন্য ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন রাজ্যস্তরের নেতারা ৷

বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু এই প্রসঙ্গে বলেন, ‘‘ভুয়ো টিকাকরণ ইস্যুতে বিজেপি সাধারণ মানুষের সমস্যা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিতে নামছে ৷ প্রতিটি জেলার জেলাশাসককে এই ইস্যুতে স্মারকলিপি প্রদান করা হবে ৷ তবে, কোভিড বিধিনিষেধ মেনেই আমরা জেলায় জেলায় এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হব ৷’’

বিজেপি সূত্রে জানা গিয়েছে, দলের 39 টি সাংগঠনিক জেলাতেই এই কর্মসূচি পালন করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ রাজ্যস্তরের নেতারাই এই কর্মসূচির নেতৃত্ব দেবেন ৷ শুধু টিকা কেলেঙ্কারি নয়, সেইসঙ্গে গোটা বিষয়ে মানুষের দুর্ভোগের কথাও তুলে ধরা হবে ৷ বিজেপির দাবি, জেলায় জেলায় টিকাকরণ নিয়ে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছে ৷ জেলা ও ব্লক হাসপাতালগুলিতে টিকার জন্য লম্বা লাইন পড়ছে ৷ তারপরও অনেকে টিকা পাচ্ছেন না ৷ পাল্লা দিয়ে রমরমা বাড়ছে দালাল চক্রের ৷ আন্দোলনে এই সমস্ত বিষয় তুলে ধরা হবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : দেবাঞ্জন-কাণ্ডে পরস্পরকে দোষারোপ তৃণমূলের দুই নেতার, তাল ঠুকছে বিজেপি

দলীয় সূত্রে খবর, টিকাকরণ নিয়ে আমজনতার মধ্যে ক্ষোভ রয়েছে ৷ সেই ক্ষোভকে হাতিয়ার করেই সরকারের বিরুদ্ধে জনমত পোক্ত করতে চাইছে বিজেপি ৷ একদিকে যখন পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই টিকা দুর্নীতি নিয়ে পাল্টা আন্দোলনে নামার ছক কষেছে গেরুয়া শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.