ETV Bharat / city

কৃষি বিলের সমর্থনে এবার রাজ্যজুড়ে পদযাত্রা BJP-র

ইতিমধ্যেই কৃষি বিলের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল সহ বিরোধীরা । এবার এই বিলের সমর্থনে পথে নামছে রাজ্য BJP । 28 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে পদযাত্রা করবে তারা ।

farm bill 2020
কৃষি বিল 2020
author img

By

Published : Sep 25, 2020, 10:46 AM IST

কলকাতা, 25 সেপ্টেম্বর : আজ কৃষি বিলের প্রতিবাদে দেশজুড়ে বনধ পালন করছে কয়েকটি কৃষক সংগঠন । পঞ্জাব, হরিয়ানা সহ দেশের অন্যান্য জায়গায় বিলের বিরোধিতায় পথে নেমেছেন কৃষকরা । বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই সংসদে বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা । এই পরিস্থিতিতে বিলের সমর্থনে এবার ময়দানে নামতে চলেছে BJP ।

বামেদের কৃষক পদযাত্রার মডেলে কৃষি বিলের সমর্থনে এবার রাজ্যজুড়ে পদযাত্রার ডাক দিয়েছে BJP । 28 সেপ্টেম্বর বুথস্তর থেকে জেলাস্তর পর্যন্ত টানা সাত দিন ধরে পদযাত্রা করবে তারা । গতকাল দলের রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে একথা জানান সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

28 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে পদযাত্রা করবে BJP

তিনি বলেন, "কৃষকদের স্বার্থে প্রতিটি মণ্ডল, জেলা স্তর ও প্রতিটি বিধানসভায় কৃষক পদযাত্রা হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করে এই পদযাত্রা হবে । বিরোধীরা কৃষকদের এই বিল নিয়ে ভুল বোঝাচ্ছে । তাদের এই বিলের উপকারিতা বোঝাতে বাজার-ঘাটে ছোটো ছোটো চর্চারও আয়োজন করা হবে । কৃষক পরিবারের সঙ্গেও কথা বলা হবে ।"

কলকাতা, 25 সেপ্টেম্বর : আজ কৃষি বিলের প্রতিবাদে দেশজুড়ে বনধ পালন করছে কয়েকটি কৃষক সংগঠন । পঞ্জাব, হরিয়ানা সহ দেশের অন্যান্য জায়গায় বিলের বিরোধিতায় পথে নেমেছেন কৃষকরা । বিলের বিরুদ্ধে ইতিমধ্যেই সংসদে বিক্ষোভ দেখিয়েছে বিরোধীরা । এই পরিস্থিতিতে বিলের সমর্থনে এবার ময়দানে নামতে চলেছে BJP ।

বামেদের কৃষক পদযাত্রার মডেলে কৃষি বিলের সমর্থনে এবার রাজ্যজুড়ে পদযাত্রার ডাক দিয়েছে BJP । 28 সেপ্টেম্বর বুথস্তর থেকে জেলাস্তর পর্যন্ত টানা সাত দিন ধরে পদযাত্রা করবে তারা । গতকাল দলের রাজ্য সদর দপ্তরে সাংবাদিক বৈঠকে একথা জানান সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

28 সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে পদযাত্রা করবে BJP

তিনি বলেন, "কৃষকদের স্বার্থে প্রতিটি মণ্ডল, জেলা স্তর ও প্রতিটি বিধানসভায় কৃষক পদযাত্রা হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করে এই পদযাত্রা হবে । বিরোধীরা কৃষকদের এই বিল নিয়ে ভুল বোঝাচ্ছে । তাদের এই বিলের উপকারিতা বোঝাতে বাজার-ঘাটে ছোটো ছোটো চর্চারও আয়োজন করা হবে । কৃষক পরিবারের সঙ্গেও কথা বলা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.