কলকাতা, 20 এপ্রিল : সিঙ্গুর থেকে টাটা মোটরসের প্রস্থানের পর থেকেই পশ্চিমবঙ্গের শিল্পক্ষেত্র একটা বেহাল অবস্থায় পৌঁছে গিয়েছে । এরপর রাজ্য সরকারের বিশেষ অর্থনৈতিক অঞ্চল নিয়ে নীতির ফলে রাজ্যে আসেনি ইনফোসিস এবং উইপ্রো । শিল্পক্ষেত্রে এই স্থবিরতার ফলে রাজ্যে কোনও অগ্রগতি হয়নি কমর্মসংস্থানের ক্ষেত্রে । এ নিয়ে ক্ষোভ বাড়ছে যুবসমাজের । সেই ক্ষোভকেই আজ কলকাতায় এসে আরও উস্কে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ।
মার্চেন্ট চেম্বার অফ কমার্সের এক সেমিনারে যোগ দিতে এসে এদিন তিনি বলেন, ‘‘বাংলার শিল্পক্ষেত্রে বিশেষভাবে আরও অক্সিজেন জোগাতে হবে । আরও অক্সিজেন ছাড়া রাজ্যের শিল্পক্ষেত্রে বৃদ্ধি হবে না । ভারতের ইতিহাস বাংলা থেকেই রচিত হয়েছিল । কিন্তু এখন দেখুন দার্জিলিং চায়ের মতো একটা ব্র্যান্ডের আজ কি করুণ অবস্থা ৷’’ এরপরেই তিনি দাবি করেন যে, একমাত্র বিজেপিই পারবে বাংলার শিল্পক্ষেত্রকে অক্সিজেন জোগাতে ৷
আরও পড়ুন : মোবাইল শপিং অ্যাপ বন্ধ করতে চলেছে গুগল
তাঁর কথায়, ‘‘এই নিয়ে আর কোনও সন্দেহ নেই যে বিজেপিই এবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চলেছে । রাজ্যের প্রতিটি ক্ষেত্রে সাহায্য প্রয়োজন । শিল্পে একসময় পশ্চিমবঙ্গ সবার আগে ছিল। রাজ্যের সেই গৌরবের অধ্যায় আবার ফিরিয়ে আনতে হবে । বাংলার ঐতিহ্যকে রক্ষা করতে হবে । বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তার প্রথম কাজ হবে, রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করা । আমরা কৃষকদের তাঁদের প্রাপ্য অর্থ প্রদান করব । আমাদের নির্বাচনী ইস্তেহার আমরা আগেই বলেছি যে, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা কি কি করব ৷’’ করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক বৃদ্ধি ধরে রাখতে রাজ্য এবং শিল্পপতিদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।