ETV Bharat / city

জ্যোতির্ময়ী শিকদারের বাড়িতে দিলীপ ঘোষ, BJP যোগের জল্পনা - দিলীপ ঘোষ

জ্যোতির্ময়ী শিকদারের বাড়িতে দিলীপ ঘোষ৷ তুঙ্গে জল্পনা৷ এদিন BJP-র রাজ্য সভাপতি জানান, প্রতিবেশী জ্যোতির্ময়ী শিকদারের আমন্ত্রণে তাঁর বাড়িতে গিয়েছিলেন৷ তখন একটি পদ্মফুলও উপহার দেন তিনি৷ সেই ছবিই প্রকাশ্যে এসেছে আজ৷ তবে, প্রাক্তন CPI(M )সাংসদ আনুষ্ঠানিকভাবে BJP-তে যোগ দেবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি দিলীপ ঘোষ ৷

Dilip Ghosh at house of Jyotirmoyee sikdar
জ্যোতির্ময়ী শিকদারের বাড়িতে দিলীপ ঘোষ
author img

By

Published : Jun 8, 2020, 12:09 AM IST

কলকাতা, 7 জুন: প্রাক্তন CPI(M) সাংসদ জ্যোতির্ময়ী শিকদারের সল্টলেকের বাসভবনে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘটনায় প্রাক্তন বাম সাংসদের BJP-তে যোগদান নিয়ে তীব্র জল্পনা। রবিবার দিলীপ ঘোষ ও জ্যোতির্ময়ী শিকদারের বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়, কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেলেই BJP-তে যোগ দেবেন জ্যোতির্ময়ী শিকদার।

BJP সূত্রে খবর, প্রাক্তন বাম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার কিছুদিন আগেই BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। এরপর লকডাউনের মধ্যেই জ্যোতির্ময়ী শিকদারের বাড়িতে যান দিলীপ ঘোষ। ওই দিন বাংলার প্রাক্তন অ্যাথেলিটের হাতে একটি পদ্মফুলও তুলে দেন BJP-র রাজ্য সভাপতি। ইঙ্গিতবাহী সেই ছবিই আজ প্রকাশ্যে আসে। রাজ্য রাজনৈতিক মহলে জল্পনা, 2021-এর বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল। শাসকদলের একজন মন্ত্রী, দু'জন বিধায়কও দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বাড়িতে গোপন বৈঠক করেছেন সম্প্রতি। খুব শীঘ্রই তাঁরাও BJP-তে যোগ দেবেন। জ্যোতির্ময়ী শিকদারের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে৷ এই বিষয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার বাড়ির পাশেই থাকেন। আমি ওঁকে পদ্মফুল উপহার দিয়েছি। BJP-তে যোগদান নিয়ে কোনও কথা হয়নি। যদি যোগদান করেন, তবে আপনারাও জানতে পারবেন।"

বাংলার প্রাক্তণ পদকজয়ী দৌঁড়বিদ জ্যোতির্ময়ী শিকদার ছিলেন কৃষ্ণনগরের CPI(M) সাংসদ। 2004 সালের নির্বাচনে জিতে সাংসদ হন তিনি।

কলকাতা, 7 জুন: প্রাক্তন CPI(M) সাংসদ জ্যোতির্ময়ী শিকদারের সল্টলেকের বাসভবনে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘটনায় প্রাক্তন বাম সাংসদের BJP-তে যোগদান নিয়ে তীব্র জল্পনা। রবিবার দিলীপ ঘোষ ও জ্যোতির্ময়ী শিকদারের বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়, কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেলেই BJP-তে যোগ দেবেন জ্যোতির্ময়ী শিকদার।

BJP সূত্রে খবর, প্রাক্তন বাম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার কিছুদিন আগেই BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। এরপর লকডাউনের মধ্যেই জ্যোতির্ময়ী শিকদারের বাড়িতে যান দিলীপ ঘোষ। ওই দিন বাংলার প্রাক্তন অ্যাথেলিটের হাতে একটি পদ্মফুলও তুলে দেন BJP-র রাজ্য সভাপতি। ইঙ্গিতবাহী সেই ছবিই আজ প্রকাশ্যে আসে। রাজ্য রাজনৈতিক মহলে জল্পনা, 2021-এর বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল। শাসকদলের একজন মন্ত্রী, দু'জন বিধায়কও দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বাড়িতে গোপন বৈঠক করেছেন সম্প্রতি। খুব শীঘ্রই তাঁরাও BJP-তে যোগ দেবেন। জ্যোতির্ময়ী শিকদারের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে৷ এই বিষয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার বাড়ির পাশেই থাকেন। আমি ওঁকে পদ্মফুল উপহার দিয়েছি। BJP-তে যোগদান নিয়ে কোনও কথা হয়নি। যদি যোগদান করেন, তবে আপনারাও জানতে পারবেন।"

বাংলার প্রাক্তণ পদকজয়ী দৌঁড়বিদ জ্যোতির্ময়ী শিকদার ছিলেন কৃষ্ণনগরের CPI(M) সাংসদ। 2004 সালের নির্বাচনে জিতে সাংসদ হন তিনি।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.