কলকাতা, 7 জুন: প্রাক্তন CPI(M) সাংসদ জ্যোতির্ময়ী শিকদারের সল্টলেকের বাসভবনে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ঘটনায় প্রাক্তন বাম সাংসদের BJP-তে যোগদান নিয়ে তীব্র জল্পনা। রবিবার দিলীপ ঘোষ ও জ্যোতির্ময়ী শিকদারের বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই কানাঘুষো শুরু হয়, কেন্দ্রীয় নেতৃত্বের ছাড়পত্র পেলেই BJP-তে যোগ দেবেন জ্যোতির্ময়ী শিকদার।
BJP সূত্রে খবর, প্রাক্তন বাম সাংসদ জ্যোতির্ময়ী শিকদার কিছুদিন আগেই BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান। এরপর লকডাউনের মধ্যেই জ্যোতির্ময়ী শিকদারের বাড়িতে যান দিলীপ ঘোষ। ওই দিন বাংলার প্রাক্তন অ্যাথেলিটের হাতে একটি পদ্মফুলও তুলে দেন BJP-র রাজ্য সভাপতি। ইঙ্গিতবাহী সেই ছবিই আজ প্রকাশ্যে আসে। রাজ্য রাজনৈতিক মহলে জল্পনা, 2021-এর বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল। শাসকদলের একজন মন্ত্রী, দু'জন বিধায়কও দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বাড়িতে গোপন বৈঠক করেছেন সম্প্রতি। খুব শীঘ্রই তাঁরাও BJP-তে যোগ দেবেন। জ্যোতির্ময়ী শিকদারের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে৷ এই বিষয়ে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "উনি আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার বাড়ির পাশেই থাকেন। আমি ওঁকে পদ্মফুল উপহার দিয়েছি। BJP-তে যোগদান নিয়ে কোনও কথা হয়নি। যদি যোগদান করেন, তবে আপনারাও জানতে পারবেন।"
বাংলার প্রাক্তণ পদকজয়ী দৌঁড়বিদ জ্যোতির্ময়ী শিকদার ছিলেন কৃষ্ণনগরের CPI(M) সাংসদ। 2004 সালের নির্বাচনে জিতে সাংসদ হন তিনি।