ETV Bharat / city

অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক মমতার কথায় চলছেন, অভিযোগ মুকুলের - loksabha election

সঞ্জয় বসু মমতার কথায় চলছেন । নির্বাচন কমিশনে অফিযোগ জানাল BJP ।

CEO অফিসের বাইরে BJP-র প্রতিনিধি দল
author img

By

Published : Apr 30, 2019, 1:01 PM IST

Updated : Apr 30, 2019, 3:39 PM IST

কলকাতা, 30 এপ্রিল : এর আগে বেশ কয়েকবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুর অপসারণের দাবি তোলে BJP । মুকুল রায় থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদার, বারবার আক্রমণ শানিয়েছেন CEO-র দপ্তরে এসে । আজকের অভিযোগের পর বিষয়টি আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন মুকুল । দাবি করলেন, ডিসিপ্লিনারি অ্যাকশনের । তাঁর অভিযোগ, অতিরিক্ত মুখ্য আধিকারিক সঞ্জয় বসু মমতার অঙ্গুলিহেলনেই চলছেন ।

রীতিমতো আক্রমণাত্মক মেজাজে আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবের সাথে দেখা করে BJP-র প্রতিনিধি দল । দলে ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদার এবং শিশির বাজোরিয়া । সূত্রের খবর, মূলত গোটা বীরভূম জেলা এবং আসানসোল লোকসভার অন্তর্গত বারাবনি ও পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার সবকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে BJP । তাঁদের অভিযোগ, সেখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে । যদিও, বৈঠকের পর সেকথা স্বীকার করেননি মুকুল রায় । তিনি আরও বলেন, "তৃণমূল এখন CPI(M)-এর কায়দায় ভোট করাচ্ছে । একটা লোকসভা কেন্দ্রে যদি সাতটি বিধানসভা থাকে, তার মধ্যে পাঁচটি ছেড়ে দিচ্ছে অবাধ নির্বাচনের জন্য আর দু'টিতে চালাচ্ছে সন্ত্রাস । এই স্ট্র্যাটিজিতেই ওই পাঁচটি বিধানসভার ভোট যদি উনিশ বিশও হয় বাকি দুটিতে জয়ের রাস্তা তৈরি করে নেওয়া হচ্ছে ।"

মুকুল রায়ের দাবি, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কোনও FIR হয়নি । অথচ, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিক বৈঠকে বলে দিলেন বাবুলের বিরুদ্ধে FIR হয়েছে । এটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই করেছেন যাতে তাঁর সম্মানহানি হয় । পাশ থেকে বাবুল যোগ করেন, "এর বিরুদ্ধে আমি সিভিল ও ক্রিমিনাল উভয় মামলাতেই যাচ্ছি ।"

এবার ঘটনাটি হল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক কোনও সাংবাদিক বৈঠকে সরকারিভাবে বলেননি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে FIR হয়েছে । প্রাথমিকভাবে যখন মুকুল বলেন, তখন সাংবাদিকরা ভেবেছিল গতকাল প্রিজ়াইডিং অফিসার ও পোলিং এজেন্টদের ধমক এবং স্বশস্ত্র রক্ষী নিয়ে বুথে ঢোকার জন্য যে FIR হয়েছে সেকথা বলছেন মুকুল । গতকাল দিনের শেষে সাংবাদিক বৈঠকে যা জানিয়েছিলেন ADG (আইনশ-) সিদ্ধিনাথ গুপ্তা এবং আরিজ় আফতাব । তবে কী মুকুল তাঁদের বিরুদ্ধে বলেছেন ? পরে তিনি জানান, আগের একটি প্রসঙ্গের কথা । কয়েকটি সংবাদমাধ্যমে (ETV ভারত নয়) দেখানো হয় বাবুলের বিরুদ্ধে হয়েছে জোরা FIR । কমিশনের তরফে সরকারিভাবে কেউই জানাননি সেকথা । তাও মুকুল রায় বলছেন সেই প্রসঙ্গের কথা ।

কলকাতা, 30 এপ্রিল : এর আগে বেশ কয়েকবার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুর অপসারণের দাবি তোলে BJP । মুকুল রায় থেকে শুরু করে জয়প্রকাশ মজুমদার, বারবার আক্রমণ শানিয়েছেন CEO-র দপ্তরে এসে । আজকের অভিযোগের পর বিষয়টি আরও উচ্চগ্রামে নিয়ে গেলেন মুকুল । দাবি করলেন, ডিসিপ্লিনারি অ্যাকশনের । তাঁর অভিযোগ, অতিরিক্ত মুখ্য আধিকারিক সঞ্জয় বসু মমতার অঙ্গুলিহেলনেই চলছেন ।

রীতিমতো আক্রমণাত্মক মেজাজে আজ বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এবং মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাবের সাথে দেখা করে BJP-র প্রতিনিধি দল । দলে ছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদার এবং শিশির বাজোরিয়া । সূত্রের খবর, মূলত গোটা বীরভূম জেলা এবং আসানসোল লোকসভার অন্তর্গত বারাবনি ও পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার সবকটি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে BJP । তাঁদের অভিযোগ, সেখানে নির্বাচনের নামে প্রহসন হয়েছে । যদিও, বৈঠকের পর সেকথা স্বীকার করেননি মুকুল রায় । তিনি আরও বলেন, "তৃণমূল এখন CPI(M)-এর কায়দায় ভোট করাচ্ছে । একটা লোকসভা কেন্দ্রে যদি সাতটি বিধানসভা থাকে, তার মধ্যে পাঁচটি ছেড়ে দিচ্ছে অবাধ নির্বাচনের জন্য আর দু'টিতে চালাচ্ছে সন্ত্রাস । এই স্ট্র্যাটিজিতেই ওই পাঁচটি বিধানসভার ভোট যদি উনিশ বিশও হয় বাকি দুটিতে জয়ের রাস্তা তৈরি করে নেওয়া হচ্ছে ।"

মুকুল রায়ের দাবি, বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কোনও FIR হয়নি । অথচ, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সাংবাদিক বৈঠকে বলে দিলেন বাবুলের বিরুদ্ধে FIR হয়েছে । এটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই করেছেন যাতে তাঁর সম্মানহানি হয় । পাশ থেকে বাবুল যোগ করেন, "এর বিরুদ্ধে আমি সিভিল ও ক্রিমিনাল উভয় মামলাতেই যাচ্ছি ।"

এবার ঘটনাটি হল অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক কোনও সাংবাদিক বৈঠকে সরকারিভাবে বলেননি বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে FIR হয়েছে । প্রাথমিকভাবে যখন মুকুল বলেন, তখন সাংবাদিকরা ভেবেছিল গতকাল প্রিজ়াইডিং অফিসার ও পোলিং এজেন্টদের ধমক এবং স্বশস্ত্র রক্ষী নিয়ে বুথে ঢোকার জন্য যে FIR হয়েছে সেকথা বলছেন মুকুল । গতকাল দিনের শেষে সাংবাদিক বৈঠকে যা জানিয়েছিলেন ADG (আইনশ-) সিদ্ধিনাথ গুপ্তা এবং আরিজ় আফতাব । তবে কী মুকুল তাঁদের বিরুদ্ধে বলেছেন ? পরে তিনি জানান, আগের একটি প্রসঙ্গের কথা । কয়েকটি সংবাদমাধ্যমে (ETV ভারত নয়) দেখানো হয় বাবুলের বিরুদ্ধে হয়েছে জোরা FIR । কমিশনের তরফে সরকারিভাবে কেউই জানাননি সেকথা । তাও মুকুল রায় বলছেন সেই প্রসঙ্গের কথা ।

Last Updated : Apr 30, 2019, 3:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.