কলকাতা, 8 জুলাই : ক্রমাগত দলবিরোধী বক্তব্য প্রকাশ্যে পেশ করা বা সামাজিক মাধ্যমে দলবিরোধী মন্তব্য পোস্ট করা নেতা নেত্রীদের বিরুদ্ধে এ বার কঠোর হওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি (BJP)। শুরুটা বোধহয় হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) ও সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) দিয়ে । খুব শিগগিই রাজীব বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত দলবিরোধী মন্তব্য করা এবং সামাজিক মাধ্যমে দলবিরোধী পোস্ট করার জন্য শোকজ করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপি নেতৃত্ব । দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ইতিমধ্যেই শোকজ করেছে সব্যসাচীকে ৷
শৃঙ্খলা রক্ষা কমিটি রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত ছাড়াও আর যে সব বিজেপি নেতা নেত্রীর বিরুদ্ধে এই একই অবস্থান নেওয়ার কথা ভাবছে তাঁরা হলেন, সাংসদ সুনীল মণ্ডল, দীপেন্দু বিশ্বাস ও সোনালী গুহ । এ বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দলবিরোধী মন্তব্যের জন্য 15 দিনের মধ্যেই কড়া ব্যবস্থা নেওয়া হবে । তাঁর কথায়, "যাঁরা যাঁরা প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করছেন, তাঁরা সেটা ঠিক করছেন না । দল এ বার কড়া সিদ্ধান্ত নিতে চলেছে । খুব শিগগিরই দল এই সমস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷"
আরও পড়ুন: ডাক্তার-ইঞ্জিনিয়ার-প্রাক্তন আইএএস, 36 উচ্চশিক্ষিত পেশাদারে আলোকিত মোদির নয়া মন্ত্রিসভা
সূত্রের খবর, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতোই আগে অনেকবার বোঝানো সত্ত্বেও দলবিরোধী মন্তব্য বা পোস্ট করা থেকে বিরত হননি সব্যসাচী দত্ত । তাই এ বার তাঁকে শোকজ করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব । 7 দিনের মধ্যে যদি কোনও জবাব না আসে, তাহলে তাঁকে বিজেপি থেকে বহিস্কার করা হতে পারে বলে খবর । একই রকম ভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে কড়া বার্তা দিতে পারে দল । রাজীবকে দল থেকে বহিস্কার করা হলে অন্যদের কাছেও কড়া বার্তা পৌঁছবে বলে মনে করছে দল ।
সূত্রের খবর, রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি মনে করে যে, রাজীব বন্দ্যোপাধ্যায় বারবার নেতৃত্বর বিরুদ্ধে মুখ খোলায়, দলের ভাবমূর্তি খুবই খারাপ হচ্ছে । এই বিষয়ে রাজ্যের শৃঙ্খলা রক্ষা কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডা. সুভাষ সরকারের সঙ্গেও কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি । এর পরই রাজীবের বিরুদ্ধে খুব শিগগরই কড়া পদক্ষেপ করার সিদ্ধান্ত হয় ।
আরও পড়ুন: সকালে বান্ধবীর ফেসবুক শুভেচ্ছা, বেলায় বউয়ের নতুন শাড়ি, 57-র কাননালয়ে শুধুই ভালবাসা
বিজেপি সূত্রে খবর, রাজীব-সহ এই সমস্ত "দলবদলুরা" তৃণমূলে যোগ দেবেন । এটা ধরে নিয়েও বিজেপি এঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে । কারণ এঁরা খাতায় কলমে এখনও বিজেপির সদস্য । বিজেপিতে থেকেই বিজেপির বিরুদ্ধে কখনও সোশ্যাল মিডিয়ায় আবার কখনও সংবাদমাধ্যমে বিজেপিকে নিশানা করছে । এতে দলের ভাবমূর্তিও খারাপ হচ্ছে । এই সমস্ত "দলবদলু"র তালিকাও তৈরি করা হয়েছে । যাঁদের বিরুদ্ধে আদি বিজেপি কর্মীদের মধ্যে চরম ক্ষোভ রয়েছে । তাই এ বার তাঁদেরকে বিজেপি থেকে বহিস্কার করে পুরাতন নেতা কর্মীদেরও খুশি রাখা যাবে বলে মনে করছে বঙ্গ বিজেপি ।
আরও পড়ুন: রাজ্যের ঋণের পরিমাণ বেড়ে দাঁড়াবে 5.35 লাখ কোটি টাকা, বলছে রাজ্য বাজেট
বুধবারও ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "বিরোধী নেতাকে বলব যে, যাঁকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ 213টি আসনে তাঁর প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস-এর মূল্য কমানোর চেষ্টা করুন ৷ এখন একমাত্র লক্ষ্য এটাই হওয়া উচিত ।"