ETV Bharat / city

Sukanta Majumdar on Tathagata Roy : তথাগতর ‘আপাতত বিদায়’ টুইটে মন্তব্যে নারাজ সুকান্ত - তথাগত রায় টুইট বিতর্ক

তথাগত রায়ের ‘আপাতত বিদায়’ টুইট নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হলেন না বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ তিনি বলেন, তথাগত ‘সিনিয়র লিডার’ ৷ তিনি কী লিখবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয় ৷ একইসঙ্গে সুকান্ত মনে করিয়ে দেন, প্রবীণ নেতা হলেও তথাগত বিজেপির কোনও পদাধিকারী নন ৷

bjp state president sukanta majumdar refuse to react on tathagata roy tweet
Sukanta Majumdar : তথাগতর ‘আপাতত বিদায়’ টুইটে মন্তব্যে নারাজ সুকান্ত
author img

By

Published : Nov 20, 2021, 6:30 PM IST

কলকাতা, 20 নভেম্বর : তথাগত রায়ের টুইটে (Tathagata Roy tweet) বেজায় বিপাকে পড়েছেন বিজেপি নেতারা ৷ শনিবার সকালে একটি টুইট করেন তথাগত ৷ তাতে তিনি রাজ্যের আসন্ন পৌরভোটের ফলাফল নিয়ে একটা আভাস দিয়েছেন বলা যায় ৷ তথাগত জানিয়েছেন, তিনি পৌরভোটের ফল জানার জন্য অপেক্ষা করবেন ৷ তবে তাঁর টুইটের বয়ান পড়লে মনে হতেই পারে, পৌরভোটে বিজেপি ভালো ফল করবে, এমনটা অন্তত ভাবছেন না তিনি ৷ একইসঙ্গে, টুইটের শেষ বাক্যে পশ্চিমবঙ্গ বিজেপিকে আপাতত বিদায় জানিয়েছেন তথাগত ৷ তবে কি বিজেপি ছাড়ছেন এই পোড় খাওয়া রাজনীতিক ? উত্তর অধরা ৷ মুখে কুলুপ এঁটেছেন তথাগত নিজে ৷ আর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের অন্য নেতাদের ৷

আরও পড়ুন : Tathagata-Kunal : টুইট যুদ্ধে গরম শনির সকাল, মুখোমুখি তথাগত-কুণাল

শনিবার এই বিষয়েই প্রশ্ন করা হয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদারকে (Sukanta Majumdar on Tathagata Roy tweet) ৷ দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান তিনি ৷ সুকান্তর সাফাই, তথাগত যা লিখেছেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয় ৷ তিনি দলের প্রবীণ নেতা হলেও কোনও পদাধিকারী নন ৷ তাই তাঁর ‘বিদায়’ মন্তব্যে পাল্টা কোনও মন্তব্য করতে রাজিই হননি সুকান্ত ৷ কিন্তু, তথাগত তো আসন্ন পৌরনির্বাচন নিয়েও একটা আভাস দেওয়ার চেষ্টা করেছেন ৷ আর তাঁর অনুমান বিজেপির পক্ষে খুব একটা সন্তোষজনক নয় ৷ তাহলে কি তা নিয়েও কিছু বলার নেই দলের রাজ্য সভাপতির ? সুকান্ত অবশ্য পৌরনির্বাচন নিয়ে তথাগতর অবস্থানের সঙ্গে সহমত হতে পারেননি ৷ তাঁর বিশ্বাস, আসন্ন পৌরনির্বাচনে তাঁদের দল খুব ভালো ফল করবে ৷

ওয়াকিবহাল মহল বলছে, সুকান্তর কাছ থেকে এমন প্রশ্নের এমন উত্তরই অভিপ্রেত ৷ কারণ, তিনি বিজেপির রাজ্য সভাপতি হয়ে এমন কোনও মন্তব্য করতে পারেন না, যা দলের নিচুতলার কর্মীদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেবে ৷ লড়াইয়ের আগেই যদি দলীয় নেতৃত্ব হার স্বীকার করে নেয়, তাহলে ভোটের কাজ শুরু করার আগেই তৃণমূল স্তরের কর্মীদের মনোবল ভেঙে যাবে ৷

তথাগত রায়ের টুইট নিয়ে মন্তব্য এড়ালেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন : Tathagata Roy : চালচলনে বদল না হলে বিলুপ্তি অবশ্যম্ভাবী, ফের তথাগতর নিশানায় বঙ্গ-বিজেপি

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, তথাগতর কথা মোটেও একবাক্যে উড়িয়ে দেওয়ার মতো নয় ৷ কারণ, রাজ্যের সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপির ফল অত্যন্ত খারাপ ৷ গোটা দেশেও অবস্থা খুব একটা আহামরি নয় ৷ এমনকী, চাপ বুঝে প্রথমে জ্বালানির দামে রাশ টানতে এবং শেষমেশ বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্র ৷ তাতে মানুষের মন কতটা গলবে তার উত্তর দেবে সময় ৷ কিন্তু, তথাগত নিজে একজন দুঁদে রাজনীতিক ৷ তিনি যদি কোনও মন্তব্য করেন, তাহলে তার পিছনে নিশ্চয় তাঁর কোনও যুক্তি, হিসাব রয়েছে ৷ অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

কলকাতা, 20 নভেম্বর : তথাগত রায়ের টুইটে (Tathagata Roy tweet) বেজায় বিপাকে পড়েছেন বিজেপি নেতারা ৷ শনিবার সকালে একটি টুইট করেন তথাগত ৷ তাতে তিনি রাজ্যের আসন্ন পৌরভোটের ফলাফল নিয়ে একটা আভাস দিয়েছেন বলা যায় ৷ তথাগত জানিয়েছেন, তিনি পৌরভোটের ফল জানার জন্য অপেক্ষা করবেন ৷ তবে তাঁর টুইটের বয়ান পড়লে মনে হতেই পারে, পৌরভোটে বিজেপি ভালো ফল করবে, এমনটা অন্তত ভাবছেন না তিনি ৷ একইসঙ্গে, টুইটের শেষ বাক্যে পশ্চিমবঙ্গ বিজেপিকে আপাতত বিদায় জানিয়েছেন তথাগত ৷ তবে কি বিজেপি ছাড়ছেন এই পোড় খাওয়া রাজনীতিক ? উত্তর অধরা ৷ মুখে কুলুপ এঁটেছেন তথাগত নিজে ৷ আর প্রশ্নের মুখে পড়তে হচ্ছে দলের অন্য নেতাদের ৷

আরও পড়ুন : Tathagata-Kunal : টুইট যুদ্ধে গরম শনির সকাল, মুখোমুখি তথাগত-কুণাল

শনিবার এই বিষয়েই প্রশ্ন করা হয় রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুদারকে (Sukanta Majumdar on Tathagata Roy tweet) ৷ দৃশ্যতই অস্বস্তিতে পড়ে যান তিনি ৷ সুকান্তর সাফাই, তথাগত যা লিখেছেন সেটা তাঁর ব্যক্তিগত বিষয় ৷ তিনি দলের প্রবীণ নেতা হলেও কোনও পদাধিকারী নন ৷ তাই তাঁর ‘বিদায়’ মন্তব্যে পাল্টা কোনও মন্তব্য করতে রাজিই হননি সুকান্ত ৷ কিন্তু, তথাগত তো আসন্ন পৌরনির্বাচন নিয়েও একটা আভাস দেওয়ার চেষ্টা করেছেন ৷ আর তাঁর অনুমান বিজেপির পক্ষে খুব একটা সন্তোষজনক নয় ৷ তাহলে কি তা নিয়েও কিছু বলার নেই দলের রাজ্য সভাপতির ? সুকান্ত অবশ্য পৌরনির্বাচন নিয়ে তথাগতর অবস্থানের সঙ্গে সহমত হতে পারেননি ৷ তাঁর বিশ্বাস, আসন্ন পৌরনির্বাচনে তাঁদের দল খুব ভালো ফল করবে ৷

ওয়াকিবহাল মহল বলছে, সুকান্তর কাছ থেকে এমন প্রশ্নের এমন উত্তরই অভিপ্রেত ৷ কারণ, তিনি বিজেপির রাজ্য সভাপতি হয়ে এমন কোনও মন্তব্য করতে পারেন না, যা দলের নিচুতলার কর্মীদের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে দেবে ৷ লড়াইয়ের আগেই যদি দলীয় নেতৃত্ব হার স্বীকার করে নেয়, তাহলে ভোটের কাজ শুরু করার আগেই তৃণমূল স্তরের কর্মীদের মনোবল ভেঙে যাবে ৷

তথাগত রায়ের টুইট নিয়ে মন্তব্য এড়ালেন সুকান্ত মজুমদার ৷

আরও পড়ুন : Tathagata Roy : চালচলনে বদল না হলে বিলুপ্তি অবশ্যম্ভাবী, ফের তথাগতর নিশানায় বঙ্গ-বিজেপি

যদিও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, তথাগতর কথা মোটেও একবাক্যে উড়িয়ে দেওয়ার মতো নয় ৷ কারণ, রাজ্যের সাম্প্রতিক উপনির্বাচনে বিজেপির ফল অত্যন্ত খারাপ ৷ গোটা দেশেও অবস্থা খুব একটা আহামরি নয় ৷ এমনকী, চাপ বুঝে প্রথমে জ্বালানির দামে রাশ টানতে এবং শেষমেশ বিতর্কিত তিন কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছে কেন্দ্র ৷ তাতে মানুষের মন কতটা গলবে তার উত্তর দেবে সময় ৷ কিন্তু, তথাগত নিজে একজন দুঁদে রাজনীতিক ৷ তিনি যদি কোনও মন্তব্য করেন, তাহলে তার পিছনে নিশ্চয় তাঁর কোনও যুক্তি, হিসাব রয়েছে ৷ অন্তত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.