কলকাতা, 31 মে : ষষ্ঠ পে কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রতিবাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে বিক্ষোভ দেখাল BJP প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদ । পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল ও ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কর্মচারী পরিষদের সভাপতি মন্মথ বিশ্বাসের নেতৃত্বে এই বিক্ষোভ দেখানো হয় ।
তাদের বক্তব্য, ষষ্ঠ পে কমিশনের সুপারিশ এক মাসের মধ্যে প্রকাশ করতে হবে । যদি প্রকাশ করতে না পারে তাহলে চেয়ারম্যানের পদ ছেড়ে দিন অভিরূপ সরকার । আন্দোলনকারীদের একজন বলেন, "আমরা এই দাবিতে সারা রাজ্য জুড়ে আন্দোলনে নামছি । এক মাস ধরে সমস্ত দপ্তরে আন্দোলন হবে । তারপর সরকারের মনোভাব দেখে বিকাশ ভবন অভিযান হবে ।"
এবিষয়ে সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীল বলেন, "পে কমিশনের মেয়াদ ইচ্ছাকৃতভাবে সাত মাস বৃদ্ধি করা হল । ভারতে এরকম নজির কোথাও নেই । রাজ্যের সমস্ত সরকারি দপ্তরের কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সরকারি কর্মচারীরা বঞ্চনার শিকার হচ্ছেন । একজন গ্রুপ ডি সরকারি কর্মচারী ১৫ হাজার টাকা বেতন কম পাচ্ছেন । লোকসভা নির্বাচনে সরকারি কর্মচারীরা পোস্টাল ব্যালেটে যে রায় দিয়েছে তা থেকেও শিক্ষা নেয়নি এই সরকার ।"