ETV Bharat / city

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পরিকল্পনায় সময়সীমা বেঁধে দিল বিজেপি - জেপি নাড্ডা

আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন ৷ সেই নির্বাচনে দল কীভাবে প্রচার করতে চায়, এই নিয়ে একগুচ্ছ পরিকল্পনা করেছে বিজেপি ৷

bjp sets deadline for five states assembly polls preparation
পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পরিকল্পনায় সময়সীমা বেঁধে দিল বিজেপি
author img

By

Published : Jun 15, 2021, 4:51 PM IST

কলকাতা, 15 জুন : চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ বিশেষ করে যে রাজ্যের ক্ষমতা দখলে সবচেয়ে বেশি জোর দিয়েছিল তারা, সেই পশ্চিমবঙ্গেই ভরাডুবি হয়েছে গেরুয়া বাহিনীর ৷ তাই 2022 সালের শুরুতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকেই কোমর বেঁধে নামতে চলেছে তারা ৷

বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে, পাঁচ রাজ্যের ভোটের প্রচার কীভাবে হবে, ইতিমধ্যেই তার প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলা হয়েছে ৷ রাজ্যে রাজ্যে বৈঠকও শুরু হয়েছে ৷ কাটাছেড়া চলছে সংগঠনের শক্তি ও দুর্বলতা নিয়ে ৷

আরও পড়ুন : পিকে-আইপ্যাকের জোড়াফলায় মোদিকে হারানোর পরিকল্পনা কষছে মমতার দল

এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda) পাঁচ রাজ্যের নেতাদের চিন্তন বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন ৷ আর সেই বৈঠক থেকে ভোটের প্রচার পরিকল্পনা করতে বলেছেন তিনি ৷ তবে শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি তিনি ৷ বরং ডেডলাইনও বেঁধে দিয়েছেন ৷ জানিয়ে দিয়েছেন যে আগামী 10 জুনের মধ্যে এই পরিকল্পনা রূপায়নের কাজ শেষ করতে হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশ (uttarpradesh), উত্তরাখণ্ড, গোয়া, পঞ্জাব ও মণিপুরে বিধানসভা নির্বাচন হবে ৷ এর মধ্যে পঞ্জাব ছাড়া সব রাজ্যই বিজেপি শাসিত ৷ তাই ওই রাজ্যগুলিতে ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া বিজেপি ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : 24 জন বিজেপি বিধায়ক 'মিসিং', কটাক্ষ সুদীপের

গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, রাজ্যস্তরে বৈঠকের পর সেখান থেকে ছোট প্রতিনিধি দলকে দিল্লিতে আসতে বলা হয়েছে ৷ ওই প্রতিনিধি দল নাড্ডার সঙ্গে দেখা করে সামগ্রিক বিষয়টি ব্যাখ্যা করবে ৷ তারপর পরবর্তী পরিকল্পনা করবে কেন্দ্রীয় নেতৃত্ব ৷

তবে শুধু বিধানসভা নির্বাচন নয়, 2024-এর লোকসভা নির্বাচনের জন্যও এখন থেকেই পরিকল্পনা করতে শুরু করেছে বিজেপি ৷ তাই সংগঠনকে চাঙ্গা করতে নির্দেশ দিয়েছে দল ৷ আগামী 21 থেকে 30 জুন প্রতিটি রাজ্যকে ভার্চুয়াল মাধ্যমে কার্যকরী সমিতির বৈঠক করতে বলা হয়েছে ৷

তাছাড়া এখন থেকে কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ৷ জানা গিয়েছে, প্রতি রবিবার সকাল সাড়ে 10টা ও সাড়ে 11টায় জাতীয় স্তরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ৷ রাজ্যস্তরে মঙ্গল ও বুধবার সকাল 10টায় প্রশিক্ষণ হবে ৷ এবং জেলাস্তরে বৃহস্পতি, শুক্র ও শনিবার সকাল 10টায় হবে প্রশিক্ষণ ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা

এছাড়া আগামী 18 জুন করোনা মহামারির উপর একটি ভার্চুয়াল সম্মেলন করছে বিজেপি ৷ কেন্দ্রের শাসকদল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত কীভাবে করোনার বিরুদ্ধে লড়াই করল ৷ সেটাই আলোচনা হবে ৷ এই নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হবে ৷ আগামী 10 জুলাইয়ের মধ্যে আঞ্চলিক ভাষাতেও ওই তথ্যচিত্র দেখানো হবে বলে বিজেপি সূত্রে খবর ৷

কলকাতা, 15 জুন : চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে সম্প্রতি বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ বিশেষ করে যে রাজ্যের ক্ষমতা দখলে সবচেয়ে বেশি জোর দিয়েছিল তারা, সেই পশ্চিমবঙ্গেই ভরাডুবি হয়েছে গেরুয়া বাহিনীর ৷ তাই 2022 সালের শুরুতে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকেই কোমর বেঁধে নামতে চলেছে তারা ৷

বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে যে, পাঁচ রাজ্যের ভোটের প্রচার কীভাবে হবে, ইতিমধ্যেই তার প্রাথমিক পরিকল্পনা সেরে ফেলা হয়েছে ৷ রাজ্যে রাজ্যে বৈঠকও শুরু হয়েছে ৷ কাটাছেড়া চলছে সংগঠনের শক্তি ও দুর্বলতা নিয়ে ৷

আরও পড়ুন : পিকে-আইপ্যাকের জোড়াফলায় মোদিকে হারানোর পরিকল্পনা কষছে মমতার দল

এরই মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা (JP Nadda) পাঁচ রাজ্যের নেতাদের চিন্তন বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন ৷ আর সেই বৈঠক থেকে ভোটের প্রচার পরিকল্পনা করতে বলেছেন তিনি ৷ তবে শুধু নির্দেশ দিয়েই থেমে থাকেননি তিনি ৷ বরং ডেডলাইনও বেঁধে দিয়েছেন ৷ জানিয়ে দিয়েছেন যে আগামী 10 জুনের মধ্যে এই পরিকল্পনা রূপায়নের কাজ শেষ করতে হবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে, আগামী বছরের শুরুতে উত্তরপ্রদেশ (uttarpradesh), উত্তরাখণ্ড, গোয়া, পঞ্জাব ও মণিপুরে বিধানসভা নির্বাচন হবে ৷ এর মধ্যে পঞ্জাব ছাড়া সব রাজ্যই বিজেপি শাসিত ৷ তাই ওই রাজ্যগুলিতে ক্ষমতা ধরে রাখার জন্য মরিয়া বিজেপি ৷

আরও পড়ুন : Suvendu Adhikari : 24 জন বিজেপি বিধায়ক 'মিসিং', কটাক্ষ সুদীপের

গেরুয়া শিবির সূত্রে জানা গিয়েছে, রাজ্যস্তরে বৈঠকের পর সেখান থেকে ছোট প্রতিনিধি দলকে দিল্লিতে আসতে বলা হয়েছে ৷ ওই প্রতিনিধি দল নাড্ডার সঙ্গে দেখা করে সামগ্রিক বিষয়টি ব্যাখ্যা করবে ৷ তারপর পরবর্তী পরিকল্পনা করবে কেন্দ্রীয় নেতৃত্ব ৷

তবে শুধু বিধানসভা নির্বাচন নয়, 2024-এর লোকসভা নির্বাচনের জন্যও এখন থেকেই পরিকল্পনা করতে শুরু করেছে বিজেপি ৷ তাই সংগঠনকে চাঙ্গা করতে নির্দেশ দিয়েছে দল ৷ আগামী 21 থেকে 30 জুন প্রতিটি রাজ্যকে ভার্চুয়াল মাধ্যমে কার্যকরী সমিতির বৈঠক করতে বলা হয়েছে ৷

তাছাড়া এখন থেকে কর্মীদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ৷ জানা গিয়েছে, প্রতি রবিবার সকাল সাড়ে 10টা ও সাড়ে 11টায় জাতীয় স্তরে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে ৷ রাজ্যস্তরে মঙ্গল ও বুধবার সকাল 10টায় প্রশিক্ষণ হবে ৷ এবং জেলাস্তরে বৃহস্পতি, শুক্র ও শনিবার সকাল 10টায় হবে প্রশিক্ষণ ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : শুভেন্দুর অভিযোগ পেয়েই দিল্লি যাত্রা ধনকড়ের, সফর নিয়ে জল্পনা

এছাড়া আগামী 18 জুন করোনা মহামারির উপর একটি ভার্চুয়াল সম্মেলন করছে বিজেপি ৷ কেন্দ্রের শাসকদল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত কীভাবে করোনার বিরুদ্ধে লড়াই করল ৷ সেটাই আলোচনা হবে ৷ এই নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হবে ৷ আগামী 10 জুলাইয়ের মধ্যে আঞ্চলিক ভাষাতেও ওই তথ্যচিত্র দেখানো হবে বলে বিজেপি সূত্রে খবর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.