কলকাতা, ১৬ সেপ্টেম্বর : আলু পিঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে BJP-কে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় । সিঙ্গুরে আয়োজিত তৃণমূলের কিষাণ-ক্ষেতমজুর সংগঠনের সভায় টেলিফোনের মাধ্যমে তিনি বলেন, "ফড়েদের নিয়ন্ত্রণ করছে BJP । ফড়েরা চাষিদের কাছ থেকে আলু, পিঁয়াজ কম দামে কিনে বিদেশে পাঠিয়ে দিচ্ছে । এর ফলে দাম বাড়ছে আলু, পেঁয়াজের ।"
মোদি সরকারের কৃষিনীতির বিরুদ্ধে আজ সিঙ্গুরে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তৃণমূল কিষাণ ক্ষেতমজুর সংগঠন । এই সংগঠনের রাজ্য সভাপতি বেচারাম মান্না প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন । কোরোনা পরিস্থিতিতে কিষাণ ক্ষেতমজুর সংগঠনের এই সভায় যোগ দিতে পারেননি তৃণমূল সুপ্রিমো । তবে কর্মসূচিতে যোগ না দিলেও সিঙ্গুরের মানুষদের উদ্দেশ্যে টেলিফোনে বার্তা দেন তিনি । মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন মাইকে সেটাই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের শোনান বেচারাম মান্না ।
মূলত, আলু, পিঁয়াজের মূল্য বৃদ্ধি নিয়ে BJP-কে কাঠগড়ায় তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বলেন, "ফড়েদের নিয়ন্ত্রণ করছে BJP । ফড়েরা চাষিদের থেকে আলু, পিঁয়াজ কম দামে কিনে পাঠিয়ে দিচ্ছে বিদেশে । এর ফলে দাম বাড়ছে । নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার । সবই যদি বাংলায় তৈরি হয়ে বাইরে চলে যায়, তাহলে বাংলা লোকেরা খাবে কী? কেন্দ্রের এই বড় কেলেঙ্কারির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি ।" দলীয় সংগঠনের প্রতি আস্থা রাখতে তাঁর বার্তা, " যে কোনও মানুষের ভুল হয় । সেটাকে সংশোধন করতে হবে ।" আমি নিজেকে সিঙ্গুরের মানুষ বলে মনে করি । সিঙ্গুরে একদিকে কৃষি, অন্যদিকে হাইওয়ে ধরে তৈরি হবে শিল্প । সিঙ্গুরে এগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও এগ্রো প্রসেসিং পার্ক তৈরি হবে । বহু মানুষের কর্মসংস্থান হবে । "