কলকাতা, 14 ডিসেম্বর : কয়েকদিন আগেই তাদের পরিচালিত সরকারের 10 বছরের রিপোর্ট কার্ড পেশ করেছে তৃণমূল কংগ্রেস । আর আজ তার পালটা তৃণমূলের ফেল কার্ড প্রকাশ করল বিজেপি । আজ দলের মুখপাত্র শমীক ভট্টাচার্য এই কার্ডটি প্রকাশ করেন । ছিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত ।
এই বইটিতে তৃণমূল সরকারের 10 বছরের গাফিলতি তুলে ধরেছে বিজেপি । তাদের তরফে জানানো হয়েছে, তৃণমূলের 10 বছরের ব্যর্থতা একটি বুকলেটের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নিয়েছে তারা । এই বইটিতে বলা হয়েছে, তৃণমূল সরকার শিক্ষা, স্বাস্থ্য সহ সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে ।
2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারের দশ বছরের শাসনকালের কাজের খতিয়ান তুলে ধরে গত সপ্তাহেই রিপোর্ট কার্ড প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস । জনগণকে বোকা বানানোর জন্য তাদের এই রিপোর্ট কার্ড বলে দাবি করা হয়েছে বিজেপির প্রকাশিত বইটির শুরুতেই । "টিএমসি ফেল কার্ড" প্রকাশ করে সেখানে রাজ্যের উন্নয়ন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছে রাজ্য বিজেপি । "টিএমসি ফেল কার্ড - 10 বছরের সত্য ঘটনা : পশ্চিমবঙ্গে টিএমসির দুর্নীতিরাজ এবং অদক্ষ শাসনব্যবস্থা" নামক বইটি আজ প্রকাশ করেন স্বপন দাশগুপ্ত, শিশির বাজোরিয়া ও শমীক ভট্টাচার্য ।
শমীক ভট্টাচার্য বলেন, "রাজ্যের জনগণকে সম্পূর্ণ বোকা বানানোর জন্য রিপোর্ট কার্ড প্রকাশ করেছে টিএমসি । অর্থনৈতিক বৃদ্ধি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, মহিলাদের সুরক্ষা এবং চাকরি - গত 10 বছরে টিএমসি সরকার সকল ক্ষেত্রে ব্যর্থ হয়েছে ।" পশ্চিমবঙ্গে যে বিনিয়োগ হয়েছে তার বিবরণ দিয়ে তৃণমূল সরকারকে একটি শ্বেতপত্র প্রকাশ করতেও বলেন তিনি । তাঁর অভিযোগ, "কোনও বিনিয়োগই আসেনি রাজ্যে । সিন্ডিকেট রাজ চলছে এখানে ।"