ETV Bharat / city

নাগরিকত্ব আইনের সমর্থনে আজ শহরে BJP-র মিছিল, নেতৃত্বে নাড্ডা - নরেন্দ্র মোদি

আজ কলকাতায় CAA-এর সমর্থনে অভিনন্দন মিছিল ৷ নেতৃত্ব দেবেন BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি JP নাড্ডা । সুবোধ মল্লিক স্কয়্যার থেকে এই মিছিল শুরু হবে । সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে ।

BJP rally at Kolkata, leading by JP  Nadda
J P নাড্ডা
author img

By

Published : Dec 23, 2019, 10:38 AM IST

Updated : Dec 23, 2019, 11:37 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর : আজ কলকাতায় BJP-র অভিনন্দন মিছিল । মিছিলে ১ লাখ জনসমাগমের লক্ষ্য BJP-র । মিছিলে নেতৃত্ব দেবেন BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি J P নাড্ডা । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে এই মিছিলে হাঁটবেন তিনি । দুপুর 1টায় শুরু হবে মিছিল ৷ সুবোধ মল্লিক স্কয়্যার থেকে এই মিছিল শুরু হবে । সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে ।

লোকসভা ভোটের সময় নির্বাচনী প্রচারে এসেছিলেন BJP নেতা অমিত শাহ ৷ তাঁর সেই মিছিলে কলেজ স্ট্রিটে বড় রকমের গণ্ডগোল হয়েছিল । তাই এবার JP নাড্ডার মিছিল নিয়ে বিশেষভাবে সর্তক রাজ্য BJP ৷ এবার কলেজ স্ট্রিট ও বিদ্যাসাগর কলেজ এড়িয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল শেষ হবে শ্যামবাজারে । সেখানেই বক্তব্য রাখবেন তিনি । মূলত নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ধন্যবাদ জানাবেন BJP নেতৃত্ব । যখন দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি নাগরিকত্ব আইন ও NRC-র বিরোধিতা করছে তখন সংশ্লিষ্ট আইনের সমর্থনে এই মিছিলে আজ হাঁটতে চলেছেন BJP-র কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ।

মিছিলে 18 জন সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ মিছিলের মূল ভাগে থাকবেন JP নাড্ডা, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিসহ রাজ্য নেতৃত্ব । দলের সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ কলকাতা অচল হয়ে যাবে । আজ শহরে ১ লাখ মানুষের জমায়েত হবে । সাম্প্রতিকালে যেটা রেকর্ড হতে চলেছে । "

এর আগে এই আইনের বিরোধিতায় রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করা হয় শাসকদলের পক্ষ থেকে ৷ কলকাতায় মিছিলে নেতৃত্ব দেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাগরিকত্ব ইশুতে তিনি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি তোলেন ৷

কলকাতা, 23 ডিসেম্বর : আজ কলকাতায় BJP-র অভিনন্দন মিছিল । মিছিলে ১ লাখ জনসমাগমের লক্ষ্য BJP-র । মিছিলে নেতৃত্ব দেবেন BJP-র সর্বভারতীয় কার্যকরী সভাপতি J P নাড্ডা । নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে এই মিছিলে হাঁটবেন তিনি । দুপুর 1টায় শুরু হবে মিছিল ৷ সুবোধ মল্লিক স্কয়্যার থেকে এই মিছিল শুরু হবে । সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে শ্যামবাজারে গিয়ে শেষ হবে ।

লোকসভা ভোটের সময় নির্বাচনী প্রচারে এসেছিলেন BJP নেতা অমিত শাহ ৷ তাঁর সেই মিছিলে কলেজ স্ট্রিটে বড় রকমের গণ্ডগোল হয়েছিল । তাই এবার JP নাড্ডার মিছিল নিয়ে বিশেষভাবে সর্তক রাজ্য BJP ৷ এবার কলেজ স্ট্রিট ও বিদ্যাসাগর কলেজ এড়িয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মিছিল শেষ হবে শ্যামবাজারে । সেখানেই বক্তব্য রাখবেন তিনি । মূলত নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ধন্যবাদ জানাবেন BJP নেতৃত্ব । যখন দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি নাগরিকত্ব আইন ও NRC-র বিরোধিতা করছে তখন সংশ্লিষ্ট আইনের সমর্থনে এই মিছিলে আজ হাঁটতে চলেছেন BJP-র কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব ।

মিছিলে 18 জন সাংসদকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ৷ মিছিলের মূল ভাগে থাকবেন JP নাড্ডা, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরিসহ রাজ্য নেতৃত্ব । দলের সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ কলকাতা অচল হয়ে যাবে । আজ শহরে ১ লাখ মানুষের জমায়েত হবে । সাম্প্রতিকালে যেটা রেকর্ড হতে চলেছে । "

এর আগে এই আইনের বিরোধিতায় রাজ্যজুড়ে প্রতিবাদ মিছিল করা হয় শাসকদলের পক্ষ থেকে ৷ কলকাতায় মিছিলে নেতৃত্ব দেন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাগরিকত্ব ইশুতে তিনি রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে গণভোটের দাবি তোলেন ৷

Intro:23-12-19

সুজয় ঘোষ, কলকাতা




কলকাতাঃ আজ বিজেপির অভিনন্দন মিছিল। আজ মিছিলে ১ লক্ষ জনসমাগমের টার্গেট বিজেপির। মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির সর্বভারতীয় কার্যকরি সভাপতি জেপি নাড্ডা। নাগরিকত্ব সংশোধনী বিলের সমর্থনে এই মিছিলে হাটবেন বিজেপির কার্যকারি সভাপতি জেপি নাড্ডা। দুপুর ১ টায় এই মিছিল শুরু হবে।



সুবোধ মল্লিক স্কয়ার থেকে এই মিছিল শুরু হবে। মিছিলটি সেন্ট্রাল এভিনিউ হয়ে শ্যামবাজারে শেষ হবে।


মূলত, অমিত শাহের মিছিলে কলেজস্ট্রীটে বড় ধরণের গন্ডোগোল হয়েছিলো। তাই এবার জেপি নাড্ডার মিছিলে বিশেষ সর্তক বঙ্গবিজেপি। তাই কলেজস্ট্রীট ও বিদ্যাসাগর কলেজ এড়িয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে মিছিল শেষ হবে শ্যামবাজার।সেখানেই বক্তব্য রাখবেন জেপি নাড্ডা।


মূলত, CAA ইশুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ কে ধন্যাবাদ জানাবেন বিজেপি নেতৃত্ব। যখন দেশজুড়ে বিরোধী রাজনৈতিক দলগুলি
CAA-NRC এর বিরোধীতা করছেন তখন CAA এর সমর্থনে এই মিছিলে হাটবেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।


আজ মিছিলে বিজেপির ১৮ জন সাংসদ কে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে


মিছিলের মূল ভাগে থকাবেন জেপি নাড্ডা, দিলীপ ঘোষ, কৈলাস বিজয় বর্গী, মুকুল রায়, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সহ রাজ্য নেতৃত্ব।

বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, আজ কলকতা অচল হয়ে যাবে। আজ শহরে ১ লক্ষ মানুষের জমায়েত হবে। সম্প্রতিকালে যেটা একেবারে রেকর্ড হবে।Body:StoryConclusion:
Last Updated : Dec 23, 2019, 11:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.