কলকাতা, 12 এপ্রিল : বিজেপির রাজভবন অভিযানকে ঘিরে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়াল রাজভবন এলাকায় ৷ রাজ্যে একের পর এক খুন, ধর্ষণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷ রাজ্যে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ 356 ধারা জারি করতে হবে, এই দাবিতে এদিন এই বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি (BJP demands President Rule in Bengal) ৷ এই কর্মসূচিকে ঘিরে এদিন সাময়িক উত্তেজনা ছড়ায় রাজভবনের সামনে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তাতিতে জড়ান বিজেপি সমর্থকরা ৷ গ্রেফতার হয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ৷
আরও পড়ুন : হাঁসখালি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে মুখ খুললেন না অনন্যা
এদিন বিজেপি নেতা সজল ঘোষ বলেন, "এই সরকারের আর একদিনও ক্ষমতায় থাকার অধিকার নেই, এই সরকার খুনি, ধর্ষণকারী, চোর সরকার ৷ মুখ্যমন্ত্রী শুধু পুলিশ দিয়ে রাজ্য শাসন করান ৷ তাঁর ক্ষমতায় থাকার অধিকার নেই ৷ " রাজ্যপাল রোজ টুইট করলে হবে না, রাজ্যে 356 ধারা জারি করতে হবে, বলেও এদিন দাবি তুলেছেন এই বিজেপি নেতা ৷