কলকাতা, 27 সেপ্টেম্বর : মহিলাদের নিরাপত্তা নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা ৷ মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের গাফলতি রয়েছে বলে তিনি সরব হলেন ৷ সোমবার বিজেপির মহিলা মোর্চার কার্যনির্বাহী সমিতির বৈঠক ছিল ৷ সেই বৈঠক থেকে সরাসরি তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷
এদিন মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধ নিয়ে কোন রাজ্যের সরকার কেমন ভাবে ব্যবস্থা নেয়, তা নিয়ে আলোচনা করেন নাড্ডা ৷ সেখানে তিনি দেশের বিজেপি শাসিত রাজ্যগুলির ভূয়সী প্রশংসা করেন ৷ বিজেপি শাসিত রাজ্যে অপরাধীদের জাত বা রাজনৈতিক পরিচয় দেখা হয় না বলে দাবি ৷ তাঁর বক্তব্য, সেখানে আইন আইনের পথেই চলে ৷ সেখানে অপরাধীরা পালিয়ে যাওয়ার কোনও সুযোগ পায় না ৷
আরও পড়ুন : Suvendu Adhikari : ভবানীপুরে প্রিয়াঙ্কা জয়লাভ করলে বিরোধী দলনেতার পদ ছেড়ে দেব, বললেন শুভেন্দু
-
On the other hand, in states ruled by other parties, it is difficult to even get cases registered. We all are witness to the attitude of Governments of Rajasthan, Maharashtra & West Bengal towards atrocities against women. Crime record is witness to this: BJP chief JP Nadda (2/2) pic.twitter.com/5nw3GpZEMK
— ANI (@ANI) September 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">On the other hand, in states ruled by other parties, it is difficult to even get cases registered. We all are witness to the attitude of Governments of Rajasthan, Maharashtra & West Bengal towards atrocities against women. Crime record is witness to this: BJP chief JP Nadda (2/2) pic.twitter.com/5nw3GpZEMK
— ANI (@ANI) September 27, 2021On the other hand, in states ruled by other parties, it is difficult to even get cases registered. We all are witness to the attitude of Governments of Rajasthan, Maharashtra & West Bengal towards atrocities against women. Crime record is witness to this: BJP chief JP Nadda (2/2) pic.twitter.com/5nw3GpZEMK
— ANI (@ANI) September 27, 2021
এর পরই তিনি জানান, অন্য দল পরিচালতি রাজ্যে মামলা দায়ের করাই খুব কঠিন ৷ সেখানে মহিলাদের বিরুদ্ধে ঠিক কী হয়, তার সাক্ষী সকলেই ৷ এই সময়ই তিনি রাজস্থান ও মহারাষ্ট্রের সঙ্গে পশ্চিমবঙ্গের নামও তোলেন ৷
একই সঙ্গে তাঁর দাবি, বিজেপি উন্নয়নের কাজে মহিলাদের সবসময় গুরুত্ব দেয় ৷ আর দেশের নির্বাচনী ক্ষেত্রেও মহিলাদের প্রতিনিধিত্বে 33 শতাংশ সংরক্ষণকেও গুরুত্ব দেয় বিজেপি ৷ তাই এই দলের একজন কর্মী হিসেবে তিনি গর্ববোধ করেন বলে দাবি করেছেন জেপি নাড্ডা ৷
আরও পড়ুন : Sovan Chatterjee : উনি স্বার্থপর, বাবা হওয়ার যোগ্যতা নেই ; মন্তব্য শোভন-পুত্র ঋষির
এখানে উল্লেখ করা প্রয়োজন যে, কয়েকদিন আগেই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য সামনে এসেছে ৷ সেখানে দেশের অন্যান্য শহরের তুলনায় কলকাতাকে মহিলাদের জন্য অনেক নিরাপদ শহর হিসেবে বর্ণনা করা হয়েছে ৷
যা নিয়ে গত কয়েকদিন ধরেই চলছে রাজনৈতিক চাপানউতোর ৷ সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করল বিজেপির জাতীয় সভাপতির বক্তব্য ৷ এখন দেখার এই নিয়ে বঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস এই বক্তব্যের কী প্রতিক্রিয়া দেয় !
আরও পড়ুন : Goa: মঙ্গলে তৃণমূলে পা গোয়ার প্রাক্তন বিধায়ক লাভু মামলাতদারের