কলকাতা, 12 নভেম্বর: ফের বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। আজ সকালে ইকোপার্কে মর্নিং ওয়ার্কে গিয়ে তিনি বলেন, "তৃণমূলে একজনই পুরুষ আছে, বাকি সব মহিলা।" ৷ কয়েকদিন আগে তৃণমূল নেত্রী সায়নী ঘোষ মন্তব্য করেছিলেন, নারী বিদ্বেষী দল বিজেপি ৷ এই প্রসঙ্গে দিলীপবাবু বলেন, "উনি নিজেকে কি মনে করেন ৷ দেশের মহিলা প্রতিরক্ষামন্ত্রী, বিদেশমন্ত্রী আমরা করেছি। চারজন মহিলা রাজ্যপাল আমরা করেছি। তৃণমূলে একজনই পুরুষ আছে, বাকি সব মহিলা।"
তথাগত রায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, "অনেকে অনেক কথা বলছেন, তাতে লোকেরা গুরুত্ব দেয় না। কিন্তু পদাধিকারীরা এমন কথা বললে দলের ভাবমূর্তি নষ্ট হয়। দলের পুরোনো যাঁরা আছেন, তাঁদের মধ্যে ক্ষোভ আছে শ্রাবন্তীর মতো তারকারা ভোটের আগে দলে এসে টিকিট পাওয়ায় ৷ কিন্তু অনেকেই সারাবছর খেটেও কিছু পান না। রাজনীতিতে দেখা হয় পরিচিত মুখ কিনা, কতটা মানুষ চেনেন। তাই দল নিয়েছে। টিএমসিও তাই করেছে। পার্টিও নির্বাচনের আগে সিদ্ধান্ত নিয়েছিল। তারকা বলেই তো গুরুত্ব দেওয়া হয়। রাজনীতিতে অনেক কিছু করতে হয়, কখনও সফল হওয়া যায়, কখনও হয় না। "
আরও পড়ুন: মোদির দেখানো পথে লাভের শিখরে পৌঁছবে রেল, দাবি অশ্বিনী বৈষ্ণর
তিনি আরও বলেন, "একের পর এক সেলিব্রিটি দলে যোগ দিয়েছেন। কেউ কেউ ভোটেও দাঁড়িয়েছেন, কিন্তু রাজনৈতিক কর্মসূচিতে তাঁদের দেখা যায়নি। আবার এদের অনেককেই তৃণমূল নেতাদের বিশেষ বিশেষ অনুষ্ঠানে দেখা যায় ৷ এদের কতদিন রাস্তায় দেখা যায় ৷ এদের কখনও রাস্তায় দেখেছেন? কার্যকর্তারা রাস্তায় মার খাচ্ছেন। কেউ যদি ভাবে বাড়ি বসে থাকব সেটা হয় না। লকেটও তো সিনেমায় ছিল। তিনি পার্টিতে এসেছেন লড়াই করেছেন, দল গুরুত্ব দিয়েছে। নেত্রী হয়েছেন। লোক কেন ভোট দেবেন? যাঁরা করছেন তাঁদের ভোট দিচ্ছেন। "