ETV Bharat / city

পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে লকেটের নেতৃত্বে মিছিল মহিলা মোর্চার - police lathi charge on para teachers

কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের ঘটনায় আজ শহরে BJP-র মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ৷ মোর্চার সভানেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে দলের মহিলা মোর্চার সদস্যরা মিছিল করবেন ৷

মহিলা মোর্চার মিছিলে লকেট চট্টোপাধ্যায়- ফাইল ছবি
author img

By

Published : Aug 24, 2019, 11:50 AM IST

কলকাতা, 24 অগাস্ট: কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় আজ শহরে BJP-র মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ৷ মোর্চার সভানেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলটি হবে ৷

মহিলা মোর্চা সূত্রে জানা গেছে, বিবেকানন্দের বাড়ি থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে শ্যামবাজারে ৷ এই মিছিলে দলের শিক্ষা সেলের কনভেনর দীপল বিশ্বাসের নেতৃত্বে প্রাথমিক শিক্ষকরাও উপস্থিত থাকবেন ৷ মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "কল্যাণীতে যেভাবে রাতের অন্ধকারে আলো নিভিয়ে পুলিশ পার্শ্ব শিক্ষকদের মারধর করেছে, সেটা অনৈতিক ৷ এই ঘটনার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি ৷" এই মিছিলকে কেন্দ্র করে বড় ধরনের গন্ডগোলের আশঙ্কা রয়েছে ৷ কারণ পুলিশের বাধা উপেক্ষা করেই আজ মিছিল হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন হুগলির সাংসদ ৷

আরও পড়ুন: কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ

সম কাজে সম বেতনের দাবিতে চলতি মাসেই কল্যাণীতে অবস্থানে বসেন প্রায় এক হাজার পার্শ্ব শিক্ষক ৷ তাদের উপর রাতের অন্ধকারে লাঠিচার্জ করে পুলিশ ৷ সেই ঘটনার তীব্র নিন্দা করে BJP ৷ গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনা হবে বলে জানান রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷

কলকাতা, 24 অগাস্ট: কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশি হামলার ঘটনায় আজ শহরে BJP-র মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল ৷ মোর্চার সভানেত্রী তথা হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে মিছিলটি হবে ৷

মহিলা মোর্চা সূত্রে জানা গেছে, বিবেকানন্দের বাড়ি থেকে মিছিল শুরু হয়ে শেষ হবে শ্যামবাজারে ৷ এই মিছিলে দলের শিক্ষা সেলের কনভেনর দীপল বিশ্বাসের নেতৃত্বে প্রাথমিক শিক্ষকরাও উপস্থিত থাকবেন ৷ মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, "কল্যাণীতে যেভাবে রাতের অন্ধকারে আলো নিভিয়ে পুলিশ পার্শ্ব শিক্ষকদের মারধর করেছে, সেটা অনৈতিক ৷ এই ঘটনার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছি ৷" এই মিছিলকে কেন্দ্র করে বড় ধরনের গন্ডগোলের আশঙ্কা রয়েছে ৷ কারণ পুলিশের বাধা উপেক্ষা করেই আজ মিছিল হবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন হুগলির সাংসদ ৷

আরও পড়ুন: কল্যাণীতে পার্শ্ব শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ

সম কাজে সম বেতনের দাবিতে চলতি মাসেই কল্যাণীতে অবস্থানে বসেন প্রায় এক হাজার পার্শ্ব শিক্ষক ৷ তাদের উপর রাতের অন্ধকারে লাঠিচার্জ করে পুলিশ ৷ সেই ঘটনার তীব্র নিন্দা করে BJP ৷ গোটা বিষয়টি কেন্দ্রীয় সরকারের নজরে আনা হবে বলে জানান রাজ্য BJP-র সাধারণ সম্পাদক সায়ন্তন বসু ৷

Intro:24-08-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: নদীয়ার কল্যানীতে পার্শশিক্ষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ শহরে মহিলা মোর্চার প্রতিবাদ মিছিল। মহিলা মোর্চার সভানেত্রী ও হুগলীর দাপুরে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এর নেতৃত্ব এই মিছিল হবে। তবে আজ এই মিছিল কে কেন্দ্র করে বড় ধরণের গন্ডোগোল এর আশঙ্কা রয়েছে। পুলিশের বাধা কে উপেক্ষা করেই আজ মিছিল হবে বলেই আগেই হুশিয়ারি দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়।




মহিলা মোর্চা সূত্রে জানা গিয়েছে, বিবেকানন্দের বাড়ি থেকে মিছিল শুরু হবে। মিছিল শেষ হবে শ্যামবাজারে। তবে এই মিছিলে আজ বিজেপির শিক্ষা সেল এর কনভেনর দীপল বিশ্বাসের নেতৃত্বেই প্রাথমিক শিক্ষকরাও উপস্থিত থাকবেন।



মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, " কল্যানীতে যে ভাবে রাতের অন্ধোকারে আলো নিভিয়ে পুলিশ প্রাথমিক শিক্ষকদের মারধোর করেছে। সেটা অনৈতিক। এই ঘটনায় বিভাগীয় তদন্তের দাবী জানাছি"
Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.