ETV Bharat / city

Asim Kumar Sarkar: 'দিদির দেখা নাই রে, দিদির দেখা নাই !' ফের ভাইরাল বিজেপি বিধায়কের প্যারোডি

নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Scam) ঘটনাক্রম নিয়ে প্যারোডি তৈরি করলেন নদিয়ার (Nadia) হরিণঘাটার (Haringhata) বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Kumar Sarkar) ৷ ইন্টারনেটে ভাইরাল তাঁর গান-'দিদির দেখা নাই রে, দিদির দেখা নাই !'

BJP MLA Asim Kumar Sarkar new Parody on SSC Recruitment Scam
Asim Kumar Sarkar: 'দিদির দেখা নাই রে, দিদির দেখা নাই !' ফের ভাইরাল বিজেপি বিধায়কের প্যারোডি
author img

By

Published : Jul 25, 2022, 3:36 PM IST

কলকাতা, 25 জুলাই: গান বেঁধে আবারও খবরে নদিয়ার (Nadia) হরিণঘাটার (Haringhata) বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Kumar Sarkar) ৷ এবার তাঁর নিশানায় স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ উপলক্ষ, নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি এবং তার পরবর্তী ঘটনাক্রম ৷ একটি জনপ্রিয় বাংলা ব্যান্ডের ততোধিক জনপ্রিয় একটি গানের প্যারোডি (Parody) তৈরি করেছেন অসীম ৷ নেট মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল তাঁর লেখা 'দিদির দেখা নাই রে, দিদির দেখা নাই !' পার্থর গ্রেফতারি নিয়েও আলাদা গান গেয়েছেন অসীম ৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি (Enforcement Directorate)-এর হাতে গ্রেফতার হওয়ার পর নাকি দলেনেত্রীকে ফোন করেছিলেন পার্থ ৷ কিন্তু, মোবাইলের অন্য প্রান্ত থেকে কোনও সাড়া মেলেনি ! সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একথা নিজেই বলেছেন তিনি ৷ তাঁর প্যারোডিতে এই বিষয়টিকেই কটাক্ষ করেছেন অসীম ৷

ইতিমধ্যেই ভাইরাল বিজেপি বিধায়রকের গান

আরও পড়ুন: পার্থ-র গ্রেফতারি নিয়ে গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার

ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হরিণঘাটার বিজেপি বিধায়ক বলেন, "বড় দুঃখে আমি এই গান লিখেছি ৷ আমি চেয়েছিলাম, এই যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এ নিয়ে মুখ্যমন্ত্রী অন্তত কিছু বলুন ৷ কিন্তু, তিনি কিছুই বলছেন না !" অসীমের কটাক্ষ, এর আগে 'দিদি' বলেছিলেন, কোথাও কোনও দুর্নীতি হলে সরাসরি যেন তাঁকে সেকথা জানানো হয় ৷ তাহলে তিনি ব্যবস্থা নেবেন ৷ 21 জুলাইয়ের মঞ্চেও দুর্নীতি নিয়ে অনেক কথা বলেছিলেন তিনি ৷ অথচ, বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতী চাকরি না পেয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন ৷ এদিকে, রাজ্য়ের মন্ত্রীর বান্ধবীর ফ্ল্য়াট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে ! কিন্তু, মুখ্যমন্ত্রী নির্বাক !

অসীমের প্রশ্ন, "দিদি কি একবার সেই চাকরিপ্রার্থীদের কাছে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিতে পারতেন না ? বলতে পারতেন না, তোমরা চিন্তা কোরো না ৷ আমি গোটা বিষয়টা দেখছি ৷ কেউ দুর্নীতিগ্রস্ত হলে সে অবশ্যই শাস্তি পাবে ৷ দুর্নীতি হয়ে থাকলে যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায়, আমি তা নিশ্চিত করব ৷ দিদি কি এটুকু বলতে পারতেন না ?"

পার্থ সম্পর্কে অসীম বলেন, "আমি ওঁকে অত্যন্ত শ্রদ্ধা করতাম ৷ আজ সেই পার্থই 'টাকার উপর শুয়ে রয়েছেন ৷" মন্ত্রীর একাধিক বান্ধবী থাকা নিয়েও শ্লেষ ঝরে পড়ে তাঁর বক্তব্যে ৷ এই প্রসঙ্গে তাঁর মন্তব্য,"আমরা শাস্ত্রে পড়েছি, মৌনতা সম্মতির লক্ষণ ৷" তাহলে কি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর মৌনতা আদতে অভিযুক্তদের সমর্থনেরই নামান্তর ? প্রশ্ন অসীমের ৷ তাঁর অনুমান, সঠিক তদন্ত হলে দুর্নীতির এই শিকড় 'দিদি পর্যন্ত পৌঁছে যাবে' ৷

আরও পড়ুন: CITU Protest in KMC: 'আসল চোরকেও ধরতে হবে', পার্থ-কাণ্ডে কলকাতা পৌরনিগমে মিছিল সিটুর

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষকেও (Kunal Ghosh) আক্রমণ করেন অসীম ৷ পুরনো কথা টেনে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজে কিছু বলছেন না ৷ আবার যাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন, তিনি নিজেও অতীতে সারদা মামলায় অভিযুক্ত হয়েছেন ৷ সেই সময় তিনি নিজেও বলেছিলেন, সারদার টাকায় খোদ মুখ্যমন্ত্রীও লাভবান হয়েছেন ৷ আর এখন সেই তাঁকেই দলের মুখপাত্র করা হয়েছে !"

কলকাতা, 25 জুলাই: গান বেঁধে আবারও খবরে নদিয়ার (Nadia) হরিণঘাটার (Haringhata) বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Kumar Sarkar) ৷ এবার তাঁর নিশানায় স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ উপলক্ষ, নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি এবং তার পরবর্তী ঘটনাক্রম ৷ একটি জনপ্রিয় বাংলা ব্যান্ডের ততোধিক জনপ্রিয় একটি গানের প্যারোডি (Parody) তৈরি করেছেন অসীম ৷ নেট মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল তাঁর লেখা 'দিদির দেখা নাই রে, দিদির দেখা নাই !' পার্থর গ্রেফতারি নিয়েও আলাদা গান গেয়েছেন অসীম ৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি (Enforcement Directorate)-এর হাতে গ্রেফতার হওয়ার পর নাকি দলেনেত্রীকে ফোন করেছিলেন পার্থ ৷ কিন্তু, মোবাইলের অন্য প্রান্ত থেকে কোনও সাড়া মেলেনি ! সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একথা নিজেই বলেছেন তিনি ৷ তাঁর প্যারোডিতে এই বিষয়টিকেই কটাক্ষ করেছেন অসীম ৷

ইতিমধ্যেই ভাইরাল বিজেপি বিধায়রকের গান

আরও পড়ুন: পার্থ-র গ্রেফতারি নিয়ে গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার

ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হরিণঘাটার বিজেপি বিধায়ক বলেন, "বড় দুঃখে আমি এই গান লিখেছি ৷ আমি চেয়েছিলাম, এই যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এ নিয়ে মুখ্যমন্ত্রী অন্তত কিছু বলুন ৷ কিন্তু, তিনি কিছুই বলছেন না !" অসীমের কটাক্ষ, এর আগে 'দিদি' বলেছিলেন, কোথাও কোনও দুর্নীতি হলে সরাসরি যেন তাঁকে সেকথা জানানো হয় ৷ তাহলে তিনি ব্যবস্থা নেবেন ৷ 21 জুলাইয়ের মঞ্চেও দুর্নীতি নিয়ে অনেক কথা বলেছিলেন তিনি ৷ অথচ, বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতী চাকরি না পেয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন ৷ এদিকে, রাজ্য়ের মন্ত্রীর বান্ধবীর ফ্ল্য়াট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে ! কিন্তু, মুখ্যমন্ত্রী নির্বাক !

অসীমের প্রশ্ন, "দিদি কি একবার সেই চাকরিপ্রার্থীদের কাছে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিতে পারতেন না ? বলতে পারতেন না, তোমরা চিন্তা কোরো না ৷ আমি গোটা বিষয়টা দেখছি ৷ কেউ দুর্নীতিগ্রস্ত হলে সে অবশ্যই শাস্তি পাবে ৷ দুর্নীতি হয়ে থাকলে যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায়, আমি তা নিশ্চিত করব ৷ দিদি কি এটুকু বলতে পারতেন না ?"

পার্থ সম্পর্কে অসীম বলেন, "আমি ওঁকে অত্যন্ত শ্রদ্ধা করতাম ৷ আজ সেই পার্থই 'টাকার উপর শুয়ে রয়েছেন ৷" মন্ত্রীর একাধিক বান্ধবী থাকা নিয়েও শ্লেষ ঝরে পড়ে তাঁর বক্তব্যে ৷ এই প্রসঙ্গে তাঁর মন্তব্য,"আমরা শাস্ত্রে পড়েছি, মৌনতা সম্মতির লক্ষণ ৷" তাহলে কি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর মৌনতা আদতে অভিযুক্তদের সমর্থনেরই নামান্তর ? প্রশ্ন অসীমের ৷ তাঁর অনুমান, সঠিক তদন্ত হলে দুর্নীতির এই শিকড় 'দিদি পর্যন্ত পৌঁছে যাবে' ৷

আরও পড়ুন: CITU Protest in KMC: 'আসল চোরকেও ধরতে হবে', পার্থ-কাণ্ডে কলকাতা পৌরনিগমে মিছিল সিটুর

এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষকেও (Kunal Ghosh) আক্রমণ করেন অসীম ৷ পুরনো কথা টেনে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজে কিছু বলছেন না ৷ আবার যাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন, তিনি নিজেও অতীতে সারদা মামলায় অভিযুক্ত হয়েছেন ৷ সেই সময় তিনি নিজেও বলেছিলেন, সারদার টাকায় খোদ মুখ্যমন্ত্রীও লাভবান হয়েছেন ৷ আর এখন সেই তাঁকেই দলের মুখপাত্র করা হয়েছে !"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.