কলকাতা, 25 জুলাই: গান বেঁধে আবারও খবরে নদিয়ার (Nadia) হরিণঘাটার (Haringhata) বিজেপি বিধায়ক অসীম সরকার (Asim Kumar Sarkar) ৷ এবার তাঁর নিশানায় স্বয়ং মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ উপলক্ষ, নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারি এবং তার পরবর্তী ঘটনাক্রম ৷ একটি জনপ্রিয় বাংলা ব্যান্ডের ততোধিক জনপ্রিয় একটি গানের প্যারোডি (Parody) তৈরি করেছেন অসীম ৷ নেট মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল তাঁর লেখা 'দিদির দেখা নাই রে, দিদির দেখা নাই !' পার্থর গ্রেফতারি নিয়েও আলাদা গান গেয়েছেন অসীম ৷
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি (Enforcement Directorate)-এর হাতে গ্রেফতার হওয়ার পর নাকি দলেনেত্রীকে ফোন করেছিলেন পার্থ ৷ কিন্তু, মোবাইলের অন্য প্রান্ত থেকে কোনও সাড়া মেলেনি ! সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে একথা নিজেই বলেছেন তিনি ৷ তাঁর প্যারোডিতে এই বিষয়টিকেই কটাক্ষ করেছেন অসীম ৷
আরও পড়ুন: পার্থ-র গ্রেফতারি নিয়ে গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসীম সরকার
ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হরিণঘাটার বিজেপি বিধায়ক বলেন, "বড় দুঃখে আমি এই গান লিখেছি ৷ আমি চেয়েছিলাম, এই যে এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এ নিয়ে মুখ্যমন্ত্রী অন্তত কিছু বলুন ৷ কিন্তু, তিনি কিছুই বলছেন না !" অসীমের কটাক্ষ, এর আগে 'দিদি' বলেছিলেন, কোথাও কোনও দুর্নীতি হলে সরাসরি যেন তাঁকে সেকথা জানানো হয় ৷ তাহলে তিনি ব্যবস্থা নেবেন ৷ 21 জুলাইয়ের মঞ্চেও দুর্নীতি নিয়ে অনেক কথা বলেছিলেন তিনি ৷ অথচ, বাংলার লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক-যুবতী চাকরি না পেয়ে রাস্তায় দিন কাটাচ্ছেন ৷ এদিকে, রাজ্য়ের মন্ত্রীর বান্ধবীর ফ্ল্য়াট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে ! কিন্তু, মুখ্যমন্ত্রী নির্বাক !
অসীমের প্রশ্ন, "দিদি কি একবার সেই চাকরিপ্রার্থীদের কাছে গিয়ে তাঁদের পাশে থাকার বার্তা দিতে পারতেন না ? বলতে পারতেন না, তোমরা চিন্তা কোরো না ৷ আমি গোটা বিষয়টা দেখছি ৷ কেউ দুর্নীতিগ্রস্ত হলে সে অবশ্যই শাস্তি পাবে ৷ দুর্নীতি হয়ে থাকলে যোগ্য প্রার্থীরা যাতে চাকরি পায়, আমি তা নিশ্চিত করব ৷ দিদি কি এটুকু বলতে পারতেন না ?"
পার্থ সম্পর্কে অসীম বলেন, "আমি ওঁকে অত্যন্ত শ্রদ্ধা করতাম ৷ আজ সেই পার্থই 'টাকার উপর শুয়ে রয়েছেন ৷" মন্ত্রীর একাধিক বান্ধবী থাকা নিয়েও শ্লেষ ঝরে পড়ে তাঁর বক্তব্যে ৷ এই প্রসঙ্গে তাঁর মন্তব্য,"আমরা শাস্ত্রে পড়েছি, মৌনতা সম্মতির লক্ষণ ৷" তাহলে কি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর মৌনতা আদতে অভিযুক্তদের সমর্থনেরই নামান্তর ? প্রশ্ন অসীমের ৷ তাঁর অনুমান, সঠিক তদন্ত হলে দুর্নীতির এই শিকড় 'দিদি পর্যন্ত পৌঁছে যাবে' ৷
আরও পড়ুন: CITU Protest in KMC: 'আসল চোরকেও ধরতে হবে', পার্থ-কাণ্ডে কলকাতা পৌরনিগমে মিছিল সিটুর
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা তথা মুখপাত্র কুণাল ঘোষকেও (Kunal Ghosh) আক্রমণ করেন অসীম ৷ পুরনো কথা টেনে তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নিজে কিছু বলছেন না ৷ আবার যাঁকে মুখপাত্রের দায়িত্ব দিয়েছেন, তিনি নিজেও অতীতে সারদা মামলায় অভিযুক্ত হয়েছেন ৷ সেই সময় তিনি নিজেও বলেছিলেন, সারদার টাকায় খোদ মুখ্যমন্ত্রীও লাভবান হয়েছেন ৷ আর এখন সেই তাঁকেই দলের মুখপাত্র করা হয়েছে !"