কলকাতা, 27 ফেব্রুয়ারি : বাংলার 108টি পৌরসভার ভোটে সন্ত্রাসের অভিযোগে সরব বিরোধীরা ৷ দিনভর বিভিন্ন জায়গায় চলা হিংসা নিয়ে বাংলার বুদ্ধিজীবীরা কেন নীরব, সেই প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (bjp mla attacks bengal intelutuals on poll violence issue) ৷
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি (BJP MLA Agnimitra Paul) ৷ ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘এভাবেই ছুটবে গণতন্ত্র/দেদার ছাপ্পা হরদম/বুদ্ধিজীবীদের মুখে কুলুপ/কলমে লাগানো...’’
-
এভাবেই ছুটবে গণতন্ত্র
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) February 27, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
দেদার ছাপ্পা হরদম
বুদ্ধিজীবীদের মুখে কুলুপ
কলমে লাগানো ... pic.twitter.com/MVDqMtezCd
">এভাবেই ছুটবে গণতন্ত্র
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) February 27, 2022
দেদার ছাপ্পা হরদম
বুদ্ধিজীবীদের মুখে কুলুপ
কলমে লাগানো ... pic.twitter.com/MVDqMtezCdএভাবেই ছুটবে গণতন্ত্র
— Agnimitra Paul BJP (@paulagnimitra1) February 27, 2022
দেদার ছাপ্পা হরদম
বুদ্ধিজীবীদের মুখে কুলুপ
কলমে লাগানো ... pic.twitter.com/MVDqMtezCd
ওই পোস্টের শেষ শব্দটি কী হতে পারে, তা সঙ্গে দেওয়া ছবি দিয়েই তিনি বোঝাতে চেয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, রবিবার রাজ্যের 108টি পৌরসভায় নির্বাচন ছিল (Bengal Civic Polls 2022) ৷ সকাল থেকে বিভিন্ন জায়গায় অশান্তির ছবি সামনে এসেছে৷ ভুয়ো ভোটারের ভোট দেওয়া থেকে ভোটারদের প্রভাবিত করার অভিযোগও উঠেছে ৷ বিরোধীরা প্রার্থী আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ ৷ ভাঙচুর, বোমাবাজির ছবিও ধরা পড়েছে বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ আক্রান্ত হতে হয়েছে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও ৷
সেই নিয়ে সরব হয়েছে বিরোধীরা ৷ বিজেপি নির্বাচন কমিশনে গিয়ে এই নিয়ে অভিযোগ করেন ৷ সেখানে বিজেপি নেতা শিশির বাজোরিয়া বলেন, ‘‘পশ্চিমবঙ্গের গণতন্ত্রকে বাঁচানোর জন্য আগামিকাল ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ নির্বাচনের নামে যা হল, তা ভাবাও যায় না । তাই আমরা আজকের এই ভোট বাতিল করে পুনরায় নোটিফিকেশন করে আবার ভোট করানোর দাবি করেছি ৷ বিভিন্ন জায়গায় বিজেপি প্রার্থী ও পোলিং এজেন্টকে হুমকি দিয়ে বুথছাড়া করা হয়েছে । প্রবীণ নেত্রী কৃষা ভট্টাচার্যকে মারধর করা হয়েছে ।"
আরও পড়ুন : BJP Calls Bengal Strike : 108 পৌরভোটে লাগামহীন সন্ত্রাস, সোমবার বাংলা বনধের ডাক বিজেপির