ETV Bharat / city

BJP-তে যোগ দেওয়ার পর অপহরণের অভিযোগ, এখনই গ্রেপ্তার নয় জানাল আদালত

মহিলাকে অপহরণের অভিযোগ, আগাম জামিন চেয়ে হাইকোর্টের দারস্থ বনগাঁর দুই কাউন্সিলর । আগামী এক সপ্তাহ তাঁদের গ্রেপ্তার করা যাবে না নির্দেশ আদালতের .

ফাইল ফোটো
author img

By

Published : Jul 16, 2019, 3:05 PM IST

Updated : Jul 16, 2019, 11:20 PM IST

কলকাতা, 16 জুলাই : বনগাঁ পৌরসভার যে 12 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস থেকে BJP-তে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে দু'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা কাউন্সিলর । গতকাল আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই দু'জন । আজ বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে জামিনের আবেদনের শুনানি হয় । আদালত জানায়, আগামী এক সপ্তাহ তাঁদের গ্রেপ্তার করা যাবে না ।

যে 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে একজন মহিলা কাউন্সিলরও ছিলেন । কিন্তু BJP - তে যোগ দিলেও গত শুক্রবার তিনি দল ছাড়েন । তারপর বনগাঁ থানায় হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে অপহরণ ও মোটা টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেন । হিমাদ্রি ও কার্তিকের হয়ে তাঁদের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত গতকাল আগাম জামিনের আবেদন জানান হাইকোর্টে ।

প্রসঙ্গত, 11 জুলাই কলকাতা হাইকোর্ট 72 ঘণ্টার মধ্যে বনগাঁ পৌরসভায় অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় । পাশাপাশি হাইকোর্ট জানায়, এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে এবং প্রশাসন এই প্রক্রিয়ায় সহায়তা করবে । সেইমতো আজ বেলা তিনটের সময় আস্থা ভোট সেখানে ।

এর আগে 7 জুন নিজেদের দলেরই পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের 11 জন কাউন্সিলর । বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে অনাস্থাপত্র জমা দেন কাউন্সিলররা । তারপর 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । রাজ্য সরকার বনগাঁ পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয় । কিন্তু প্রশাসক বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আবার 8 জুলাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন BJP-তে যোগ দেওয়া কাউন্সিলররা ।

আজ জামিনের আবেদনের বিষয়টি হাইকোর্টের বিচারপতির এজলাসে ওঠে । আবেদন শোনার পর আদালত বলে, যেহেতু এখনও কেস ডায়েরি আসেনি, তাই আগামী এক সপ্তাহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না । সোমবার জামিনের আবেদনের পরবর্তী শুনানি ।

কলকাতা, 16 জুলাই : বনগাঁ পৌরসভার যে 12 জন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস থেকে BJP-তে যোগ দিয়েছিলেন, তাঁদের মধ্যে দু'জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা কাউন্সিলর । গতকাল আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই দু'জন । আজ বিচারপতি জয়মাল্য বাগচীর এজলাসে জামিনের আবেদনের শুনানি হয় । আদালত জানায়, আগামী এক সপ্তাহ তাঁদের গ্রেপ্তার করা যাবে না ।

যে 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দিয়েছিলেন তাঁদের মধ্যে একজন মহিলা কাউন্সিলরও ছিলেন । কিন্তু BJP - তে যোগ দিলেও গত শুক্রবার তিনি দল ছাড়েন । তারপর বনগাঁ থানায় হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডলের বিরুদ্ধে অপহরণ ও মোটা টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেন । হিমাদ্রি ও কার্তিকের হয়ে তাঁদের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত গতকাল আগাম জামিনের আবেদন জানান হাইকোর্টে ।

প্রসঙ্গত, 11 জুলাই কলকাতা হাইকোর্ট 72 ঘণ্টার মধ্যে বনগাঁ পৌরসভায় অনাস্থা প্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয় । পাশাপাশি হাইকোর্ট জানায়, এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে এবং প্রশাসন এই প্রক্রিয়ায় সহায়তা করবে । সেইমতো আজ বেলা তিনটের সময় আস্থা ভোট সেখানে ।

এর আগে 7 জুন নিজেদের দলেরই পৌরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনেন তৃণমূলের 11 জন কাউন্সিলর । বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে মহকুমা শাসকের দপ্তরে গিয়ে অনাস্থাপত্র জমা দেন কাউন্সিলররা । তারপর 12 জন কাউন্সিলর BJP-তে যোগ দেন । রাজ্য সরকার বনগাঁ পৌরসভায় প্রশাসক বসানোর সিদ্ধান্ত নেয় । কিন্তু প্রশাসক বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আবার 8 জুলাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন BJP-তে যোগ দেওয়া কাউন্সিলররা ।

আজ জামিনের আবেদনের বিষয়টি হাইকোর্টের বিচারপতির এজলাসে ওঠে । আবেদন শোনার পর আদালত বলে, যেহেতু এখনও কেস ডায়েরি আসেনি, তাই আগামী এক সপ্তাহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা যাবে না । সোমবার জামিনের আবেদনের পরবর্তী শুনানি ।

Intro:বিজেপিতে যোগদানকারী কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ দায়ের Body:
মানস নস্কর---

বনগাঁ পুরসভার বিজেপিতে যোগদানকারী কাউন্সিলরদের বিরুদ্ধে থানায় অভিযোগ, হাইকোর্টের দ্বারস্থ হলেন দুই কাউন্সিলর

কলকাতা ১৫ জুলাই ঃ
বনগাঁ পুরসভার যে ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছিল তাদেরই মধ্যে পাচ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। দুজন হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আজ আগাম জামিনের আবেদন জানিয়ে।আগামীকাল বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে শুনানি। যে দুজন হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তারা হলেন হিমাদ্রি মণ্ডল ও কার্তিক মণ্ডল।এদের আইনজীবী শুভাশিস দাসগুপ্ত জানালেন, "যে ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেছিল তাদেরই একজন মহিলা কাউন্সিলর গত ১২ জুলাই বেরিয়ে এসে বনগা থানায় এই দুজনের বিরুদ্ধে তাকে কিডন্যাপ করা ও তার থেকে মোটা টাকা নেওয়ার অভিযোগ দায়ের করেছে। পুলিশ এদের খুজছে। সেই জন্যই আজ তারা আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। "

প্রসঙ্গত গত ১১ জুলাই কলকাতা হাইকোর্ট ৭২ ঘন্টার মধ্যে বনগা পুরসভায় অনাস্থাপ্রস্তাব আনার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়।পাশাপাশি হাইকোর্ট জানায়
এক সপ্তাহের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে।এবং প্রশাসন এই প্রক্রিয়ায় সহায়তা করবে।সেইমতো আগামীকাল বেলা তিন্টের সময় আস্থা ভোট।

এর আগে গত ৭ জুন নিজেদের দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব আনে তৃণমূলেরই ১১ জন কাউন্সিলর। বনগাঁ পুরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বিরুদ্ধে মহকুমাশাসকের দফতরে গিয়ে অনাস্থাপত্র জমা দেন কাউন্সিলররা। কারন পুরপ্রধান দুর্নীতি ও নানা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত। যদিও এরপর পরই ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগদান করেন।
সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও বনগা পুরসভায় প্রসাসক বসানোর সিদ্ধান্ত গ্রহণ করে। প্রসাসক বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধেই গত ৮ জুলাই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপিতে যোগদানকারী কাউন্সিলররা।




Conclusion:
Last Updated : Jul 16, 2019, 11:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.