ETV Bharat / city

Rahul Slams Saugata: জনকল্যাণের কথা বলার অধিকার নেই তৃণমূলের, মোদিকে সৌগতর চিঠির পালটা রাহুল - জনকল্যাণের কথা বলার অধিকার নেই তৃণমূলের

গরিব কল্যাণ যোজনার (Garib Kalyan Yojona) মেয়াদ বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) ৷ সেই নিয়ে দমদমের সাংসদকে পালটা আক্রমণ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা ৷ তাঁর দাবি, জনকল্যাণের কথা বলার অধিকার নেই তৃণমূলের ৷

BJP Leader Rahul Sinha Slams Saugata Roy on his Letter to PM Narendra Modi
Rahul Slams Saugata জনকল্যাণের কথা বলার অধিকার নেই তৃণমূলের, মোদিকে সৌগতর চিঠির পালটা রাহুল
author img

By

Published : Sep 22, 2022, 9:08 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর : করোনা অতিমারীর (Covid Pandemic) সময় গরিব কল্যাণ যোজনা (Garib Kalyan Yojona) শুরু করেছিল কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ যেখানে সমাজের একটা বড় অংশকে বিনামূল্য়ে রেশনের খাদ্যশস্য (Free Ration) দেওয়া হত ৷ করোনা পর্ব পার হওয়ার পর বেশ কয়েকবার ওই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হয় ৷ সেই বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 সেপ্টেম্বর ৷

কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় (Saugata Roy) চান এই মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করা হোক ৷ তাই তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা ৷ কারণ, রেশনে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কৃতিত্ব বরাবরই নিজের সরকারকেই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাই কেন এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে হচ্ছে, সেই প্রশ্ন উঠেছে ৷

এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, "রাজ্যে একে একে কেন্দ্রের বরাদ্দ বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র তৃণমূলের চুরির কারণে । 100 দিনের কাজ থেকে শুরু করে রেশনের চাল, সবকিছুই তো তৃণমূল কংগ্রেস লুটেপুটে নিচ্ছে । এইসব টাকা কাটমানিখোরদের পকেটে যাচ্ছে ।’’

তাঁর দাবি, ‘‘কাটমানিখোরদের চিঠির কোনও মূল্যই নেই । আগে এই রাজ্যে স্বচ্ছতা আসুক ৷ তারপর ওদের চিঠি দেওয়া মানাবে । চৌর্যবৃত্তির সঙ্গে যারা যুক্ত, তারা কি এই চিঠি দিতে পারে ? যে পার্টির নেমপ্লেটে চোরের তকমা লেগে গিয়েছে, সেই পার্টির জনকল্যাণের কথা বলার অধিকার নেই ।’’

তিনি আরও বলেন, ‘‘কারণ জনকল্যাণের টাকা এতদিন চুরি করেছে । যতদিন না পর্যন্ত এই সরকার সরবে, ততদিন মানুষের টাকা মানুষের কাছে যাবে না ৷ মানুষের চাল মানুষের কাছে যাবে না ।"

আরও পড়ুন : বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির দাবিতে মোদিকে চিঠি সৌগতর

কলকাতা, 22 সেপ্টেম্বর : করোনা অতিমারীর (Covid Pandemic) সময় গরিব কল্যাণ যোজনা (Garib Kalyan Yojona) শুরু করেছিল কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ যেখানে সমাজের একটা বড় অংশকে বিনামূল্য়ে রেশনের খাদ্যশস্য (Free Ration) দেওয়া হত ৷ করোনা পর্ব পার হওয়ার পর বেশ কয়েকবার ওই যোজনার মেয়াদ বৃদ্ধি করা হয় ৷ সেই বর্ধিত মেয়াদ শেষ হচ্ছে আগামী 30 সেপ্টেম্বর ৷

কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ সৌগত রায় (Saugata Roy) চান এই মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করা হোক ৷ তাই তিনি চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ৷ যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা ৷ কারণ, রেশনে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কৃতিত্ব বরাবরই নিজের সরকারকেই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তাই কেন এই নিয়ে কেন্দ্রীয় সরকারের দ্বারস্থ হতে হচ্ছে, সেই প্রশ্ন উঠেছে ৷

এই ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কড়া ভাষায় আক্রমণ করেছেন বিজেপি (BJP) নেতা রাহুল সিনহা ৷ তিনি বলেন, "রাজ্যে একে একে কেন্দ্রের বরাদ্দ বন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র তৃণমূলের চুরির কারণে । 100 দিনের কাজ থেকে শুরু করে রেশনের চাল, সবকিছুই তো তৃণমূল কংগ্রেস লুটেপুটে নিচ্ছে । এইসব টাকা কাটমানিখোরদের পকেটে যাচ্ছে ।’’

তাঁর দাবি, ‘‘কাটমানিখোরদের চিঠির কোনও মূল্যই নেই । আগে এই রাজ্যে স্বচ্ছতা আসুক ৷ তারপর ওদের চিঠি দেওয়া মানাবে । চৌর্যবৃত্তির সঙ্গে যারা যুক্ত, তারা কি এই চিঠি দিতে পারে ? যে পার্টির নেমপ্লেটে চোরের তকমা লেগে গিয়েছে, সেই পার্টির জনকল্যাণের কথা বলার অধিকার নেই ।’’

তিনি আরও বলেন, ‘‘কারণ জনকল্যাণের টাকা এতদিন চুরি করেছে । যতদিন না পর্যন্ত এই সরকার সরবে, ততদিন মানুষের টাকা মানুষের কাছে যাবে না ৷ মানুষের চাল মানুষের কাছে যাবে না ।"

আরও পড়ুন : বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ আরও 6 মাস বৃদ্ধির দাবিতে মোদিকে চিঠি সৌগতর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.