ETV Bharat / city

কৈলাস, দিলীপ, অর্জুন ও আমায় হত্যার চক্রান্ত হচ্ছে : মুকুল - একাধিক BJP নেতাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে মন্তব্য মুকুল রায়ের

BJP-র একাধিক নেতাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে বলে গতকাল শ্যামবাজারের ধরনা মঞ্চ থেকে অভিযোগ করেন BJP নেতা মুকুল রায় ৷

মুকুল রায়
author img

By

Published : Sep 5, 2019, 1:37 AM IST

Updated : Sep 5, 2019, 2:37 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : হত্যার চক্রান্ত হচ্ছে । অভিযোগ করলেন মুকুল রায় । শুধু তিনি নন, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়কেও খুনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ মুকুলের । তাঁর কথায়, প্রথম টার্গেট অবশ্যই অর্জুন সিং । তারপরই রাজ্যস্তর ও কেন্দ্রীয়স্তরের নেতাদের টার্গেট করা হয়েছে ।

গতকাল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একটি কর্মসূচিতে যোগ দেন মুকুল । সেখানে তিনি বলেন, "অর্জুন সিংকে প্রথম টার্গেট করা হয়েছে ৷ আমাকে, কৈলাসজি, দিলীপবাবু ও অর্জুন সিং-কে শুধু নয়, BJP-র একাধিক কার্যকর্তাকে খুন করার চক্রান্ত হচ্ছে ৷"

রবিবার (1 সেপ্টেম্বর) জগদ্দলে BJP কর্মী ও পুলিশের খণ্ডযুদ্ধ হয় । আক্রান্ত হন সাংসদ অর্জুন সিং । অভিযোগ, পুলিশের লাঠিচার্জে তাঁর মাথা ফাটে । অর্জুনের দাবি, খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাঁর মাথা ফাটিয়েছেন । যদিও এই অভিযোগ নস্যাৎ করে দেন রাজ্যের ADG জ্ঞানবন্ত সিং । তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "পুলিশের লাঠিচার্জে মাথা ফাটেনি । দলীয় কর্মীদের ছোড়া ইট বা পড়ে গিয়ে আঘাত পেয়েছেন সাংসদ ।" BJP নেতৃত্ব অবশ্য এই দাবি মানতে নারাজ । মুকুল বলেন, "ভাটপাড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে মনোজ ভার্মা, জ্ঞানবন্ত সিং-এর বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ৷ ওঁদের জন্য আমাদের যে দরজায় ঠকঠকাতে হবে, আমরা সেখানেই যাব ৷"

কলকাতা, 5 সেপ্টেম্বর : হত্যার চক্রান্ত হচ্ছে । অভিযোগ করলেন মুকুল রায় । শুধু তিনি নন, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়কেও খুনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ মুকুলের । তাঁর কথায়, প্রথম টার্গেট অবশ্যই অর্জুন সিং । তারপরই রাজ্যস্তর ও কেন্দ্রীয়স্তরের নেতাদের টার্গেট করা হয়েছে ।

গতকাল শ্যামবাজার পাঁচমাথার মোড়ে একটি কর্মসূচিতে যোগ দেন মুকুল । সেখানে তিনি বলেন, "অর্জুন সিংকে প্রথম টার্গেট করা হয়েছে ৷ আমাকে, কৈলাসজি, দিলীপবাবু ও অর্জুন সিং-কে শুধু নয়, BJP-র একাধিক কার্যকর্তাকে খুন করার চক্রান্ত হচ্ছে ৷"

রবিবার (1 সেপ্টেম্বর) জগদ্দলে BJP কর্মী ও পুলিশের খণ্ডযুদ্ধ হয় । আক্রান্ত হন সাংসদ অর্জুন সিং । অভিযোগ, পুলিশের লাঠিচার্জে তাঁর মাথা ফাটে । অর্জুনের দাবি, খোদ পুলিশ কমিশনার মনোজ ভার্মা তাঁর মাথা ফাটিয়েছেন । যদিও এই অভিযোগ নস্যাৎ করে দেন রাজ্যের ADG জ্ঞানবন্ত সিং । তিনি সাংবাদিক বৈঠকে বলেন, "পুলিশের লাঠিচার্জে মাথা ফাটেনি । দলীয় কর্মীদের ছোড়া ইট বা পড়ে গিয়ে আঘাত পেয়েছেন সাংসদ ।" BJP নেতৃত্ব অবশ্য এই দাবি মানতে নারাজ । মুকুল বলেন, "ভাটপাড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যে মনোজ ভার্মা, জ্ঞানবন্ত সিং-এর বিরুদ্ধে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি ৷ ওঁদের জন্য আমাদের যে দরজায় ঠকঠকাতে হবে, আমরা সেখানেই যাব ৷"

Intro:04-09-19


সুজয় ঘোষ, কলকাতা



কলকাতা: " কৈলাসজী- দিলীপবাবু- অর্জুন সিং ও আমাকে কে হত্যা করার চক্রান্ত করা হচ্ছে। তবে অর্জুন সিং কে প্রথম টার্গেট করা হচ্ছে" আজ বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির নির্বচণ কমিটির আহ্বায়ক মুকুল রায়।



আজ শ্যামবাজারে ধর্না কর্মসূচির শেষ দিনে মুকুল রায় অভিযোগ করেন, "আমাকে- কৈলাসজী- দিলীপ বাবু ও অর্জুন সিং কে শুধু নয়। বিজেপির একাধিক কার্যকর্তাকে খুন করার চক্রান্ত করা হচ্ছে"



মুকুল রায় বলেন, "ভাটপাড়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই মোনজ ভর্মা, জ্ঞানবন্ত সিং এর বিরুদ্ধে ইতিমধ্যেই আমরা কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রকের আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। ওদের জন্য যে দরজায় আমাদের ঠকঠকাতে হবে। আমরা সেখানেই যাবো।"


ভাটপাড়ার ঘটনাটি নিয়ে এই রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপালও অর্জুন সিং কে দেখতে ছুটি গিয়েছে হাসপাতালে। একজন সাংসদের যদি এই অবস্থা হয়। তালে সাধারণ মানুষের কী হবে বুঝতে পারছেন? আমাদের কাছে ভিডিও আছে কী ভাবে শান্তিপূন অবস্থানের উপর লাঠি মারছে পুলিশ। কী ভাবে অর্জুন সিং এর উপর কী ভাবে রিভালমারছে। সেই সমস্ত ছবি আমাদের কাছে আছে। সেই ফুটেজ আমরা দেখাতে পারি বলে এদিন প্রকাশ্যে রাজ্য প্রশাসন কে চ্যালেঞ্জ জুড়ে দেন মুকুল রায়।Body:কপিConclusion:
Last Updated : Sep 5, 2019, 2:37 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.