ETV Bharat / city

Locket Chatterjee : উত্তরাখণ্ডে লকেটকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল বিজেপি - Uttarakhand

হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ বিজেপির জাতীয় নেতৃত্ব তাঁকে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দিল ৷

bjp leader locket chatterjee appointed as co in charge in uttarkhand
Locket Chatterjee : উত্তরাখণ্ডে লকেটকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল বিজেপি
author img

By

Published : Sep 8, 2021, 3:25 PM IST

কলকাতা, 8 সেপ্টেম্বর : এতদিন বঙ্গ-বিজেপির একাধিক দায়িত্ব সামলেছেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ এবার তাঁকে জাতীয়স্তরে বড় দায়িত্ব দিল বিজেপির (BJP) জাতীয় নেতৃত্ব ৷ তাঁকে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে (Uttarakhand Assembly Election) সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হল ৷ জাতীয়স্তরে এই প্রথম তিনি এত বড় কোনও দায়িত্ব পেলেন ৷

স্বাভাবিকভাবেই এই দায়িত্ব পেয়ে খুশি হুগলির সাংসদ ৷ তিনি বলেন, ‘‘দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব ৷’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি কাজ শুরু করে দিয়েছেন ৷ বুধবার সকালেই উত্তরাখণ্ডের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি ৷

আরও পড়ুন : Mukul Roy : সাক্ষাৎকারে আছেন, আদালতে নেই ; মুকুলের ‘অসুস্থতা’য় প্রশ্ন হাইকোর্টে

এই নিয়ে টুইট করেছেন তিনি ৷ সেখানে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) এবং জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষকে ধন্যবাদও দিয়েছেন ৷

প্রসঙ্গত, আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ বুধবার সকালে ওই রাজ্যগুলির জন্য পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক ঘোষণা করেছে বিজেপি ৷ উত্তরাখণ্ডে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে ৷ তাঁর সঙ্গে দু’জন সহ-পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একজন লকেট ৷ আর দ্বিতীয়জন আরপি সিং ৷

আরও পড়ুন : By election : বুধবার ভবানীপুর আসনে প্রার্থী ঘোষণা, জানিয়ে দিলেন দিলীপ

এখানে উল্লেখ করা প্রয়োজন যে অভিনয় জগত থেকে রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের হাত ধরে আসেন লকেট চট্টোপাধ্যায় ৷ তার পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ৷ একাধিকবার নির্বাচনে লড়াই করেছেন তিনি ৷ তার পর দীর্ঘ সময় বঙ্গ-বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে কাজ করেছেন ৷

2019 সালের লোকসভা নির্বাচনে তিনি হুগলি থেকে জিতে সাংসদ হন ৷ তার পর একাধিকবার তাঁর নাম মোদির সরকারের মন্ত্রী হিসেবে জল্পনায় উঠে এসেছে ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হয়নি ৷ তবে এবার থেকে অন্য রাজ্যে সাংগঠনিক কাজে পাঠাল বিজেপির জাতীয় নেতৃত্ব ৷

আরও পড়ুন : Durga Puja: রাতে ঠাকুর দেখা ও পুজো কার্নিভাল নিয়ে সিদ্ধান্ত উপনির্বাচনের পর

রাজনৈতিক মহলের মতে, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ সেই কারণেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হল ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর : এতদিন বঙ্গ-বিজেপির একাধিক দায়িত্ব সামলেছেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) ৷ এবার তাঁকে জাতীয়স্তরে বড় দায়িত্ব দিল বিজেপির (BJP) জাতীয় নেতৃত্ব ৷ তাঁকে উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচনে (Uttarakhand Assembly Election) সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হল ৷ জাতীয়স্তরে এই প্রথম তিনি এত বড় কোনও দায়িত্ব পেলেন ৷

স্বাভাবিকভাবেই এই দায়িত্ব পেয়ে খুশি হুগলির সাংসদ ৷ তিনি বলেন, ‘‘দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব আমি নিষ্ঠার সঙ্গে পালন করব ৷’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তিনি কাজ শুরু করে দিয়েছেন ৷ বুধবার সকালেই উত্তরাখণ্ডের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি ৷

আরও পড়ুন : Mukul Roy : সাক্ষাৎকারে আছেন, আদালতে নেই ; মুকুলের ‘অসুস্থতা’য় প্রশ্ন হাইকোর্টে

এই নিয়ে টুইট করেছেন তিনি ৷ সেখানে এই দায়িত্ব দেওয়ার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) এবং জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষকে ধন্যবাদও দিয়েছেন ৷

প্রসঙ্গত, আগামী বছর বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ বুধবার সকালে ওই রাজ্যগুলির জন্য পর্যবেক্ষক ও সহ-পর্যবেক্ষক ঘোষণা করেছে বিজেপি ৷ উত্তরাখণ্ডে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে ৷ তাঁর সঙ্গে দু’জন সহ-পর্যবেক্ষককে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একজন লকেট ৷ আর দ্বিতীয়জন আরপি সিং ৷

আরও পড়ুন : By election : বুধবার ভবানীপুর আসনে প্রার্থী ঘোষণা, জানিয়ে দিলেন দিলীপ

এখানে উল্লেখ করা প্রয়োজন যে অভিনয় জগত থেকে রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের হাত ধরে আসেন লকেট চট্টোপাধ্যায় ৷ তার পর তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন ৷ একাধিকবার নির্বাচনে লড়াই করেছেন তিনি ৷ তার পর দীর্ঘ সময় বঙ্গ-বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে কাজ করেছেন ৷

2019 সালের লোকসভা নির্বাচনে তিনি হুগলি থেকে জিতে সাংসদ হন ৷ তার পর একাধিকবার তাঁর নাম মোদির সরকারের মন্ত্রী হিসেবে জল্পনায় উঠে এসেছে ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই জল্পনা সত্যি হয়নি ৷ তবে এবার থেকে অন্য রাজ্যে সাংগঠনিক কাজে পাঠাল বিজেপির জাতীয় নেতৃত্ব ৷

আরও পড়ুন : Durga Puja: রাতে ঠাকুর দেখা ও পুজো কার্নিভাল নিয়ে সিদ্ধান্ত উপনির্বাচনের পর

রাজনৈতিক মহলের মতে, বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে নিজের সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায় ৷ সেই কারণেই তাঁকে এই দায়িত্ব দেওয়া হল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.