কলকাতা, 19 সেপ্টেম্বর : কয়লাপাচার মামলায় (Coal Smuggling Scam) ইতিমধ্যেই সিবিআই (CBI) তদন্ত করছে ৷ সেই তদন্তে কেন সিআইডি (CID), এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) । মামলা করলেন আসানসোলের বিজেপি (BJP) নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ।
সম্প্রতি তাঁকে কয়লা পাচার মামলায় ভবানীভবনে তলব করেছিল সিআইডি । কিন্তু তিনি হাজিরা দেননি । এদিন মামলা করে তাঁর আবেদন, কয়লা মামলা সিবিআই তদন্ত চলার মধ্যে সিআইডিকে বিরত থাকার নির্দেশ দিক আদালত । কারণ, একই বিষয়ে একই সঙ্গে দু’টি আলাদা আলাদা এজেন্সি তদন্ত করতে পারে না ।
গত দিন চারেক আগে তাঁকে হাজিরা দিতে তলব করেছিল সিআইডি ৷ কিন্তু তিনি হাজিরা না দিয়ে একটি চিঠি সিআইডিকে লেখেন বলে জানা যায় । সূত্রের খবর, চিঠিতে তিনি দাবি করেন যে 2020 সালের অন্ডাল থানার একটি মামলায় তাঁকে তলব করেছে সিআইডি । কিন্তু তাঁকে কেন ডাকা হয়েছে, তা তিনি জানেন না ।
ওই চিঠিতে তিনি আরও লিখেছেন যে তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন । সেই সঙ্গে আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) মেয়র ছিলেন । যার কোনওটার মধ্যেই অন্ডাল পড়ে না । একই সঙ্গে কয়লা কাণ্ডে সিবিআই তদন্ত করছে ৷ ফলে সিআইডি তদন্ত করতে পারে না বলেও তিনি উল্লেখ করেছিলেন তাঁর চিঠিতে ।
আরও পড়ুন : কয়লাপাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডি'র