কলকাতা, 8 সেপ্টেম্বর : আগামী 30 সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপ-নির্বাচন (Bhawanipur By Election) ৷ দিন ঘোষণা হতেই কোমর বেঁধে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী তথা ওই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ পালটা তোপ দাগতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টিও (BJP) ৷
সেই বাকযুদ্ধে মমতাকে নিয়ে বেঁফাস মন্তব্য করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ মমতা সম্পর্কে তাঁর মন্তব্য, ‘‘উনি বাঘ সিংহ না ছাগল নন্দীগ্রামে প্রমাণ হয়ে গিয়েছে ৷’’
আরও পড়ুন : Mamata Banerjee: নন্দীগ্রামে প্রচুর ছাপ্পা হয়েছে, ভবানীপুরের কর্মিসভায় তোপ মমতার
প্রসঙ্গত, এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুর ছেড়ে নন্দীগ্রামে (Nandigram) লড়াই করতে গিয়েছিলেন তৃণমূল নেত্রী ৷ তাঁর বিরুদ্ধে ছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ সেই লড়াইয়ে হেরে যান মমতা ৷ সেই হারের প্রসঙ্গ টেনেই এদিন এই মন্তব্য করেছেন বঙ্গ-বিজেপির সভাপতি ৷
শুভেন্দু অধিকারী এখন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ৷ সেই প্রসঙ্গও এদিন টানেন দিলীপ ঘোষ ৷ আবারও মনে করিয়ে দেন যে ভোটে জিতে বিধায়ক শুভেন্দু বিরোধী দলনেতা ৷ আর ভোটে হেরে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা ৷
আরও পড়ুন : By-Election : ভবানীপুরে মমতার বিরুদ্ধে লড়াইয়ে বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস
এখানে উল্লেখ করা প্রয়োজন ভোটে না জিতে মন্ত্রী হলে ছ’মাসের মধ্যে ভোটে জিতে আসতে হয় ৷ মমতার ক্ষেত্রে সেই সময়সীমা শেষ হওয়ার কথা ছিল আগামী 5 নভেম্বর ৷ তার আগেই নির্বাচন পর্ব মিটে যাচ্ছে ভবানীপুরের ৷
যদিও ভোটের এই লড়াইয়ে জিততে হবে মমতাকে ৷ তাই এখন থেকে প্রচারে ঝাঁপিয়েছেন তিনি ৷ কড়া ভাষায় আক্রমণ করছেন বিজেপিকে ৷ বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগও তুলেছেন তিনি ৷ তারই পালটা দিলীপ ঘোষের কটাক্ষ, ভোটে হারার পরও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসার কথা বলছেন ৷ রাজনীতির বাইরে গিয়ে বিজেপির বদনাম করছেন বলে মানুষ বিশ্বাস করবে ৷
আরও পড়ুন : Locket Chatterjee : উত্তরাখণ্ডে লকেটকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল বিজেপি
এদিকে ভবানীপুরের ভোট নিয়ে বসে নেই বিজেপিও ৷ গেরুয়া শিবিরের একাধিক নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে ৷ পর্যবেক্ষক করা হয়েছে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে ৷ কেন তাঁকে দায়িত্ব দেওয়া হল ? দিলীপের বক্তব্য, অর্জুন সিং বঙ্গ-বিজেপির অন্যতম সহ-সভাপতি ৷ তাই তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে তাঁর প্রশ্ন, ‘‘অর্জুন সিংকে দেখলে কি তৃণমূলের নার্ভ ফেল করে ?’’ সেই কারণে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি হয়েছে কি না, সেই প্রশ্নও তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি ৷
অন্যদিকে, ভবানীপুরের নির্বাচনে সিপিএমের তরফে শ্রীজীব বিশ্বাসের নাম ঘোষণা করা হয়েছে ৷ তবে এই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ দিলীপ ঘোষ ৷ তাঁর দাবি, সিপিএম-কংগ্রেস পশ্চিমবঙ্গের ভোটে কোনও ফ্যাক্টর নয় ৷ লড়াই এখানে তৃণমূল ও বিজেপির মধ্যে ৷
আরও পড়ুন : By election : বুধবার ভবানীপুর আসনে প্রার্থী ঘোষণা, জানিয়ে দিলেন দিলীপ