ETV Bharat / city

Dilip Ghosh Criticises Mamata Banerjee : নন্দীগ্রামে নাক কাটা গিয়েছে, মমতা প্রধানমন্ত্রী হবেন কী করে; কটাক্ষ দিলীপের

নেতাজি, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মহাজাতি সদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছে, তিনিও মনীষীর পর্যায়ে চলে গিয়েছেন বলেও কটা করেছেন বিজেপি সাংসদ (Dilip Ghosh Criticises Mamata Banerjee )৷

dilip ghosh on mamata
মমতা প্রধানমন্ত্রী হবেন কী করে, কটাক্ষ দিলীপের
author img

By

Published : May 14, 2022, 9:59 PM IST

Updated : May 14, 2022, 10:43 PM IST

কলকাতা, 14 মে: 2024 এর লোকসভা ভোটের এখনও প্রায় দেড় বছর দেরি ৷ কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী অক্ষের অন্যতম প্রধান মুখ, এমনকি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও তুলে ধরতেও তৎপর তৃণমূল কংগ্রেস ৷ 2024 এ মমতা হবেন প্রধানমন্ত্রী আর তাঁর জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বেশ কয়েকজন নেতা-সাংসদ ইতিমধ্যেই এই আশা প্রকাশ করেছেন ৷ ঘাসফুল শিবিরের এই আকাঙ্খাকেই এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Attacks TMC) ৷

শনিবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ কলকাতায় দলের রাজ্য দফতরে বলেন, "যাঁর নন্দীগ্রামে নাক কাটা গিয়েছে, যিনি বিধানসভা ভোটেই একবারে জিততে পারেন না, তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? এখন দেশজুড়ে একটাই আওয়াজ 'মোদি ওয়ানস্ মোর, টু থাউজেণ্ড টোয়েন্টি ফোর' । দিদি কোথায়?" রাজ্যে হিংসার ঘটনা ও আর্থিক দুর্নীতির প্রশ্নেও এদিন মমতাকে বিঁধেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ৷ তিনি বলেন, 'অসামাজিক কাজ থেকে হিংসা সবই ঘটছে পশ্চিমবঙ্গে । অপরাধীদের নিশ্চিন্ত আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে এই রাজ্য ৷ বড় বড় আর্থিক দুর্নীতির ঘটনা ঘটছে । পুকুর কাটা হলো না টাকা পেয়ে গেল, একঝুড়ি মাটি পড়ল না, রাস্তা তৈরির বিল পাস হয়ে গেল । দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ।'

মমতা প্রধানমন্ত্রী হবেন কী করে, কটাক্ষ দিলীপের

আরও পড়ুন : বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়ার আগে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

নন্দনে অনীক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত'র প্রদর্শন না হওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে । যে নন্দনের নামকরণই সত্যজিৎ রায়ের, সেই সত্যজিৎকে নিয়ে তৈরি ছবি কেন নন্দনে জায়গা পেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে । শনিবার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'আমি জানি না কী রাজনীতি চলছে ওখানে । দলের লোকেদের ছবিই রিলিজ করতে দেওয়া হচ্ছে না ! সাংসদ দেবের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটেছে । এ ভাবে শিল্প-সাহিত্য-কাব্যকে কলুষিত করা হচ্ছে ।' তাঁর অভিযোগ মমতাকে বড়ো করতে গিয়ে রথী মহারথীদের ছোট করা হচ্ছে । দিলীপ ঘোষের কথায়,'নেতাজি, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মহাজাতি সদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়ে গেল । তিনিও মনীষীর পর্যায়ে চলে গেলেন । বাংলা আকাদেমির পুরস্কার পাওয়াও হয়ে গেল । পরবর্তীতে নোবেল পুরস্কারের জন্যও নাম পাঠানো হবে । কাদের মর্যাদা দেওয়া হচ্ছে! আগের লোকজনকে ছোট করা হচ্ছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় করা হচ্ছে! "

কলকাতা, 14 মে: 2024 এর লোকসভা ভোটের এখনও প্রায় দেড় বছর দেরি ৷ কিন্তু তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি বিরোধী অক্ষের অন্যতম প্রধান মুখ, এমনকি দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবেও তুলে ধরতেও তৎপর তৃণমূল কংগ্রেস ৷ 2024 এ মমতা হবেন প্রধানমন্ত্রী আর তাঁর জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বেশ কয়েকজন নেতা-সাংসদ ইতিমধ্যেই এই আশা প্রকাশ করেছেন ৷ ঘাসফুল শিবিরের এই আকাঙ্খাকেই এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh Attacks TMC) ৷

শনিবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ কলকাতায় দলের রাজ্য দফতরে বলেন, "যাঁর নন্দীগ্রামে নাক কাটা গিয়েছে, যিনি বিধানসভা ভোটেই একবারে জিততে পারেন না, তিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন? এখন দেশজুড়ে একটাই আওয়াজ 'মোদি ওয়ানস্ মোর, টু থাউজেণ্ড টোয়েন্টি ফোর' । দিদি কোথায়?" রাজ্যে হিংসার ঘটনা ও আর্থিক দুর্নীতির প্রশ্নেও এদিন মমতাকে বিঁধেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি ৷ তিনি বলেন, 'অসামাজিক কাজ থেকে হিংসা সবই ঘটছে পশ্চিমবঙ্গে । অপরাধীদের নিশ্চিন্ত আশ্রয়ের জায়গা হয়ে উঠেছে এই রাজ্য ৷ বড় বড় আর্থিক দুর্নীতির ঘটনা ঘটছে । পুকুর কাটা হলো না টাকা পেয়ে গেল, একঝুড়ি মাটি পড়ল না, রাস্তা তৈরির বিল পাস হয়ে গেল । দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ।'

মমতা প্রধানমন্ত্রী হবেন কী করে, কটাক্ষ দিলীপের

আরও পড়ুন : বাংলাকে আবাস যোজনার টাকা দেওয়ার আগে খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীকে চিঠি শুভেন্দুর

নন্দনে অনীক দত্ত পরিচালিত ছবি 'অপরাজিত'র প্রদর্শন না হওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে । যে নন্দনের নামকরণই সত্যজিৎ রায়ের, সেই সত্যজিৎকে নিয়ে তৈরি ছবি কেন নন্দনে জায়গা পেল না, তা নিয়ে প্রশ্ন উঠছে সব মহলে । শনিবার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'আমি জানি না কী রাজনীতি চলছে ওখানে । দলের লোকেদের ছবিই রিলিজ করতে দেওয়া হচ্ছে না ! সাংসদ দেবের সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটেছে । এ ভাবে শিল্প-সাহিত্য-কাব্যকে কলুষিত করা হচ্ছে ।' তাঁর অভিযোগ মমতাকে বড়ো করতে গিয়ে রথী মহারথীদের ছোট করা হচ্ছে । দিলীপ ঘোষের কথায়,'নেতাজি, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত মহাজাতি সদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়ে গেল । তিনিও মনীষীর পর্যায়ে চলে গেলেন । বাংলা আকাদেমির পুরস্কার পাওয়াও হয়ে গেল । পরবর্তীতে নোবেল পুরস্কারের জন্যও নাম পাঠানো হবে । কাদের মর্যাদা দেওয়া হচ্ছে! আগের লোকজনকে ছোট করা হচ্ছে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় করা হচ্ছে! "

Last Updated : May 14, 2022, 10:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.