কলকাতা, 31 জুলাই : দিল্লি দখলের লক্ষ্যে কোমর বেঁধেছেন ‘বাংলার মেয়ে’ ৷ তাঁকে রুখতে তৎপরতা বাড়ছে গেরুয়া শিবিরেও ৷ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) ‘‘দেশের গণতন্ত্র বাঁচানোর তাগিদে’’ কেন্দ্র থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছেন ৷ আঞ্চলিক রাজনীতিক থেকে নিজেকে জাতীয়স্তরের নেত্রীতে উত্তীর্ণ করতে চেষ্টায় কোনও খামতি রাখছেন না ‘দিদি’ ৷ আর ঠিক তখনই তাঁর শাসনাধীন বাংলার ‘হিংসা বিধ্বস্ত’ ছবি গোটা ভারতের সামনে তুলে ধরার পরিকল্পনা হাতে নিয়েছে বিজেপি ৷ সূত্রের খবর, বাংলায় ‘ভোট পরবর্তী হিংসা’র বিস্তারিত বিবরণ সর্বসমক্ষে আনতে একটি তথ্যচিত্র তৈরি করতে চলেছে তারা ৷ যা জাতীয়স্তরে মমতা ও তাঁর প্রশাসনের ‘স্বরূপ’ প্রকাশ্যে নিয়ে আসবে ৷ অন্তত এমনই দাবি রাজ্য বিজেপি নেতৃত্বের ৷
আরও পড়ুন : Mamata Banerjee : দেশের গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে দু’মাস অন্তর দিল্লি যাবেন মমতা
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সহ-সভাপতি প্রতাপ বন্দ্য়োপাধ্য়ায় (Pratap Banerjee) এই প্রসঙ্গে জানিয়েছেন, শুধুমাত্র বাংলা নয় ৷ গোটা দেশের মানুষ পশ্চিমবঙ্গে কী হচ্ছে, তা জানতে পারবেন ৷ প্রতাপ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন ৷ দিল্লিতে গিয়ে এক সপ্তাহ ধরে যাত্রাপালা করছেন ৷’’ অর্থাৎ, মমতার ভারত জয়ের পরিকল্পনায় জল ঢালতেই তাঁদের যে এই উদ্যোগ, তা গোপন করেননি প্রতাপ ৷ রাজ্য বিজেপির সহ-সভাপতি জানিয়েছেন, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই তথ্যচিত্রটি তৈরি করা হচ্ছে ৷ মূলত, বিজেপির আইটি সেল ছবিটি তৈরির দায়িত্বে থাকলেও এই কাজে বেশ কয়েকজন পেশাদার তথ্যচিত্র নির্মাতার সহযোগিতাও নেওয়া হতে পারে ৷
বিজেপির পরিকল্পনা হল, চব্বিশের লোকসভা নির্বাচনের আগেই দেশের বিভিন্ন রাজ্যে তাদের এই তথ্যচিত্র মানুষকে দেখানো ৷ এক্ষেত্রে ভাষা যাতে কোনও অন্তরায় না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট রাজ্য়ের মাতৃভাষাতেই ছবিটির ‘ডাবিং’ করা হবে ৷ প্রাথমিকভাবে অসম, ত্রিপুরা, উত্তরপ্রদেশ এবং গুজরাতের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির মানুষকেই দর্শক হিসাবে বেছে নেওয়ার কথা ভাবা হয়েছে ৷
বিজেপি সূত্রে জানা গিয়েছে, তথ্যচিত্রটি কেমন হতে চলেছে, তার কিছুটা আভাস ইতিমধ্যেই বঙ্গ বিজেপির নেতা ও কর্মীদের দেওয়া হয়েছে ৷ দলের হেস্টিংসের কার্যালয়ে পরিবেশন করা হয়েছে তার কিছু টুকরো ছবি ৷ এছাড়া, গত 21 জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের পাল্টা হিসাবে ‘গণতন্ত্র বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও’ শীর্ষক যে কর্মসূচি বিজেপি পালন করেছিল, সেখানে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে সংবাদমাধ্যমের প্রতিনিধিদেরও তাদের ভাবী তথ্যচিত্রের কিছু সম্ভাব্য এবং নির্বাচিত অংশ দেখিয়েছে বিজেপি ৷
আরও পড়ুন : Mamata-Nitin : রাজ্যে ইলেকট্রিক গাড়ি তৈরি কারখানার দাবি নিয়ে নিতিনের দরবারে মমতা
বিজেপির দাবি, 2021-এর বিধানসভা নির্বাচনের মরশুমে গোটা রাজ্য়ে তাদের 130 জন কর্মী ও সমর্থককে খুন করা হয়েছে ৷ তথ্যচিত্রে এই তথ্য তুলে ধরা হবে ৷ এছাড়া, গত 2 মে রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত অসংখ্য বিজেপি কর্মী ও সমর্থকের বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে, লুট করা হয়েছে সম্পত্তি ৷ সেই সব ঘটনারও বিস্তারিত বিবরণ থাকবে এই তথ্যচিত্রে ৷ থাকবে আক্রান্ত ও তাঁদের পরিবারের সদস্যদের ইন্টারভিউ ৷ এমনকী, সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিও এই তথ্যচিত্রে ব্যবহার করা হবে ৷
প্রসঙ্গত, মমতার সদ্য শেষ হওয়া দিল্লি সফর হোক, কিংবা ত্রিপুরায় তৃণমূলের শক্তিবৃদ্ধি, সবকিছু নিয়েই মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর দলকে কটাক্ষ করেছে বিজেপি ৷ প্রকাশ্যে তাদের বক্তব্য, এসব করে কোনও লাভ হবে না ৷ তবে এই ‘ডোন্ট কেয়ার’ আচরণ যে তাদের মনের কথা নয়, বাংলার ভোট পরবর্তী হিংসার তথ্যচিত্র তৈরির পরিকল্পনাই তার প্রমাণ ৷ মুখে বিজেপি নেতারা যাই বলুন, মমতার দিল্লি জয়ের মনোবাঞ্ছাকে আদতে তাঁরা যে খাটো করে দেখছেন না, তা তাঁদের তথ্যচিত্র বানানোর নির্দেশই বলে দিচ্ছে ৷ একুশের ভোটের আগে সর্বশক্তি নিয়ে পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়লেও মমতাকে আটকাতে পারেনি বিজেপি ৷ কিন্তু সর্বভারতীয়স্তরে মমতাকে সেই সাফল্য পেতে দিতে নারাজ গেরুয়াবাহিনী ৷ তার জন্য জাতীয়স্তরে এখন থেকেই মমতাবিরোধী প্রচার শুরু করছে তারা ৷