কলকাতা, 23 জানুয়ারি : দলের অন্দরের বিবাদ নিয়ে এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত দিল রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ যার প্রথম ধাপ হিসেবে শোকজ করা হল রাজ্য বিজেপির দুই বিক্ষুব্ধ নেতা জয়প্রকাশ মজুমদার ও রীতেশ তিওয়ারিকে ( show cause letter to Jaiprakash Mazumdar and Ritesh Tiwari) ৷
এই দুই নেতাকে পাঠানো দলীয় চিঠিতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমে তাঁরা যে দলবিরোধী মন্তব্য করেছেন, তা দলীয় শৃঙ্খলাভঙ্গের সামিল ৷ তাই দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশে ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে তাঁদের এই শোকজ করা হল ৷
আরও পড়ুন : তাঁকে ঘিরে বিজেপি'র অন্দরে ক্ষোভের মধ্যেই নেতাজি স্মরণে অমিতাভ চক্রবর্তী
আগামী 15 দিনের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে এই দুই নেতাকে, অন্যথায় কড়া পদক্ষেপ করতে পারে দল ৷ সূত্রের খবর প্রয়োজনে এই দুই নেতাকে বহিষ্কারও করা হতে পারে ৷
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নেতৃত্বে দলের বিক্ষুব্ধ গোষ্ঠীর নেতাদের যে বৈঠক হয়, তাতে এই দুই নেতার বড় ভূমিকা আছে বলে মনে করা হচ্ছে । এই শো-কজের প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিতে গিয়ে রীতেশ তিওয়ারি বলেন, "কারও দয়ায় দল করি না, পার্টিতে দখলদারি চলছে ৷" অন্যদিকে, জয়প্রকাশ মজুমদার বলেন, "পাটি আমাকে শোকজ করেছে । সেই শোকজের জবাব আমি পাটিকে খুব শীঘ্রই জানাব ৷"