ETV Bharat / city

Bengal Civic Polls : বিক্ষোভের আগুনে পুড়ছে তৃণমূল, প্রার্থীতালিকা ঘোষণার আগে সতর্ক বঙ্গ বিজেপি - প্রার্থীতালিকা ঘোষণার আগে সতর্ক বঙ্গ বিজেপি

পৌর নির্বাচনের প্রার্থীতালিকা ঘোষণার পরেই বিক্ষোভ শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ৷ ফলে এবার আরও সতর্ক ভারতীয় জনতা পার্টির বঙ্গ ব্রিগেড (Bengal Civic Polls) ৷

civic polls
civic polls
author img

By

Published : Feb 7, 2022, 11:01 PM IST

কলকাতা, 7 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের 108টি পৌরসভার নির্বাচন আগামী 27 ফেব্রুয়ারি । প্রার্থীতালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে বিক্ষোভের আগুন জ্বলছে সারা রাজ্য জুড়ে । ফলে এবার প্রার্থী তালিকা প্রকাশের আগে আরও সতর্ক বঙ্গ বিজেপি । ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি পাড়ি দিয়েছেন । কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বর সঙ্গে আলোচনা করবেন প্রার্থী তালিকা নিয়ে । কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের পরেই জেলা ভিত্তিক প্রার্থী তালিকা ঘোষণা হবে (Bengal Civic Polls) ।

বিজেপির সূত্রে খবর, শাসক দলে প্রার্থী নিয়ে বিস্তর ক্ষোভ তৈরি হয়েছে ৷ সেটা যে বিজেপিতেও ছড়াতে পারে, তা একপ্রকার আঁচ করে ফেলেছে বঙ্গ বিজেপি । তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, দিল্লিতে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য বিশেষ বৈঠক করবেন । দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে সাংগঠনিক জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করে চুড়ান্ত করা হবে প্রার্থীদের নাম ।

আরও পড়ুন : TMC Candidate List : বারবার প্রার্থী বদল, বারাসতে বিভ্রান্তি কাটছে না শাসকদলের অন্দরেই

ইতিমধ্যেই জেলা সভাপতিরা প্রার্থীদের নাম রাজ্য নেতৃত্বকে জমা দিয়েছেন । সেই তালিকা থেকেই চূড়ান্ত করা হচ্ছে তালিকা । সোমবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে । যেহেতু উত্তরবঙ্গে বিজেপি বেশি শক্তিশালী, তাই আগে উত্তরবঙ্গের জেলাগুলির প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হবে । তারপরেই কালকের মধ্যে দক্ষিণবঙ্গেও প্রার্থীদের নাম ঘোষণা হবে ।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘বিজেপিতে প্রার্থী নিয়ে কোথাও কোনও বিক্ষোভ নেই । আমরা স্থানীয়স্তরে কথা বলেই প্রার্থীদের নাম ঘোষণা করছি । আজকালের মধ্যেই ধাপে ধাপে 108টি পৌরসভার প্রার্থীতালিকা ঘোষণা করা হবে ।’’

কলকাতা, 7 ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গের 108টি পৌরসভার নির্বাচন আগামী 27 ফেব্রুয়ারি । প্রার্থীতালিকা নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে বিক্ষোভের আগুন জ্বলছে সারা রাজ্য জুড়ে । ফলে এবার প্রার্থী তালিকা প্রকাশের আগে আরও সতর্ক বঙ্গ বিজেপি । ইতিমধ্যেই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি পাড়ি দিয়েছেন । কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বর সঙ্গে আলোচনা করবেন প্রার্থী তালিকা নিয়ে । কেন্দ্রীয় নেতৃত্বের চূড়ান্ত অনুমোদনের পরেই জেলা ভিত্তিক প্রার্থী তালিকা ঘোষণা হবে (Bengal Civic Polls) ।

বিজেপির সূত্রে খবর, শাসক দলে প্রার্থী নিয়ে বিস্তর ক্ষোভ তৈরি হয়েছে ৷ সেটা যে বিজেপিতেও ছড়াতে পারে, তা একপ্রকার আঁচ করে ফেলেছে বঙ্গ বিজেপি । তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, দিল্লিতে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য বিশেষ বৈঠক করবেন । দিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে সাংগঠনিক জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করে চুড়ান্ত করা হবে প্রার্থীদের নাম ।

আরও পড়ুন : TMC Candidate List : বারবার প্রার্থী বদল, বারাসতে বিভ্রান্তি কাটছে না শাসকদলের অন্দরেই

ইতিমধ্যেই জেলা সভাপতিরা প্রার্থীদের নাম রাজ্য নেতৃত্বকে জমা দিয়েছেন । সেই তালিকা থেকেই চূড়ান্ত করা হচ্ছে তালিকা । সোমবার সন্ধ্যায় আলিপুরদুয়ারের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে । যেহেতু উত্তরবঙ্গে বিজেপি বেশি শক্তিশালী, তাই আগে উত্তরবঙ্গের জেলাগুলির প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হবে । তারপরেই কালকের মধ্যে দক্ষিণবঙ্গেও প্রার্থীদের নাম ঘোষণা হবে ।

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘বিজেপিতে প্রার্থী নিয়ে কোথাও কোনও বিক্ষোভ নেই । আমরা স্থানীয়স্তরে কথা বলেই প্রার্থীদের নাম ঘোষণা করছি । আজকালের মধ্যেই ধাপে ধাপে 108টি পৌরসভার প্রার্থীতালিকা ঘোষণা করা হবে ।’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.