কলকাতা, 16 সেপ্টেম্বর: কলকাতায় এসে পৌঁছল বিজেপি'র পাঁচ সদস্যের প্রতিনিধি দল ৷ দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে কলকাতায় এসেছে এই 'ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি' (BJP fact finding team arrives in Kolkata) । নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) দিন যেসব এলাকায় বিজেপি'র কর্মকর্তারা আক্রান্ত হয়েছিলেন শনিবার সেসব এলাকা পরিদর্শনে যাবেন তাঁরা ৷
উল্লেখ্য, 13 সেপ্টেম্বর ছিল বিজেপি'র নবান্ন অভিযান ৷ বিজেপি'র ওই কর্মসূচিতে গেরুয়া শিবিরের একাধিক কর্মী-সমর্থকদের উপর পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে । রাজ্য বিজেপি নেতৃত্বের (allegation of Bengal BJP Leadership) অভিযোগ, শাসকদল তৃণমূল কংগ্রেসের নির্দেশেই তাঁদের নেতা-কর্মীরা পুলিশের জুলুমের শিকার হয়েছেন ৷
আরও পড়ুন: বিধানসভায় পোস্টার-স্লোগান যুদ্ধ নিয়ে শাসক বিধায়কদের দায়িত্ব মনে করালেন বিমান
পুরো বিষয়টির পূর্ণাঙ্গ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেন বিজেপি'র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP Fact Finding Team)। গেরুয়া শিবিরের অভিযোগ, রাজ্যের শাসকদলের 'দলদাস' পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন তাদের কর্মী-সমর্থকরা । হাওড়া ও কলকাতার যে তিন জায়গা থেকে ওইদিন মিছিল শুরু হয়েছিল এবং মিছিল ঘিরে অশান্তির জায়গাগুলিতে যাবে বিজেপি'র এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ৷ দ্রুত তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা ৷
শুক্রবার এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্যরা আহত এবং তাঁদের পরিবারের সঙ্গে দেখা করবেন । ঘটনার বিবরণ শুনে,পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করবেন তাঁরা । পাঁচ সদস্যের এই দলের সঙ্গে ঘটনাস্থলে যাবেন অগ্নিমিত্র পল, ভারতী ঘোষ, আরকে হান্ডা এবং আইনজীবী কবির শঙ্কর বসু । এই কমিটিতে থাকছেন রাজ্যসভার সাংসদ ব্রজলাল, উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজিপি কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠৌর, লোকসভার সাংসদ অপরাজিতা সারেঙ্গী, প্রাক্তন আইএএস তথা লোকসভার সংসদ সুনীল জাখর, প্রমুখ ৷