ETV Bharat / city

Bharati Ghosh as BJP national spokesperson : বিজেপির জাতীয় মুখপাত্র হলেন ভারতী ঘোষ

ভারতী ঘোষকে জাতীয় মুখপাত্র করল বিজেপি (Bharati Ghosh appointed as BJP's national spokesperson) ৷ রবিবার বিজেপির তরফে এই ঘোষণা করা হয়েছে৷

bjp appointed bharati ghosh as national spokesperson
Bharati Ghosh : বিজেপির জাতীয় মুখপাত্র হলেন ভারতী ঘোষ
author img

By

Published : Nov 21, 2021, 1:55 PM IST

Updated : Nov 21, 2021, 2:44 PM IST

নয়াদিল্লি, 21 নভেম্বর : ভারতী ঘোষকে (Bharati Ghosh) জাতীয় মুখপাত্র (National Spokesperson) করল বিজেপি (BJP) ৷ রবিবার বিজেপির তরফে এই ঘোষণা করা হয়েছে ৷

রবিবার জাতীয় মহাসচিব অরুণ সিংয়ের সই করা একটি বিবৃতি প্রকাশ করেছে বিজেপি ৷ সেখানে জানানো হয়েছে যে, দলের জাতীয় স্তরে সংগঠনে নতুন পাঁচজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে ৷ সেই পাঁচজনের মধ্যেই নাম রয়েছে ভারতী ঘোষের ৷

আরও পড়ুন : Viral Audio of Saumitra khan : "রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ

তিনি ছাড়াও শাহজাদ পুনাওয়ালাকে জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর মহারাষ্ট্রের বিনোদ তাওড়েকে জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে ৷ বিহার থেকে ঋতুরাজ সিনহা ও ঝাড়খণ্ড থেকে আশা লাকড়াকে জাতীয় সম্পাদক করা হয়েছে ৷

প্রসঙ্গত, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ 2019 সালে বিজেপিতে যোগদান করেছিলেন ৷ ওই বছর তিনি বিজেপির টিকিটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসন থেকে ভোটে লড়েছিলেন ৷ তবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের কাছে হেরে যান ৷

আরও পড়ুন : BJP follows Prashant Kishor Model : পিকে মডেল অনুসরণ করে পুরভোটে প্রার্থী দেবে বিজেপি

এর পর 2021-এর বিধানসভা নির্বাচনেও বিজেপি তাঁকে প্রার্থী করে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা আসন থেকে ৷ সেখানে তাঁর প্রতিপক্ষ ছিলেন আরেক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর ৷ এই ভোটেও তিনি হেরে যান ৷

বর্তমানে তিনি দলের রাজ্য সংগঠনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ৷ তার সঙ্গে তাঁকে জাতীয় মুখপাত্র করা হল ৷ ফলে দলে তাঁর গুরুত্ব বাড়ল বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Sukanta Majumder on SSC : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল বঙ্গ বিজেপি

নয়াদিল্লি, 21 নভেম্বর : ভারতী ঘোষকে (Bharati Ghosh) জাতীয় মুখপাত্র (National Spokesperson) করল বিজেপি (BJP) ৷ রবিবার বিজেপির তরফে এই ঘোষণা করা হয়েছে ৷

রবিবার জাতীয় মহাসচিব অরুণ সিংয়ের সই করা একটি বিবৃতি প্রকাশ করেছে বিজেপি ৷ সেখানে জানানো হয়েছে যে, দলের জাতীয় স্তরে সংগঠনে নতুন পাঁচজনকে দায়িত্ব দেওয়া হচ্ছে ৷ সেই পাঁচজনের মধ্যেই নাম রয়েছে ভারতী ঘোষের ৷

আরও পড়ুন : Viral Audio of Saumitra khan : "রাজ্যে লোকসভায় মাত্র তিনটি আসন পাবে বিজেপি", ভাইরাল সৌমিত্রর অডিয়ো ক্লিপ

তিনি ছাড়াও শাহজাদ পুনাওয়ালাকে জাতীয় মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ আর মহারাষ্ট্রের বিনোদ তাওড়েকে জাতীয় সাধারণ সম্পাদক করা হয়েছে ৷ বিহার থেকে ঋতুরাজ সিনহা ও ঝাড়খণ্ড থেকে আশা লাকড়াকে জাতীয় সম্পাদক করা হয়েছে ৷

প্রসঙ্গত, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ 2019 সালে বিজেপিতে যোগদান করেছিলেন ৷ ওই বছর তিনি বিজেপির টিকিটে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা আসন থেকে ভোটে লড়েছিলেন ৷ তবে তৃণমূলের তারকা প্রার্থী দেবের কাছে হেরে যান ৷

আরও পড়ুন : BJP follows Prashant Kishor Model : পিকে মডেল অনুসরণ করে পুরভোটে প্রার্থী দেবে বিজেপি

এর পর 2021-এর বিধানসভা নির্বাচনেও বিজেপি তাঁকে প্রার্থী করে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভা আসন থেকে ৷ সেখানে তাঁর প্রতিপক্ষ ছিলেন আরেক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর ৷ এই ভোটেও তিনি হেরে যান ৷

বর্তমানে তিনি দলের রাজ্য সংগঠনে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ৷ তার সঙ্গে তাঁকে জাতীয় মুখপাত্র করা হল ৷ ফলে দলে তাঁর গুরুত্ব বাড়ল বলেই মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন : Sukanta Majumder on SSC : স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে দুর্নীতি, ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল বঙ্গ বিজেপি

Last Updated : Nov 21, 2021, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.