ETV Bharat / city

Asansol-Ballygunge Bye Poll 2022 : দুই উপনির্বাচনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা ও কেয়া

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে লড়াইয়ে একেবারে নতুন মুখে ভরসা রেখেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে লড়বেন প্রাক্তন সাংবাদিক কেয়া ঘোষ (Keya Ghosh to fight against Babul Supriyo in Ballygunge constituency)।

author img

By

Published : Mar 18, 2022, 8:02 PM IST

Updated : Mar 18, 2022, 9:38 PM IST

Asansol-Ballygunge Bye Poll 2022
দুই উপনির্বাচনে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা ও কেয়া

কলকাতা, 18 মার্চ : বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। দুই কেন্দ্রে দুই মহিলা প্রার্থীর উপরেই আস্থা রাখল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP announces candidates for Asansol and Ballygunge bye poll) ৷ বিধায়ক ছিলেনই, এবার আসানসোলে লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হওয়ার লড়াইয়ে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul to fight from Asansol in upcoming bye poll)। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কেয়া ঘোষকে প্রার্থী করল বিজেপি।

বিজেপি সূত্রে খবর, মহিলা মোর্চার নেত্রীর পর আসানসোল দক্ষিণের বিধায়ক পদে ভাল কাজের পুরস্কার পেলেন অগ্নিমিত্রা পাল। আসনসোল পৌরসভায় প্রাক-নির্বাচন পর্বে শাসক শিবিরের সঙ্গে লড়াইয়ের ময়দানে ভালমতই দেখা গিয়েছে ফ্যাশন ডিজাইনারকে । তবে আসানসোলে আসন্ন উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে জিতেন্দ্র তেওয়ারির নাম ভাসছিল হাওয়ায় ৷ কিন্তু শেষ ল্যাপে বাজিমার করে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সম্মুখসমরে অগ্নিমিত্রা ৷ এখন দেখার হাতের তালুর মত চেনা আসানসোলে একদা বলিউডের দাপুটে অভিনেতাকে তাঁর ভাষায় 'খামোশ' বলতে পারেন কি না ফ্যাশন ডিজাইনার ৷

আরও পড়ুন : আসানসোল-বালিগঞ্জ উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা বামফ্রন্টের

অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে লড়াইয়ে একেবারে নতুন মুখে ভরসা রেখেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে লড়বেন প্রাক্তন সাংবাদিক কেয়া ঘোষ (Keya Ghosh to fight against Babul Supriyo in Ballygunge constituency)। মহিলা মোর্চার সহ-সভাপতি হিসাবে দায়িত্ব সামলানোর পাশাপাশি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলেছেন কেয়া। অভিজাত এলাকায় নির্বাচনী লড়াইয়ে তাই নবাগতাকে নামিয়েই বাজিমাত করার লক্ষ্যে পদ্ম শিবির। বালিগঞ্জে কেয়ার প্রতিদ্বন্দ্বিতা সিপিআইএমের সায়রা শাহ হালিমের সঙ্গেও। প্রার্থী হওয়ার পর কেয়া ঘোষ বলেন, "জামা বদলের মত বাবুল সুপ্রিয় দল বদল করেন। ওনার বিরুদ্ধে জয়লাভের ব্যাপারে আমি 100 শতাংশ আশাবাদী।"

কলকাতা, 18 মার্চ : বালিগঞ্জ ও আসানসোলে উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করল বিজেপি। দুই কেন্দ্রে দুই মহিলা প্রার্থীর উপরেই আস্থা রাখল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP announces candidates for Asansol and Ballygunge bye poll) ৷ বিধায়ক ছিলেনই, এবার আসানসোলে লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হওয়ার লড়াইয়ে অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul to fight from Asansol in upcoming bye poll)। অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে কেয়া ঘোষকে প্রার্থী করল বিজেপি।

বিজেপি সূত্রে খবর, মহিলা মোর্চার নেত্রীর পর আসানসোল দক্ষিণের বিধায়ক পদে ভাল কাজের পুরস্কার পেলেন অগ্নিমিত্রা পাল। আসনসোল পৌরসভায় প্রাক-নির্বাচন পর্বে শাসক শিবিরের সঙ্গে লড়াইয়ের ময়দানে ভালমতই দেখা গিয়েছে ফ্যাশন ডিজাইনারকে । তবে আসানসোলে আসন্ন উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে জিতেন্দ্র তেওয়ারির নাম ভাসছিল হাওয়ায় ৷ কিন্তু শেষ ল্যাপে বাজিমার করে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সম্মুখসমরে অগ্নিমিত্রা ৷ এখন দেখার হাতের তালুর মত চেনা আসানসোলে একদা বলিউডের দাপুটে অভিনেতাকে তাঁর ভাষায় 'খামোশ' বলতে পারেন কি না ফ্যাশন ডিজাইনার ৷

আরও পড়ুন : আসানসোল-বালিগঞ্জ উপ-নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা বামফ্রন্টের

অন্যদিকে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে লড়াইয়ে একেবারে নতুন মুখে ভরসা রেখেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে লড়বেন প্রাক্তন সাংবাদিক কেয়া ঘোষ (Keya Ghosh to fight against Babul Supriyo in Ballygunge constituency)। মহিলা মোর্চার সহ-সভাপতি হিসাবে দায়িত্ব সামলানোর পাশাপাশি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব সামলেছেন কেয়া। অভিজাত এলাকায় নির্বাচনী লড়াইয়ে তাই নবাগতাকে নামিয়েই বাজিমাত করার লক্ষ্যে পদ্ম শিবির। বালিগঞ্জে কেয়ার প্রতিদ্বন্দ্বিতা সিপিআইএমের সায়রা শাহ হালিমের সঙ্গেও। প্রার্থী হওয়ার পর কেয়া ঘোষ বলেন, "জামা বদলের মত বাবুল সুপ্রিয় দল বদল করেন। ওনার বিরুদ্ধে জয়লাভের ব্যাপারে আমি 100 শতাংশ আশাবাদী।"

Last Updated : Mar 18, 2022, 9:38 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.