ETV Bharat / city

পোস্তয় মেশানো হচ্ছে পাখির খাবার! - পোস্তয় পাখির খাওয়ার

পোস্তর সঙ্গে পাখির খাওয়ার মিশিয়ে রমরমিয়ে ব্যবসা হরিয়ানা ট্রেডার্সের গোডাউনে ৷ খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ ৷ উদ্ধার হয় 100 কেজি পাখির খাওয়ার, 200 কেজি সুজি, 30 কেজি আসল পোস্ত সহ নামি ব্র্যান্ডের প্যাকেট ও সিল করার মেশিন৷

burrabazar posto story
পোস্তোয় মেশানো হচ্ছে পাখির খাবার- খবর পেয়ে বড়বাজারের পোস্তা এলাকায় তল্লাসি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
author img

By

Published : Feb 6, 2020, 3:16 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: বড়বাজারের পোস্তা এলাকায় 8B বড়োদা ঠাকুর লেনে হরিয়ানা ট্রেডার্সের গোডাউনে চলছিল ভেজাল পোস্তর ব্যাবসা৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সেখানে হানা দেয় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷ গোডাউন থেকে 100 কেজি পাখির খাওয়ার, 200 কেজি সুজি, 30 কেজি আসল পোস্ত উদ্ধার করে৷

পুলিশের অনুমান, পোস্তর সঙ্গে এই ধরণের পদার্থ মিশিয়ে সেগুলো নামি ব্র্যান্ডের প্যাকেটে ভরে বাজারে চালান করত এই চক্র৷ এছাড়াও উদ্ধার করা হয় নামি-দামী ব্র্যান্ডের প্যাকেট ও সিল করার মেশিন৷

ভেজাল পোস্ত ল্যাবরেটোরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট আসার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷

কলকাতা, 5 ফেব্রুয়ারি: বড়বাজারের পোস্তা এলাকায় 8B বড়োদা ঠাকুর লেনে হরিয়ানা ট্রেডার্সের গোডাউনে চলছিল ভেজাল পোস্তর ব্যাবসা৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সেখানে হানা দেয় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷ গোডাউন থেকে 100 কেজি পাখির খাওয়ার, 200 কেজি সুজি, 30 কেজি আসল পোস্ত উদ্ধার করে৷

পুলিশের অনুমান, পোস্তর সঙ্গে এই ধরণের পদার্থ মিশিয়ে সেগুলো নামি ব্র্যান্ডের প্যাকেটে ভরে বাজারে চালান করত এই চক্র৷ এছাড়াও উদ্ধার করা হয় নামি-দামী ব্র্যান্ডের প্যাকেট ও সিল করার মেশিন৷

ভেজাল পোস্ত ল্যাবরেটোরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট আসার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷

Intro:কলকাতা, 5 ফেব্রুয়ারি: আলু পোস্ত হোক কিম্বা চিংড়ি মাছের মালাইকারি। পোস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। বাঙালির অত্যন্ত প্রিয় বটে। সেই পোস্তোর দাম এখন আকাশ ছোঁয়া। চৌদ্দশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পোস্ত। তার পরেও আসলে পৌঁছাচ্ছে না খাঁটি জিনিস। তার প্রমাণ পাওয়া গেল আজ। বড়বাজারের পোস্তা এলাকায় পোস্তর সঙ্গে মেশানো হচ্ছে ভেজাল। খবর ছিল কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাছে। সেই সূত্রেই আজ সেখানে চালানো হয় তল্লাশি। সেখানে যা চলছে তা দেখে চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের। উদ্ধার হয়েছে পোস্তর ভেজাল। তা পাঠানো হয়েছে ল্যাবরেটরীতে। টেস্টের রিপোর্ট আসার পরেই নেয়া হবে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ।



Body:8বি বড়োদা ঠাকুর লেনে হরিয়ানা ট্রেডার্সের গোডাউনে চলছে বেআইনি কাজ। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গোপন সূত্রে খবর পায়। সেই সূত্রেই আজ চালানো হয় তল্লাশি। সেখানে 75 কেজি ভেজাল পোস্ত উদ্ধার করে পুলিশ। তদন্তকারীরা বুঝতে পারেন পোস্তর সঙ্গে পাখির খাবার, সুজি মিশিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল পোস্ত। গোডাউনে 100 কেজি পাখির খাবার, 200 কেজি সুজি, 30 কেজি আসল পোস্ত পাওয়া মায়। ওই ভেজাল পোস্ত গুরু, কোহিনুর, সোনা চাঁদি, জে এইচের মতো ব্র্যান্ড নামের পাউচ প্যাকেটে ভরে চালান করা হতো বাজারে। সেখানে এই ধরনের ব্র্যান্ডের পাউচ প্যাকেট এবং সেগুলি সিল করার মেশিন উদ্ধার হয়।


Conclusion:ভেজাল প্রস্তাব স্যাম্পেল ইতিমধ্যেই পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সূত্রে খবর, সেই পরীক্ষার রিপোর্ট আসার পরেই দায়ের করা হবে মামলা। ওই গোডাউনের মালিক কুশল গোয়েলকে আপাতত গ্রেপ্তার করেনি গোয়েন্দারা। হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার বাসিন্দা 45 বছরের ওই ব্যক্তিকে শহর ছাড়তে নিষেধ করা হয়েছে বলে খবর। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ জানিয়ে দিয়েছে টেস্ট রিপোর্ট আসার পরেই নেওয়া হবে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ। সে ক্ষেত্রে মসলা মিশিয়ে লোক ঠকানোর কারবারের জন্য কুশলকে গ্রেপ্তার করা হতে পারে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.