কলকাতা, 5 ফেব্রুয়ারি: বড়বাজারের পোস্তা এলাকায় 8B বড়োদা ঠাকুর লেনে হরিয়ানা ট্রেডার্সের গোডাউনে চলছিল ভেজাল পোস্তর ব্যাবসা৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সেখানে হানা দেয় কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ৷ গোডাউন থেকে 100 কেজি পাখির খাওয়ার, 200 কেজি সুজি, 30 কেজি আসল পোস্ত উদ্ধার করে৷
পুলিশের অনুমান, পোস্তর সঙ্গে এই ধরণের পদার্থ মিশিয়ে সেগুলো নামি ব্র্যান্ডের প্যাকেটে ভরে বাজারে চালান করত এই চক্র৷ এছাড়াও উদ্ধার করা হয় নামি-দামী ব্র্যান্ডের প্যাকেট ও সিল করার মেশিন৷
ভেজাল পোস্ত ল্যাবরেটোরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ সেই রিপোর্ট আসার পরেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে ৷