কলকাতা, 9 জুন: রাজ্যের অনুমতি ছাড়া বিনয় মিশ্রর বিরুদ্ধে সিবিআই কীভাবে ব্যবস্থা নিতে পারে সেই প্রশ্ন তুললেন বিনয় মিশ্রের আইনজীবী অভিষেক মনু সিংভি । কলকাতা হাইকোর্টে হওয়া শুনানিতে বিনয় মিশ্রের তরফে আইনজীবী অভিষেক মনু সিংভি জানান,"বিনয় মিশ্রর বিরুদ্ধে সিবিআই-এর অভিযোগের অনেক আগেই দেশ ছেড়েছেন বিনয় । তিনি যখন দেশ ছাড়েন এই মামলার ব্যাপারে কিছুই জানতেন না তিনি।" মনু সিংভি প্রশ্ন তোলেন ,"আমার মক্কেলের বিরুদ্ধে কোনও তথ্য-প্রমাণ নেই, একটা হাতে লেখা নোট ছাড়া । কিন্তু হাতে লেখা নোটের কোনও আইনি মূল্য আছে কী ? বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে আগামিকাল ফের শুনানি হবে এই মামলার ।
করোনা পরিস্থিতিতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য শোনার আর্জি জানিয়ে গত 7 জুন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গোরু পাচার, কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত যুব তৃণমূল নেতা বিনয় মিশ্র । পাশাপাশি তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিলেন তাঁর আইনজীবী । যদিও কলকাতা হাইকোর্ট আগের রায়ের কোনও পরিবর্তন করেনি । আজ থেকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে শুরু হয়েছে সেই মামলার শুনানি ।
আরও পড়ুন: লোকসভার ওয়েবসাইটে বিবাহিত নুসরত, আইনও বলছে বিয়ে বৈধ
7 জুন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে বিনয় মিশ্রের আইনজীবী অভিষেক মনু সিংভি জানিয়েছিলেন, "2018 সালের 5 সেপ্টেম্বর থেকে বিনয় মিশ্র অন্য দেশের বাসিন্দা । তারপরও তাঁর বিরুদ্ধে মামলা করেছে সিবিআই । এফআইআর-এ বিনয় মিশ্রর নাম নেই ৷ তাঁর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ এখনও প্রত্যাহার করা হয়নি । করোনা পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ ভিডিয়ো কনফারেন্সে মামলার অনুমতি দিয়েছে অভিযুক্তদের । বিনয় মিশ্রকেও সেই সুযোগ দেওয়া হোক ।" যদিও বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিনয় মিশ্রের আবেদনে এখনও সাড়া দেননি । আগামীকাল সকালে ফের শুনানি রয়েছে এই মামলার ।