ETV Bharat / city

Biman Bose : বিদ্যাসাগরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর রাজনীতি করা অনুচিত : বিমান বসু - বিমান বসু

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে (Ishwar Chandra Vidyasagar) নিয়ে টুইট করায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) নিন্দা করলেন বিমান বসু (Biman Bose) ৷ বললেন, রাজনৈতিক স্বার্থের জায়গা থেকেই এমনটা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যা করা মোটেও উচিত হয়নি ৷

Biman Bose slams Amit Shah
Biman Bose slams Amit Shah
author img

By

Published : Sep 26, 2021, 4:32 PM IST

কলকাতা, 26 সেপ্টেম্বর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করা মোটেই ভাল নয় । রবিবার বিদ্যাসাগরের 202তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এভাবেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটের সমালোচনা করলেন বিমান বসু (Biman Bose) । তাঁর মতে, "যাঁরা বিদ্যাসাগরের স্মৃতিকে ম্লান করতে চায়, তাঁরা যখন বিদ্যাসাগরের স্তুতি করে, তখন বুঝতে হবে তাঁদের রাজনৈতিক স্বার্থ আছে । সেটা মোটেই ভাল নয় । বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করা অনুচিত । সেকাজে কারও অংশগ্রহণ করাও উচিত নয় । তা যদি স্বরাষ্ট্রমন্ত্রী করে থাকেন তাহলে ঠিক করেননি ।"

রাজনৈতিক ভোটের কারিগর প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ভবানীপুরের ভোটার হওয়া নিয়ে রাজ্য রাজনীতি সরগরম । বিজেপি ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে । কিন্তু বামফ্রন্ট চেয়ারম্যান নির্বাচন কমিশনের আইন দেখে সমালোচনার পথে হাঁটতে চান । এনিয়ে বিমানের মন্তব্য, "নিয়ম অনুসারে যদি কোনও ব্যক্তি সংশ্লিষ্ট অঞ্চলে ছ'মাস রাত্রিবাস করেন তাহলে তিনি সেই অঞ্চলের ভোটার হওয়ার যোগ্য । আমার নিজের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছে । বালিগঞ্জ থেকে আলিমুদ্দিনের ভোটার হওয়ার জন্য আমাকে নথি দাখিল করতে হয়েছিল । এখন প্রশান্ত কিশোর যদি ছ'মাস রাত্রিবাস করে থাকেন তাহলে সমস্যা নেই ৷"

স্বরাষ্ট্রমন্ত্রীর নিন্দায় বিমান বসু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোম সফর বিদেশ মন্ত্রক বাতিল করেছে । এই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান মন্তব্য করতে রাজি নন । বলেন, "বিষয়টি আমার জানা নেই ।" সোমবার দেশজুড়ে কৃষক সভা বনধ ডেকেছে । বিমান বসু জানান, তাঁরা বনধ সমর্থন করছেন । এবং পথে নেমেই সমর্থন করবেন এবং তার জন্য শহর গ্রামে প্রস্তুতি চলছে ।

বৃষ্টিতে জমা জলে তড়িতাহত হয়ে কুড়িজনের মৃত্যুর জন্য শাসকদলকে সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি অনলাইনে শিক্ষা স্কুলছুটের সংখ্যা ফের বাড়িয়েছে বলে দাবি করেছেন। যা বিদ্যাসাগরের জন্মদিনে দৃষ্টিকটু ।

আরও পড়ুন : Biman Bose: তৃণমূলের সঙ্গে জোট থাকলে বামেদের গায়ে ফোসকা পড়বে না : বিমান বসু

কলকাতা, 26 সেপ্টেম্বর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করা মোটেই ভাল নয় । রবিবার বিদ্যাসাগরের 202তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এভাবেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটের সমালোচনা করলেন বিমান বসু (Biman Bose) । তাঁর মতে, "যাঁরা বিদ্যাসাগরের স্মৃতিকে ম্লান করতে চায়, তাঁরা যখন বিদ্যাসাগরের স্তুতি করে, তখন বুঝতে হবে তাঁদের রাজনৈতিক স্বার্থ আছে । সেটা মোটেই ভাল নয় । বিদ্যাসাগরকে নিয়ে রাজনীতি করা অনুচিত । সেকাজে কারও অংশগ্রহণ করাও উচিত নয় । তা যদি স্বরাষ্ট্রমন্ত্রী করে থাকেন তাহলে ঠিক করেননি ।"

রাজনৈতিক ভোটের কারিগর প্রশান্ত কিশোরের (Prashant Kishor) ভবানীপুরের ভোটার হওয়া নিয়ে রাজ্য রাজনীতি সরগরম । বিজেপি ইতিমধ্যে প্রতিক্রিয়া দিয়েছে । কিন্তু বামফ্রন্ট চেয়ারম্যান নির্বাচন কমিশনের আইন দেখে সমালোচনার পথে হাঁটতে চান । এনিয়ে বিমানের মন্তব্য, "নিয়ম অনুসারে যদি কোনও ব্যক্তি সংশ্লিষ্ট অঞ্চলে ছ'মাস রাত্রিবাস করেন তাহলে তিনি সেই অঞ্চলের ভোটার হওয়ার যোগ্য । আমার নিজের ক্ষেত্রেও একই অভিজ্ঞতা হয়েছে । বালিগঞ্জ থেকে আলিমুদ্দিনের ভোটার হওয়ার জন্য আমাকে নথি দাখিল করতে হয়েছিল । এখন প্রশান্ত কিশোর যদি ছ'মাস রাত্রিবাস করে থাকেন তাহলে সমস্যা নেই ৷"

স্বরাষ্ট্রমন্ত্রীর নিন্দায় বিমান বসু

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) রোম সফর বিদেশ মন্ত্রক বাতিল করেছে । এই প্রসঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান মন্তব্য করতে রাজি নন । বলেন, "বিষয়টি আমার জানা নেই ।" সোমবার দেশজুড়ে কৃষক সভা বনধ ডেকেছে । বিমান বসু জানান, তাঁরা বনধ সমর্থন করছেন । এবং পথে নেমেই সমর্থন করবেন এবং তার জন্য শহর গ্রামে প্রস্তুতি চলছে ।

বৃষ্টিতে জমা জলে তড়িতাহত হয়ে কুড়িজনের মৃত্যুর জন্য শাসকদলকে সমালোচনা করেছেন তিনি। পাশাপাশি অনলাইনে শিক্ষা স্কুলছুটের সংখ্যা ফের বাড়িয়েছে বলে দাবি করেছেন। যা বিদ্যাসাগরের জন্মদিনে দৃষ্টিকটু ।

আরও পড়ুন : Biman Bose: তৃণমূলের সঙ্গে জোট থাকলে বামেদের গায়ে ফোসকা পড়বে না : বিমান বসু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.