কলকাতা, 16 সেপ্টেম্বর : শাসকের পোস্টার প্রদর্শনকে আদৌও ভালোভাবে নিচ্ছেন না অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) । গতকালের শাসক ও বিরোধীদের পোস্টার যুদ্ধ নিয়ে শুক্রবার মুখ খুললেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । সেখানে বিরোধী নয় শাসকদলকেই আরও বেশি দায়িত্বশীল হওয়ার কথা বললেন তিনি ৷
গতকাল, বৃহস্পতিবার বিধানসভার অন্দরে ‘চোর চোর’ স্লোগান শোনা যায় বিরোধীদের মুখ থেকে । পঞ্চায়েতের দুর্নীতি নিয়ে মুলতুবি প্রস্তাব খারিজ হয়ে যাওয়ার পরই এই নিয়ে সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ বিরোধী বিধায়কেরা । ঠিক সে সময় পাল্টা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন শাসক বিধায়কেরা ।
হাতে পোস্টার নিয়ে তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন শাসক পক্ষ । আর সেই তালিকায় যুক্ত হতে দেখা যায় শাসকদলের মন্ত্রী ও বিধায়কদের । হাতে পোস্টারে লেখা, ‘ডোন্ট টাচ মাই বডি’ । আর বিধানসভায় (Bengal Assembly) যখন এসব ঘটনা ঘটছে, সেই সময় উপস্থিত ছিল তিন থেকে চারটি স্কুলের ছোট ছোট ছাত্রছাত্রীরা । খুব স্বাভাবিকভাবেই এই বিক্ষোভ চলাকালীন তারা অধ্যক্ষের কোনও কথাই শোনেননি ।
শুক্রবার এসব নিয়েই মুখ খুললেন বিমান বন্দোপাধ্যায় । তিনি বললেন, ‘‘বিধানসভার ভিতরে সদস্যেরা কেমন ব্যবহার করবেন, তা আচরণবিধিতে স্পষ্ট লেখা রয়েছে । মাননীয় সদস্যদের বারবার বলা সত্ত্বেও তাঁরা সেটা মানতে চাইছেন না । মাঝে মাঝে মনে হয়, আমি খুব কড়া পদক্ষেপ করতেই পারি, কিন্তু তাতে বিধানসভার কাজকর্মের ক্ষতি হবে । সারা ভারতে বিভিন্ন বিধানসভায় এ ধরনের বিধি ভাঙার প্রবণতা রয়েছে, যা আমি উচিত বলে মনে করি না । পরিষদীয় গণতন্ত্রের পক্ষে বিষয়টি ভালোও নয় ।’’
এদিন সরকার পক্ষকে তার দায়িত্বের কথা মনে করিয়ে দেন অধ্যক্ষ ৷ তিনি বলেন, ‘‘বিধানসভা বিরোধীদের জায়গা । বিরোধীরা তো হইচই করবেই । তবে সরকার পক্ষের কাছে এসব প্রত্যাশিত নয় ।’’ তিনি এদিন সব পক্ষকেই এ ধরনের আচরণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন । একই সঙ্গে তিনি মনে করেন পরিষদীয় কাজকর্মে সকলের সহযোগিতা প্রয়োজন ৷
এদিন অধ্যক্ষ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিধানসভার বাইরে শাসক এবং বিরোধীরা তাতে তিনি নাক গলাতে রাজি নন । তবে তিনি জানিয়েছেন, রাজনীতির ক্ষেত্রে বিরোধীদের যেমন প্রতিবাদের অধিকার রয়েছে, ঠিক শাসকেরও একইভাবে তার জবাব দেওয়ার অধিকার আছে । তাঁর কথায়, ‘‘বিধানসভার বাইরের কথা নিয়ে আমি কিছু বলব না ।’’
আরও পড়ুন : নবান্ন অভিযান নিয়ে মুলতুবি প্রস্তাব প্রত্যাখ্যান অধ্যক্ষের, অথচ প্রতিবাদই করল না বিজেপি