ETV Bharat / city

Bikash on Mamata: 'কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন' বিকাশরঞ্জনকে আক্রমণ মমতার, পালটা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র - Bikash on Mamata

মমলার কারণেই রাজ্যে বহু নিয়োগ আটকে রয়েছে বলে এদিন অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সূত্রেই তিনি আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করেন এদিন (Mamata Banerjee attacks ex kolkata mayor Bikash Ranjan Bhattacharya) ৷

mamata attacks bikash
বিকাশরঞ্জনকে আক্রমণ মমতার
author img

By

Published : Jul 21, 2022, 7:01 PM IST

কলকাতা, 21 জুলাই: 'কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন?' বৃহস্পতিবার শহিদ দিবসের মঞ্চ থেকে সিপিএমের আইনজীবী নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এভাবেই দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিকাশরঞ্জনকে মুখ্যমন্ত্রীর এদিনের এই আক্রমণ বঙ্গ রাজনীতিতে নয়া মত্রা যোগ করেছে ৷

21 জুলাইয়ের সভামঞ্চ থেকে এদিন নিজেই বিভিন্ন মামলার জেরে শিক্ষক-সহ বিভিন্ন চাকরির নিয়োগ আটকে থাকার প্রসঙ্গটি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মামলার জন্য তিনি নিশানা করেন বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Mamata Banerjee attacks ex kolkata mayor Bikash Ranjan Bhattacharya) ৷ মুখ্যমন্ত্রী বলেন, "মামলা চলার কারণেই চাকরি দিতে পারছি না ।" সিপিএম আমলে চাকরি বিক্রি হতো দেড় লাখ টাকায়, এমন অভিযোগও করেন মমতা ৷ এরপরেই কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, "সাধু পুরুষ! ভাজা মাছটা উলটে খেতে জানেন না এমন ভাব করেন । আপনার আমলে কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন ? যাঁদের সার্টিফিকেট দিয়েছিলেন তাঁরা কী পাওয়ার যোগ্য ছিল? ফাইলটা একটু খুলুন । আপনি দেখবেন না আমি দেখাব? আমরা বলেছি, বদলা নয় বদল চাই ৷"

পালটা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র

আরও পড়ুন: রামকৃষ্ণ তৃণমূল ! শহিদ দিবসে বেফাঁস মমতার দল বিদ্ধ বিরোধীদের সমালোচনায়

"বিকাশবাবুরা এত কুটুস কুটুস করে কেন?" বৃহস্পতিবার এই মন্তব্যও করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর এই অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন,"উনি যেটা বলেছেন সেটা নিয়ে উনি একটা তদন্ত কমিটি তৈরি করুন । যার মাথায় থাকবেন উনি । অর্থাৎ তদন্ত কমিটির উনি হবেন চেয়ারপার্সন । উনি একটা রিপোর্ট 15 দিনের মধ্যে প্রকাশ করবেন । না-হলে উনি পাগলাগারদে যাবেন । উনি 15 দিনের মধ্যে রিপোর্ট হাজির করতে পারলে আমি এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো ।"

কলকাতা, 21 জুলাই: 'কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন?' বৃহস্পতিবার শহিদ দিবসের মঞ্চ থেকে সিপিএমের আইনজীবী নেতা তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে এভাবেই দুর্নীতির অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিকাশরঞ্জনকে মুখ্যমন্ত্রীর এদিনের এই আক্রমণ বঙ্গ রাজনীতিতে নয়া মত্রা যোগ করেছে ৷

21 জুলাইয়ের সভামঞ্চ থেকে এদিন নিজেই বিভিন্ন মামলার জেরে শিক্ষক-সহ বিভিন্ন চাকরির নিয়োগ আটকে থাকার প্রসঙ্গটি তোলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মামলার জন্য তিনি নিশানা করেন বিকাশরঞ্জন ভট্টাচার্যকে (Mamata Banerjee attacks ex kolkata mayor Bikash Ranjan Bhattacharya) ৷ মুখ্যমন্ত্রী বলেন, "মামলা চলার কারণেই চাকরি দিতে পারছি না ।" সিপিএম আমলে চাকরি বিক্রি হতো দেড় লাখ টাকায়, এমন অভিযোগও করেন মমতা ৷ এরপরেই কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, "সাধু পুরুষ! ভাজা মাছটা উলটে খেতে জানেন না এমন ভাব করেন । আপনার আমলে কাদের বার্থ সার্টিফিকেট দিয়েছিলেন ? যাঁদের সার্টিফিকেট দিয়েছিলেন তাঁরা কী পাওয়ার যোগ্য ছিল? ফাইলটা একটু খুলুন । আপনি দেখবেন না আমি দেখাব? আমরা বলেছি, বদলা নয় বদল চাই ৷"

পালটা দিলেন কলকাতার প্রাক্তন মেয়র

আরও পড়ুন: রামকৃষ্ণ তৃণমূল ! শহিদ দিবসে বেফাঁস মমতার দল বিদ্ধ বিরোধীদের সমালোচনায়

"বিকাশবাবুরা এত কুটুস কুটুস করে কেন?" বৃহস্পতিবার এই মন্তব্যও করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রীর এই অভিযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন,"উনি যেটা বলেছেন সেটা নিয়ে উনি একটা তদন্ত কমিটি তৈরি করুন । যার মাথায় থাকবেন উনি । অর্থাৎ তদন্ত কমিটির উনি হবেন চেয়ারপার্সন । উনি একটা রিপোর্ট 15 দিনের মধ্যে প্রকাশ করবেন । না-হলে উনি পাগলাগারদে যাবেন । উনি 15 দিনের মধ্যে রিপোর্ট হাজির করতে পারলে আমি এক হাঁড়ি রসগোল্লা খাওয়াবো ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.