ETV Bharat / city

আজ সকাল থেকেই শহরে বন্ধ হচ্ছে জোড়া সেতু, জেনে নিন কোন পথে যান চলাচল - বিজন সেতু

আজ 14 মে সকাল ন'টা থেকে বন্ধ করে দেওয়া হবে চেতলা ব্রিজ। বন্ধ থাকবে 18 মে সকাল 5 টা পর্যন্ত। এই সময় সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ চলবে। এই সময় CMDA এর তরফে চালানো হবে স্ট্যাটিক লোড টেস্ট, ডাইনামিক লোড টেস্ট, বেনক‍্যালমেন বিয়ার বিম ডিফ্লেকশন টেস্ট। ফলে ব্রিজ দুটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। চেতলা ব্রিজ বন্ধ থাকার কারণে পশ্চিম মুখী রাসবিহারি অ্যাভিনিউয়ের দিক থেকে আসা গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে রাসবিহারি অ্যাভিনিউ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ক্রসিং থেকে হাজরা মোড় ও আলিপুর রোড ধরতে পারবে। পূর্বমুখী ট্রাফিক গুলিকে আলিপুর রোড চেতলা সেন্ট্রাল রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে আলিপুর রোড-দুর্গাপুর ব্রিজের দিকে কিংবা আলিপুর রোড-রাজা সন্তোষ রোড বর্ধমান রোডের দিকে। অন্যান্য নিয়ন্ত্রণগুলি যেমন ছিল তেমনই থাকবে।

two bridge
বিজন সেতু
author img

By

Published : May 14, 2020, 1:10 AM IST

কলকাতা, 13 মে: আজ সকাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা দুটি সেতু। বন্ধ হচ্ছে বিজন সেতু, একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য পরীক্ষা হবে চেতলা RCC ব্রিজের। ফলে রুবি বাইপাস থেকে সরাসরি গড়িয়াহাট পৌঁছানো যেমন যাবে না, তেমনি ব্যবহার করা যাবে না চেতলার RCC ব্রিজটি। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষজনকে ধরতে হবে অন্য পথ। জেনে নিন কোন পথে হবে যান চলাচল।

আগামীকাল 14 মে সকাল ন'টা থেকে বন্ধ করে দেওয়া হবে চেতলা ব্রিজ। বন্ধ থাকবে 18 মে সকাল 5 টা পর্যন্ত। এই সময় সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ চলবে। এই সময় CMDA এর তরফে চালানো হবে স্ট্যাটিক লোড টেস্ট, ডাইনামিক লোড টেস্ট, বেনক‍্যালমেন বিয়ার বিম ডিফ্লেকশন টেস্ট। ফলে ব্রিজ দুটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। চেতলা ব্রিজ বন্ধ থাকার কারণে পশ্চিম মুখী রাসবিহারি অ্যাভিনিউয়ের দিক থেকে আসা গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে রাসবিহারি অ্যাভিনিউ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ক্রসিং থেকে হাজরা মোড় ও আলিপুর রোড ধরতে পারবে। পূর্বমুখী ট্রাফিক গুলিকে আলিপুর রোড চেতলা সেন্ট্রাল রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে আলিপুর রোড-দুর্গাপুর ব্রিজের দিকে কিংবা আলিপুর রোড-রাজা সন্তোষ রোড বর্ধমান রোডের দিকে। অন্যান্য নিয়ন্ত্রণ যেমন ছিল তেমনই থাকবে।

তবে কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ বিজন সেতু বন্ধ রাখা। আজ ভোর ছয়টা থেকে বন্ধ হচ্ছে এই ব্রিজ। যদিও লকডাউনের জেরে এখন শহরের পথে নামছে অনেক কম গাড়ি, তবুও এই ব্রিজের গুরুত্বের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ট্রাফিক প্ল্যান। কসবা অঞ্চলের বাসিন্দাদের ছাড়া রুবি থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বাইপাস দিয়েই। গড়িয়াহাটের দিক থেকেও একই ব্যবস্থা। এই সময় ব্যবহার করা যাবে যাদবপুরে জীবনানন্দ সেতু কিংবা পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজ। তবে আশার কথা টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ আজ ভোর পাঁচটা থেকে খুলে যাচ্ছে।

কলকাতা, 13 মে: আজ সকাল থেকেই বন্ধ হয়ে যাচ্ছে কলকাতা দুটি সেতু। বন্ধ হচ্ছে বিজন সেতু, একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে স্বাস্থ্য পরীক্ষা হবে চেতলা RCC ব্রিজের। ফলে রুবি বাইপাস থেকে সরাসরি গড়িয়াহাট পৌঁছানো যেমন যাবে না, তেমনি ব্যবহার করা যাবে না চেতলার RCC ব্রিজটি। জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষজনকে ধরতে হবে অন্য পথ। জেনে নিন কোন পথে হবে যান চলাচল।

আগামীকাল 14 মে সকাল ন'টা থেকে বন্ধ করে দেওয়া হবে চেতলা ব্রিজ। বন্ধ থাকবে 18 মে সকাল 5 টা পর্যন্ত। এই সময় সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ চলবে। এই সময় CMDA এর তরফে চালানো হবে স্ট্যাটিক লোড টেস্ট, ডাইনামিক লোড টেস্ট, বেনক‍্যালমেন বিয়ার বিম ডিফ্লেকশন টেস্ট। ফলে ব্রিজ দুটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। চেতলা ব্রিজ বন্ধ থাকার কারণে পশ্চিম মুখী রাসবিহারি অ্যাভিনিউয়ের দিক থেকে আসা গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হবে রাসবিহারি অ্যাভিনিউ এবং শ্যামাপ্রসাদ মুখার্জি রোড ক্রসিং থেকে হাজরা মোড় ও আলিপুর রোড ধরতে পারবে। পূর্বমুখী ট্রাফিক গুলিকে আলিপুর রোড চেতলা সেন্ট্রাল রোড ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে আলিপুর রোড-দুর্গাপুর ব্রিজের দিকে কিংবা আলিপুর রোড-রাজা সন্তোষ রোড বর্ধমান রোডের দিকে। অন্যান্য নিয়ন্ত্রণ যেমন ছিল তেমনই থাকবে।

তবে কলকাতা পুলিশের কাছে বড় চ্যালেঞ্জ বিজন সেতু বন্ধ রাখা। আজ ভোর ছয়টা থেকে বন্ধ হচ্ছে এই ব্রিজ। যদিও লকডাউনের জেরে এখন শহরের পথে নামছে অনেক কম গাড়ি, তবুও এই ব্রিজের গুরুত্বের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ট্রাফিক প্ল্যান। কসবা অঞ্চলের বাসিন্দাদের ছাড়া রুবি থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে বাইপাস দিয়েই। গড়িয়াহাটের দিক থেকেও একই ব্যবস্থা। এই সময় ব্যবহার করা যাবে যাদবপুরে জীবনানন্দ সেতু কিংবা পার্ক সার্কাসের চার নম্বর ব্রিজ। তবে আশার কথা টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ আজ ভোর পাঁচটা থেকে খুলে যাচ্ছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.