বিধাননগর, 24 ডিসেম্বর : বড়দিনের আগে বড় চমক দিল বিধাননগর কমিশনারেট (Bidhannagar police starts a winners team to give security from women harassments )। এর আগে একাধিকবার বিধাননগর থেকে সামনে এসেছে মহিলা হেনস্থার ঘটনা ৷ তার ওপর বড়দিন থেকে শুরু করে 31 ডিসেম্বর অবধি ভিড় বাড়বে কলকাতার বিভিন্ন এলাকায় ৷ আর তাই নারী সুরক্ষার কথা মাথায় রেখে এবার সল্টলেকের রাস্তায় নামল উইনার্স টিম । কলকাতা পুলিশের আদলেই তৈরি করা হয়েছে এই মহিলা উইনার্স টিমকে ।
বিধাননগর সিটি পুলিশ সূত্রের খবর, মূলত বড়দিন এবং ৩১ ডিসেম্বরকে মাথায় রেখেই এই উইনার্স টিম বানানো হয়েছে । আজ এই বিশেষ বাহিনীর উদ্বোধন করেন বিধাননগর সিটি পুলিশের নগরপাল সুপ্রতিম সরকার । সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি কমিশনারেট ও জেলা পুলিশে মহিলাদের উইনার্স টিম গড়ার কথা জানান । তারপরেই এই উদ্যোগ নিল বিধাননগর কমিশনারেট ।
আরও পড়ুন : সালানপুরে ছিনতাইবাজকে হাতেনাতে ধরল পুলিশ
সূত্রের খবর, এই উইনার্স টিম গড়া হয়েছে কলকাতা পুলিশের কায়দায় । সল্টলেকের একাধিক আইটি সেক্টরের রাস্তায় টহল দেবে এই টিম । বড়দিন ও ৩১ ডিসেম্বর সল্টলেকের একাধিক পার্কের বাইরে ও মহিলা কলেজের বাইরে মহিলাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে এই উইনার্স টিম ৷ উৎসবের মধ্যে যাতে কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হতে না হয়, সেই কারণেই এই পদক্ষেপ বিধাননগর কমিশনারেটের ।