কলকাতা, 23 অগস্ট : সম্প্রতি উত্তর 24 পরগনার শাসন থানা এলাকার খড়িবাড়ি থেকে আল কায়দা জঙ্গি (Al Qaeda Terrorist) সন্দেহে গ্রেফতার হয়েছে দুই ব্যক্তি কাজি এহেসান এবং আব্দুল রাকিব । তাদের গ্রেফতার করেছেন রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা (STF) । ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক সন্দেহভাজন নথিপত্র, লিফলেট এবং বেশ কিছু মোবাইল ফোন । তাছাড়াও ধৃত আব্দুর রাকিব এবং কাজি এহেসানকে দফায় দফায় জেরা করেছে এসটিএফ ৷ সেই জেরায় মিলছে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য । তাই এই ঘটনায় এবার রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের সঙ্গে যোগাযোগ করল মধ্যপ্রদেশের ভোপাল (Bhopal Police) এবং তেলঙ্গানা পুলিশ ।
যদিও এই নিয়ে স্পেশাল টাস্ক ফোর্সের কেউই মুখ খুলতে নারাজ ৷ তবে একটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে ৷ তবে ভিনরাজ্যের পুলিশ ঠিক কী জানতে চেয়েছে, তা এখনও পর্যন্ত জানা যায়নি ৷
এই বিষয়ে এসটিএফের একজন উচ্চপদস্থ আধিকারিক জানান যে জঙ্গি সন্দেহে কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হলে ভিনরাজ্যের গোয়েন্দা বিভাগের তরফ থেকে তাঁদের সঙ্গে প্রায়ই যোগাযোগ করা হয় । তদন্তের স্বার্থে বিভিন্ন সময় এই রাজ্যের গোয়েন্দা দফতরের তরফেও অন্য রাজ্যের পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হয় । তাই এই বিষয়টিকে বাড়তি গুরুত্ব দিতে তিনি নারাজ ৷
তবে এসটিএফ সূত্রে খবর, ধৃত কাজি এহসান এবং আব্দুর রাকিবকে দফায় দফায় জেরা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের ৷ তার মধ্যে অন্যতম, আব্দুর রাকিব বাংলাদেশ থেকে ইতিমধ্যেই 17 জন ব্যক্তিকে এই রাজ্যে ঢুকিয়েছে এবং তারা প্রত্যেকে আল কায়দা জঙ্গি মডিউলের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে ।
সূত্রের খবর, এই বিষয়ে আরও তথ্য চায় ভোপাল ও তেলঙ্গানা পুলিশ (Telangana Police) ৷ তাদের একটি বিশেষ দল খুব শিগগিরই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের হাতে গ্রেফতার হওয়া কাজি এহেসান এবং আব্দুর রাকিবকে জেরা করতে চলেছে বলে গোয়েন্দা বিভাগ সূত্রের খবর ।
আরও পড়ুন : ইমামের ছদ্মবেশে আল কায়দার সংগঠন বৃদ্ধিই লক্ষ্য ছিল ধৃত রাকিবের