কলকাতা, 29 জুলাই : রাজ্যে করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি রয়েছে ৷ কিন্তু সেই বিধিনিষেধকে উপেক্ষা করে রাতের কলকাতায় বেপরোয়াভাবে অনেককে ঘুরতে দেখা যাচ্ছে ৷ এমনকী, কিছু কিছু জায়গায় রেস্তরাঁ-বার খুলে রাখা হচ্ছে বলে অভিযোগ ৷ তেমনই একটি অভিযোগ উঠেছে কলকাতার ভবানীপুর থানা এলাকায় ৷ সেখানে অভিযান চালিয়ে 10 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷
আরও পড়ুন : Covid Restriction : লোকাল ট্রেন বন্ধ রেখেই বঙ্গে করোনা-বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি
জানা গিয়েছে যে বুধবার রাতে ভবানীপুর থানার এলগিন রোডে একটি হুক্কাবার খোলা ছিল । পাশাপাশি ওই এলাকায় এসটোন রোডের অন্য একটি হুক্কাবারেও চলছিল দেদার খাওয়া-দাওয়া । রাত 1টা নাগাদ খবর পেয়ে ওই দু’টি হুক্কাবারেই সাদা পোশাকে হাজির হয় ভবানীপুর থানার পুলিশ । অভিযোগ, পুলিশ গিয়ে দেখে ওই দুই হুক্কাবারে সরকারি নিয়মকে তোয়াক্কা না করে চলছে দেদার খাওয়া-দাওয়া ও হুক্কার টান । এরপরেই ওই দু’টি হুক্কাবার থেকে 10 জনকে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ ।
পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, ওই দুই হুক্কাবারের মালিককে এখনও ধরা যায়নি ৷ পুলিশ আসার কথা জানতে পেরে তারা ঘটনাস্থল থেকে চম্পট দেয় । তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ । হুক্কাবার দু’টি বন্ধ করে দেওয়া হয়েছে ।
আরও পড়ুন : ভুয়ো পুলিশের পরিচয় দিয়ে 48 লাখ টাকার জালিয়াতি, শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার
করোনার তৃতীয় ঢেউ আসন্ন । আর ঠিক তার আগেই মানুষের এই দেদার আড্ডা আর সরকারি নিয়মকে তোয়াক্কা না করে চলার ঘটনায় বিরক্তি প্রকাশ করে নবান্ন । মুখ্যসচিবের তরফে চিঠি দিয়ে সব জেলার এসপি ও সিপিদের বলা হয় রাতের নাকা চেকিং বাড়াতে । রাত ন'টা থেকে ভোর পাঁচটা কড়াভাবে বিধিনিষেধ পালন করতে হবে । কেউ বিধি ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে পুলিশকে ৷ এরপরই দেখা যায় পুলিশি ধরপাকড়ের ছবি ।