কলকাতা, 25 জুলাই: প্রতিবছরের মতো এ বছরেও ‘বাংলা চলচ্চিত্র প্রচার ও প্রসার সমিতি-র পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল ‘উত্তম কলারত্ন’ সম্মান অনুষ্ঠানের ৷ ছোটপর্দায় উৎকর্ষ অভিনয়ের জন্য় শিল্পীদের এই পুরস্কার দেওয়া হয় ৷ 'জয় বাবা লোকনাথ' ধারাবাহিকে লোকনাথের চরিত্রে অভিনয়ের জন্য এ বছর 'উত্তম কলারত্ন' পুরস্কার পেলেন ভাস্বর চট্টোপাধ্য়ায় (Bhaswar Chattterjee gets Uttam Kalaratna award)।
ভালো অভিনয়ের জন্য আগে চারবার এই পুরস্কার পেয়েছেন তিনি । বাংলা টেলিভিশনের পর্দায় সহজেই দর্শকদের মন জয় করেছিল ধারাবাহিক ‘জয় বাবা লোকনাথ’। ছোট্ট লোকনাথকে দিয়ে শুরু হয় গল্প। সেই চরিত্রে অভিনয় করত শিশু শিল্পী অরণ্য রায়চৌধুরী। এরপর প্রাপ্তবয়স্ক লোকনাথের চরিত্রে অভিনয় করেন ভাস্বর চট্টোপাধ্যায়। নিমেষে সকলের মন কেড়ে নেন তিনি। খাতায়-কলমে তারই যোগ্য সম্মান পেলেন তিনি। এই সম্মানে আরও একবার সম্মানিত হতে পেরে স্বভাবতই খুশি অভিনেতা। নিজের সামাজিক মাধ্যমে পুরস্কার হাতে ছবিও শেয়ার করেছেন তিনি।
আরও পড়ুন: মহানায়ক ! মৃত্যুর চার দশক পেরিয়েও বাঙালির 'ম্যাটিনি আইডল' সেই উত্তম'ই
প্রসঙ্গত, গতকাল ছিল মহানায়ক উত্তম কুমারের 42তম মত্যুবার্ষিকী ৷ ‘মহানায়কের’স্মরণে এই পুরস্কার সভার আয়োজন করা হয়েছিল ৷ মহানায়ক উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্বামী ভাস্বর চট্টোপাধ্যায়। মহানায়ককে নিয়ে কথা বলার সময় 'দাদু' সম্বোধন না করে 'মহানায়ক' বলার কারণে বেশ কয়েকবার নাকি নবমিতার কাছে বকুনিও খেয়েছেন ভাস্বর। বিভিন্ন সময় সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেতা ।