ETV Bharat / city

Deucha Pachami Project : দেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ : মুখ্যসচিব - Deucha Pachami Project

দেউচা-পাঁচামিতে কয়লা উত্তোলনের বরাত পেয়েছে রাজ্য সরকার ৷ ওই প্রকল্পের জন্য আগেই পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নভেম্বরে প্রকাশিত হয়েছিল শ্বেতপত্রও ৷

Deucha Pachami Project
দেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ হচ্ছে
author img

By

Published : Feb 3, 2022, 3:30 PM IST

Updated : Feb 3, 2022, 4:59 PM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার রাজ্যের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বললেন, দেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ হচ্ছে ৷ সমস্ত জমিদাতাদের সঙ্গে কথা বলেই তা করা হচ্ছে ৷

দেউচা-পাঁচামিতে কয়লা উত্তোলনের বরাত পেয়েছে রাজ্য সরকার ৷ দেউচা-পাঁচামিতে খোলামুখ কয়লা খনি প্রকল্পের জন্য আগেই পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত বছরের নভেম্বরে প্রকাশিত হয়েছিল শ্বেতপত্রও ৷ বাংলা, ইংরেজি ও সাঁওতালি ভাষায় এই শ্বেতপত্র জমি মালিকদের দেওয়া হয়েছিল ৷' একইসঙ্গে জমিদাতাদের পরিবারের একজন যোগ্যতা অনুযায়ী জুনিয়র বা সিনিয়র কনস্টেবলের পদে চাকরি পাবেন বলেও জানিয়েছে রাজ্য সরকার ৷

প্রসঙ্গত, দেউচা-পাঁচামি হল বীরভূমের মহম্মদবাজার হরিণ সিং কোল ব্লক । 3400 একর জমি নিয়ে 1178 মিলিয়ন হেক্টর কয়লা ব্লক রয়েছে । 1148 মিলিয়ন হেক্টর ব্যাসল্ট জমা রয়েছে । এই যে 3400 একরের মধ্যে এক হাজার একর সরকারি জমি ।

সরকারি হিসেব অনুযায়ী, এই এলাকায় 12টি গ্রামে 4314টি বাড়িতে 21 হাজারের বেশি মানুষ বাস করেন । যার মধ্যে তিন হাজার ছ’শো জন তফশিলি জাতিভুক্ত এবং 9034 জন তফসিলি উপজাতিভুক্ত ৷ বিপুল কয়লা জমা থাকায় যে এলাকা দেশের সবচেয়ে বড় কোল ব্লকগুলির মধ্যে অন্যতম। দেউচা-পাঁচামিতে 35 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ৷ এরমধ্যে 10 হাজার কোটি টাকা পুনর্বাসন প্যাকেজে খরচ করা হবে ৷ প্রথম পর্যায়ে দেওয়ানগঞ্জ থেকে কাজ শুরু হবে ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জানিয়েছিলেন, জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ বাড়িও দেওয়া হবে ৷ পরিবার পিছু একজন কাজও পাবেন ৷ ক্ষতিপূরণের নানাস্তর থাকবে ৷ বাড়ি-সহ জমি থাকলে বিঘা প্রতি 10-13 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ এছাড়াও স্থানান্তকরণের জন্য পাবেন পাঁচ লক্ষ টাকা । কলোনিতে পাবেন 600 বর্গফুটের বাড়ি । যে সব পরিবার বাড়ি জমি হারাবে, তাদের পরিবারের একজন জুনিয়র কনস্টেবলের চাকরি পাবেন । এমন চাকরি পাবেন 4942 জন ।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, প্রায় 3 হাজার জন ক্রাশার লেবার রক্ষণাবেক্ষণের জন্য 1 লক্ষ 20 হাজার টাকা পাবেন । ওই এলাকায় 160 জন কৃষি শ্রমিক 50 হাজার টাকা পাবেন । 500 দিনের জন্য 100 দিনের কাজ পাবেন । 285 জন ক্রাশার মালিক তাঁদের জমি বাড়ির দাম এবং 50 হাজার টাকা শিফ্টিং অ্যালাউন্স পাবেন । ছয় মাস ধরে 10 ট্রাক ব্যাসল্ট বিনামূল্যে পাবেন । কাছের চাঁদা মৌজায় ব্যাসল্ট শিল্প উদ্যানের পুনর্গঠন হবে । 27 জন খাদান মালিক জমি ও বাড়ির দাম পাবেন ।

কলকাতা, 3 ফেব্রুয়ারি : নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার রাজ্যের আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বললেন, দেউচা-পাঁচামিতে দেশের সেরা পুনর্বাসন প্যাকেজ হচ্ছে ৷ সমস্ত জমিদাতাদের সঙ্গে কথা বলেই তা করা হচ্ছে ৷

দেউচা-পাঁচামিতে কয়লা উত্তোলনের বরাত পেয়েছে রাজ্য সরকার ৷ দেউচা-পাঁচামিতে খোলামুখ কয়লা খনি প্রকল্পের জন্য আগেই পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত বছরের নভেম্বরে প্রকাশিত হয়েছিল শ্বেতপত্রও ৷ বাংলা, ইংরেজি ও সাঁওতালি ভাষায় এই শ্বেতপত্র জমি মালিকদের দেওয়া হয়েছিল ৷' একইসঙ্গে জমিদাতাদের পরিবারের একজন যোগ্যতা অনুযায়ী জুনিয়র বা সিনিয়র কনস্টেবলের পদে চাকরি পাবেন বলেও জানিয়েছে রাজ্য সরকার ৷

প্রসঙ্গত, দেউচা-পাঁচামি হল বীরভূমের মহম্মদবাজার হরিণ সিং কোল ব্লক । 3400 একর জমি নিয়ে 1178 মিলিয়ন হেক্টর কয়লা ব্লক রয়েছে । 1148 মিলিয়ন হেক্টর ব্যাসল্ট জমা রয়েছে । এই যে 3400 একরের মধ্যে এক হাজার একর সরকারি জমি ।

সরকারি হিসেব অনুযায়ী, এই এলাকায় 12টি গ্রামে 4314টি বাড়িতে 21 হাজারের বেশি মানুষ বাস করেন । যার মধ্যে তিন হাজার ছ’শো জন তফশিলি জাতিভুক্ত এবং 9034 জন তফসিলি উপজাতিভুক্ত ৷ বিপুল কয়লা জমা থাকায় যে এলাকা দেশের সবচেয়ে বড় কোল ব্লকগুলির মধ্যে অন্যতম। দেউচা-পাঁচামিতে 35 হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে রাজ্য সরকার ৷ এরমধ্যে 10 হাজার কোটি টাকা পুনর্বাসন প্যাকেজে খরচ করা হবে ৷ প্রথম পর্যায়ে দেওয়ানগঞ্জ থেকে কাজ শুরু হবে ৷

আরও পড়ুন : Farm Laws Repeal : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জানিয়েছিলেন, জমিদাতাদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ বাড়িও দেওয়া হবে ৷ পরিবার পিছু একজন কাজও পাবেন ৷ ক্ষতিপূরণের নানাস্তর থাকবে ৷ বাড়ি-সহ জমি থাকলে বিঘা প্রতি 10-13 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ এছাড়াও স্থানান্তকরণের জন্য পাবেন পাঁচ লক্ষ টাকা । কলোনিতে পাবেন 600 বর্গফুটের বাড়ি । যে সব পরিবার বাড়ি জমি হারাবে, তাদের পরিবারের একজন জুনিয়র কনস্টেবলের চাকরি পাবেন । এমন চাকরি পাবেন 4942 জন ।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, প্রায় 3 হাজার জন ক্রাশার লেবার রক্ষণাবেক্ষণের জন্য 1 লক্ষ 20 হাজার টাকা পাবেন । ওই এলাকায় 160 জন কৃষি শ্রমিক 50 হাজার টাকা পাবেন । 500 দিনের জন্য 100 দিনের কাজ পাবেন । 285 জন ক্রাশার মালিক তাঁদের জমি বাড়ির দাম এবং 50 হাজার টাকা শিফ্টিং অ্যালাউন্স পাবেন । ছয় মাস ধরে 10 ট্রাক ব্যাসল্ট বিনামূল্যে পাবেন । কাছের চাঁদা মৌজায় ব্যাসল্ট শিল্প উদ্যানের পুনর্গঠন হবে । 27 জন খাদান মালিক জমি ও বাড়ির দাম পাবেন ।

Last Updated : Feb 3, 2022, 4:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.