ETV Bharat / city

টিকিটের পর এবার রেলের মোবাইল অ্য়াপেও বাংলা ভাষা - ভারতীয় রেলে

বাংলাভাষী যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেলের নয়া প্রকল্পে ৷ UTS on mobile app'-এ বাংলা ভাষার সংযুক্তিকরণ ৷

UTS on mobile app'
বাংলা ভাষার সংযুক্তিকরণ
author img

By

Published : Feb 1, 2020, 12:33 PM IST

কলকাতা, 1 ফেব্রয়ারি : বাংলাভাষীদের বোঝার সুবিধার জন্য ভারতীয় রেলের ' UTS on mobile app' টিতে বাংলা ভাষার সংযুক্তিকরণ হতে চলছে ৷ 5 ফেব্রুয়ারি থেকে পূর্ব রেলের UTS অ্যাপটি অপারেশন মোডে থাকতে চলছে বাংলাভাষার অপশনটিও ৷

কী এই ' UTS on mobile app' ?

ভারতীয় রেলমন্ত্রক ঘরে বসে টিকিট কাটার জন্য এই 'UTS on mobile app' পরিষেবাটি চালু করে ৷ মূলত ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমেই এই অ্যাপটিতে টিকিট বুকিং করা হত ৷

বেশ কয়েক বছর আগে পূর্ব রেলের লোকাল ট্রেনের টিকিটে স্টেশনের নাম বাংলা হরফে লেখার চল ছিল । তবে পরে তা বন্ধ করে দেওয়া হয় ৷ শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষায় স্টেশনের নাম লেখার রীতিটিই বজায় থাকে । টিকিটে বাংলায় স্টেশনের নাম লেখা বন্ধ করে দেওয়ার পর 'বাংলা পক্ষ' নামে সংগঠন বিষয়টি নিয়ে বহুদিন ধরে আন্দোলন চালায় । অবশেষে তাদের আন্দোলন সফলতা পায় ৷ আবার চালু হয়েছে লোকাল ট্রেনের টিকিটে বাংলায় স্টেশনের নাম লেখা ৷

কলকাতা, 1 ফেব্রয়ারি : বাংলাভাষীদের বোঝার সুবিধার জন্য ভারতীয় রেলের ' UTS on mobile app' টিতে বাংলা ভাষার সংযুক্তিকরণ হতে চলছে ৷ 5 ফেব্রুয়ারি থেকে পূর্ব রেলের UTS অ্যাপটি অপারেশন মোডে থাকতে চলছে বাংলাভাষার অপশনটিও ৷

কী এই ' UTS on mobile app' ?

ভারতীয় রেলমন্ত্রক ঘরে বসে টিকিট কাটার জন্য এই 'UTS on mobile app' পরিষেবাটি চালু করে ৷ মূলত ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমেই এই অ্যাপটিতে টিকিট বুকিং করা হত ৷

বেশ কয়েক বছর আগে পূর্ব রেলের লোকাল ট্রেনের টিকিটে স্টেশনের নাম বাংলা হরফে লেখার চল ছিল । তবে পরে তা বন্ধ করে দেওয়া হয় ৷ শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষায় স্টেশনের নাম লেখার রীতিটিই বজায় থাকে । টিকিটে বাংলায় স্টেশনের নাম লেখা বন্ধ করে দেওয়ার পর 'বাংলা পক্ষ' নামে সংগঠন বিষয়টি নিয়ে বহুদিন ধরে আন্দোলন চালায় । অবশেষে তাদের আন্দোলন সফলতা পায় ৷ আবার চালু হয়েছে লোকাল ট্রেনের টিকিটে বাংলায় স্টেশনের নাম লেখা ৷

Intro:স্থানীয় যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল এবার মোবাইল এপেও বাংলা ভাষা চালু করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রেলের 'uts on mobile app' ব্যবস্থায় বাংলা ভাষাভাষী যাত্রীদের সুবিধার জন্য এই ব্যবস্থা নিতে চলেছে রেল বোর্ড।


Body:আগামী মাসের 5 তারিখ থেকে পূর্ব রেলে শুরু হতে চলেছে এই নতুন ব্যবস্থা।

যদিও এর আগে পূর্ব রেলের লোকাল ট্রেনের টিকিটে স্টেশনে নাম বাংলা হরফে লেখার চল শুরু হয়েছে আবার। এতদিন শুধুমাত্র হিন্দি ও ইংরেজি ভাষায় স্টেশনের নাম লেখা থাকতো। এই ব্যবস্থাটি আগে চালু থাকলেও মাঝে বন্ধ করে দেওয়া হয়েছিল।


Conclusion:বহুদিনের নিয়ম টিকিটে বাংলায় স্টেশনের নাম লেখা বন্ধ করে দেওয়ার পর 'বাংলা পক্ষ' সংগঠনটি বিষয়টি নিয়ে বহুদিন আন্দোলনও চালায়। অবশেষে তাঁদের আন্দোলন সফলতা পেলো।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.