ETV Bharat / city

Manoj Malaviya on Bengal Unrest: রাজ্যে অশান্তির ঘটনায় দায়ের 42 এফআইআর, গ্রেফতার 200

রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির ঘটনায় 42টি এফআইআর দায়ের করা হয়েছে ৷ গ্রেফতার করা হয়েছে 200 জনকে ৷ জানালেন রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্য (DGP Bengal Manoj Malaviya)।

Bengal Unrest: 42 FIR filed, 200 arrested, says DGP Bengal Manoj Malaviya
রাজ্যে অশান্তির ঘটনায় 42 এফআইআর দায়ের, গ্রেফতার 200
author img

By

Published : Jun 13, 2022, 4:25 PM IST

কলকাতা, 13 জুন: রাজ্যে অশান্তি ছড়ানোর ঘটনায় 42টি এফআইআর রুজু করেছে রাজ্য পুলিশ (Manoj Malaviya on Bengal Unrest)। পাশাপাশি হিংসা ছড়ানোর এবং পুলিশকে কাজে বাধা দেওয়ার অভিযোগে 200 জনকে গ্রেফতার করা হয়েছে । ভবানী ভবনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্য (DGP Bengal Manoj Malaviya)।

ইতিমধ্যেই হাওড়ার নগরপাল সি সুধাকারকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার ও বর্তমানে আইজি পদমর্যাদার আইপিএস প্রবীণ ত্রিপাঠিকে । এ দিন সকাল থেকেই হাওড়া, পাঁচলা, ডোমজুড়, কোনা এক্সপ্রেসওয়ে-সহ উত্তপ্ত এলাকাগুলি পরিদর্শন করেন উচ্চপদস্থ আধিকারিকরা । পাশাপাশি ভবানী ভবনের তরফ থেকে সিআইডির একটি প্রতিনিধি দল এলাকায় যান ।

আরও পড়ুন: KP summons Nupur Sharma: এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

রাজ্য পুলিশের একটি বিশেষ দল হাওড়ার ওই উত্তপ্ত এলাকাগুলিতে পরিদর্শনের জন্য যায় ৷ পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলে । গতকাল এই ঘটনায় প্রায় 150 জনকে গ্রেফতার করা হয় । এই ঘটনায় মোট গ্রেফতার হয়েছেন 200 জন ।

কলকাতা, 13 জুন: রাজ্যে অশান্তি ছড়ানোর ঘটনায় 42টি এফআইআর রুজু করেছে রাজ্য পুলিশ (Manoj Malaviya on Bengal Unrest)। পাশাপাশি হিংসা ছড়ানোর এবং পুলিশকে কাজে বাধা দেওয়ার অভিযোগে 200 জনকে গ্রেফতার করা হয়েছে । ভবানী ভবনে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানালেন রাজ্য পুলিশের ডিজিপি মনোজ মালব্য (DGP Bengal Manoj Malaviya)।

ইতিমধ্যেই হাওড়ার নগরপাল সি সুধাকারকে সরিয়ে তাঁর জায়গায় আনা হয়েছে কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল পদমর্যাদার ও বর্তমানে আইজি পদমর্যাদার আইপিএস প্রবীণ ত্রিপাঠিকে । এ দিন সকাল থেকেই হাওড়া, পাঁচলা, ডোমজুড়, কোনা এক্সপ্রেসওয়ে-সহ উত্তপ্ত এলাকাগুলি পরিদর্শন করেন উচ্চপদস্থ আধিকারিকরা । পাশাপাশি ভবানী ভবনের তরফ থেকে সিআইডির একটি প্রতিনিধি দল এলাকায় যান ।

আরও পড়ুন: KP summons Nupur Sharma: এবার নূপুর শর্মাকে তলব কলকাতা পুলিশের

রাজ্য পুলিশের একটি বিশেষ দল হাওড়ার ওই উত্তপ্ত এলাকাগুলিতে পরিদর্শনের জন্য যায় ৷ পাশাপাশি এলাকার বাসিন্দাদের সঙ্গে তারা কথা বলে । গতকাল এই ঘটনায় প্রায় 150 জনকে গ্রেফতার করা হয় । এই ঘটনায় মোট গ্রেফতার হয়েছেন 200 জন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.