কলকাতা, 14 মার্চ : কোরোনার কারণে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল। আগামী সোমবার থেকে স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়, SSK, MSK-সহ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ রাখতে নির্দেশিকা দেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ তরফ থেকে স্কুল বন্ধ থাকার বিষয়টি জানানো হয়েছে ৷
এর আগে কোরোনা সতর্কতায় তামিলনাড়ুর সব প্রাথমিক বিদ্যালয় 31 মার্চ অবধি বন্ধ থাকার কথা ঘোষণা করেছিল তামিললাডু সরকার৷ পাশাপাশি তামিলনাড়ুর কেরালা সীমান্ত ঘেঁষা স্কুলগুলিতে ক্লাস ফাইভের পড়ুয়াদেরও ছুটি দিয়ে দেওয়া হয় ৷ এর আগে মহারাষ্ট্রের একাংশে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয় কোরোনা সতর্কতায় ৷ বিহার-ওড়িশার সব সরকারি স্কুল বন্ধ থাকছে 31 মার্চ পর্যন্ত ৷
অন্যদিকে কর্নাটকে আজ থেকে ফের এক সপ্তাহ বন্ধ থাকছে যাবতীয় স্কুল, কলেজ, সিনেমা হল ৷ নিষিদ্ধ ছোট ও বড় জনসমাবেশও ৷ পাশাপাশি রাজ্যের IT কর্মীদের ঘর থেকে কাজ করতে বলা হয়েছে ৷ অন্যদিক কোরোনা সতর্কতায় আগামী 31 মার্চ অবধি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) বন্ধ থাকার কথা ৷
বিহারের ক্ষেত্রে স্কুলের সঙ্গে সঙ্গে প্রকাশ্য জনসমাবেশের উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে গোটা মার্চ মাসজুড়ে ৷ ওড়িশায় জিম ও সুইমিংপুলে নিষেধাজ্ঞা জারি করেছে নবীন পট্টনায়ক সরকার৷
গোটা দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ গতকাল কোরোনায় আক্রান্ত হয়ে দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে দেশে ৷ ইতিমধ্যেই গোটা দেশে কোরোনার আক্রান্তের সংখ্যা 83 ৷ গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা লাখখানেক পেরিয়ে গিয়েছে ৷