ETV Bharat / city

ফের ভাড়া বাড়ানোর দাবি, পরিবহন দপ্তরে চিঠি বাস মালিক সংগঠনগুলির - bus fare in kolkata

ভাড়া না বাড়ালে বাস চালানো অসম্ভব ৷ আগেই জানিয়েছিল একাধিক বাস মালিক সংগঠন ৷ কিন্তু, সরকারের সঙ্গে বৈঠকের পর পুরোনো ভাড়াতেই বাস চালানোর সিদ্ধান্ত নেয় তারা ৷ এবার ফের একই দাবি তুলে পরিবহন দপ্তরে চিঠি দেওয়া হল বাসি মালিক সংগঠনের তরফে ৷

bus fare
বাসভাড়া বাড়ানোর দাবি
author img

By

Published : Jun 12, 2020, 2:33 AM IST

Updated : Jun 12, 2020, 6:00 AM IST

কলকাতা, 12 জুন : ঠিকমতো যাত্রী হচ্ছে না ৷ তাই পুরোনো ভাড়ায় বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে । এই কথা জানিয়ে পরিবহন দপ্তরকে চিঠি দিল একাধিক বাস মালিক সংগঠন।

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "কয়েকদিন একাধিক রুটে পরীক্ষামূলকভাবে পুরোনো ভাড়ায় বাস চালানো হয়েছে । তবে দেখা যাচ্ছে ন্যূনতম ভাড়া না বাড়ালে বাস চালানো দিন দিন অসম্ভব হয়ে পড়ছে মালিকদের পক্ষে। মাত্র কয়েকজন যাত্রী নিয়ে বাস চালিয়ে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা সম্ভব হচ্ছে না । তাই ভাড়াবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে দ্রুত সমাধানসূত্র বের করার আর্জি জানানো হয়েছে।"

hike in bus fare
ফের বাসভাড়া বাড়ানোর দাবি
বেঙ্গল বাস সিন্ডিকেটের সম্পাদক নীতীশ কুমার রক্ষিত বলেন, "সরকারের তরফে আমাদের বাস চালাতে বলা হয়েছিল ৷ তাই পরীক্ষামুলকভাবে বাস চালানো হচ্ছে এখনও । আমরা আগেই জানিয়েছিলাম, যদি দেখা যায় আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য থাকছে তাহলে পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে । বর্তমানে বাস চালিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই তিক্ত । সারাদিনের জ্বালানি খরচই উঠেছে না । উলটে নিজেদের পকেট থেকে টাকা দিতে হচ্ছে । এভাবে বাস চালানো বেশিদিন আর সম্ভব নয় । কয়েকজন বাস মালিক ইতিমধ্যেই উৎসাহ হারিয়ে ফেলছেন । তাঁরা আর পথে বাস নামাতে চাইছেন না ।"

তিনি আরও বলেন, "দীর্ঘ তিন মাস আমাদের গাড়িগুলি পড়ে রয়েছে । মালিক ও চালকদের পক্ষে সংসার চালাতে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তাই দ্রুত এক্সপার্ট কমিটিকে ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আর্জি জানিয়েছি ।"

কলকাতা, 12 জুন : ঠিকমতো যাত্রী হচ্ছে না ৷ তাই পুরোনো ভাড়ায় বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে । এই কথা জানিয়ে পরিবহন দপ্তরকে চিঠি দিল একাধিক বাস মালিক সংগঠন।

অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "কয়েকদিন একাধিক রুটে পরীক্ষামূলকভাবে পুরোনো ভাড়ায় বাস চালানো হয়েছে । তবে দেখা যাচ্ছে ন্যূনতম ভাড়া না বাড়ালে বাস চালানো দিন দিন অসম্ভব হয়ে পড়ছে মালিকদের পক্ষে। মাত্র কয়েকজন যাত্রী নিয়ে বাস চালিয়ে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা সম্ভব হচ্ছে না । তাই ভাড়াবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে দ্রুত সমাধানসূত্র বের করার আর্জি জানানো হয়েছে।"

hike in bus fare
ফের বাসভাড়া বাড়ানোর দাবি
বেঙ্গল বাস সিন্ডিকেটের সম্পাদক নীতীশ কুমার রক্ষিত বলেন, "সরকারের তরফে আমাদের বাস চালাতে বলা হয়েছিল ৷ তাই পরীক্ষামুলকভাবে বাস চালানো হচ্ছে এখনও । আমরা আগেই জানিয়েছিলাম, যদি দেখা যায় আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য থাকছে তাহলে পরিষেবা চালিয়ে যাওয়া সম্ভব হবে । বর্তমানে বাস চালিয়ে আমাদের অভিজ্ঞতা খুবই তিক্ত । সারাদিনের জ্বালানি খরচই উঠেছে না । উলটে নিজেদের পকেট থেকে টাকা দিতে হচ্ছে । এভাবে বাস চালানো বেশিদিন আর সম্ভব নয় । কয়েকজন বাস মালিক ইতিমধ্যেই উৎসাহ হারিয়ে ফেলছেন । তাঁরা আর পথে বাস নামাতে চাইছেন না ।"

তিনি আরও বলেন, "দীর্ঘ তিন মাস আমাদের গাড়িগুলি পড়ে রয়েছে । মালিক ও চালকদের পক্ষে সংসার চালাতে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তাই দ্রুত এক্সপার্ট কমিটিকে ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আর্জি জানিয়েছি ।"

Last Updated : Jun 12, 2020, 6:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.