কলকাতা, 12 জুন : ঠিকমতো যাত্রী হচ্ছে না ৷ তাই পুরোনো ভাড়ায় বাস চালানো অসম্ভব হয়ে পড়ছে । এই কথা জানিয়ে পরিবহন দপ্তরকে চিঠি দিল একাধিক বাস মালিক সংগঠন।
অল বেঙ্গল বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, "কয়েকদিন একাধিক রুটে পরীক্ষামূলকভাবে পুরোনো ভাড়ায় বাস চালানো হয়েছে । তবে দেখা যাচ্ছে ন্যূনতম ভাড়া না বাড়ালে বাস চালানো দিন দিন অসম্ভব হয়ে পড়ছে মালিকদের পক্ষে। মাত্র কয়েকজন যাত্রী নিয়ে বাস চালিয়ে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা সম্ভব হচ্ছে না । তাই ভাড়াবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে দ্রুত সমাধানসূত্র বের করার আর্জি জানানো হয়েছে।"
![hike in bus fare](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7580062_wb_buss.jpg)
তিনি আরও বলেন, "দীর্ঘ তিন মাস আমাদের গাড়িগুলি পড়ে রয়েছে । মালিক ও চালকদের পক্ষে সংসার চালাতে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে । তাই দ্রুত এক্সপার্ট কমিটিকে ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আর্জি জানিয়েছি ।"